Skip to main content

চট্টগ্রামে এক পাগল ভক্তের খপ্পরে সাকিব আল হাসান

চট্টগ্রামে এক পাগল ভক্তের খপ্পরে সাকিব আল হাসান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হওয়ার আগেই থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান। মাঠের বাইরে যেমন কথার লড়াইয়ে আছেন, তেমনি মাঠেও দেখা মিলছে আগ্রাসী সাকিবের। এসব আলোচনা – সমালোচনার মাঝেই ঢাকা পর্বের পর চট্টগ্রামে খেলতে এলেন তিনি। কিন্তু সেখানেই ঘটে গেল ভিন্ন এক ঘটনা। সাকিবকে কাছে পেয়েই তাকে  জাপটে ধরলেন  এক ভক্ত।এরপর থেকেই সাকিবের নিরাপত্তার বিষয়টি সামনে আসছে৷ সেই সাথে দেশের ক্রিকেটে আলোচনা হচ্ছে এই প্রসঙ্গে। 

চট্টগ্রাম পর্বের বিপিএল শুরু হচ্ছে ১৩ জানুয়ারি থেকে । এর আগের দিন একটি পোশাক কোম্পানির শো রুম উদ্বোধন করতে যান সাকিব। সেখানে গিয়ে মঞ্চ দাঁড়ানোর পর হঠাৎ সাকিবের দিকে দৌঁড়ে আসে একজন তরুণ। ঝাঁপ দিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরেন সেই তরুণ। অবশ্য মুহূর্তেইই তাকে সরিয়ে নেয় নিরাপত্তারক্ষীরা। তবে পরবর্তীতে জানা যায়, জড়িয়ে ধরা সেই তরুণ সাকিবের একজন ভক্ত। তবে ঘটনাটি ক্রিকেট পাড়ায় আলোড়ন তোলে।

অবশ্য এই ঘটনা ছাড়া, তেমন কিছু হয়নি সেখানে। ওই ভক্তকে সরিয়ে নেওয়ার কিছুক্ষণ পর আবার শো রুম উদ্বোধন করেন সাকিব।  সেখানে বক্তব্য দেন বিশ্বসেরা অলরাউন্ডার  এবং ভক্তদের সঙ্গে ছবিও তোলেন। তার উপস্থিতির খবর শুনে, আগে থেকেই অসংখ্য ভক্ত – সমর্থক জড়ো হয় সেখানে। তাদের নিরাশ মনে ফিরতে হয়নি। হাসিমুখে সবার চাহিদা মেটালেন সাকিব। তবে সাকিব ভক্তের ঐ কান্ডের পর তার নিরাপত্তার বিষয়টি নিয়ে ফের আলোচনা শুরু হয়।

ঘটনা প্রসঙ্গে অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি বলেন, ” সাকিব এখানে এসেছেন, কোম্পানির শো রুম উদ্বোধন করতে। স্বাভাবিকভাবে তার অনেক ভক্ত এখানে এসেছে। তারা সবাই ‘সাকিব সাকিব’ বলে স্লোগানও দিয়েছে। একপর্যায়ে এক ভক্ত তাকে জড়িয়ে ধরেছে। নিরাপত্তারক্ষীরা সেই ভক্তকে দ্রুত সরিয়ে নিয়েছে। পরবর্তীতে আমরা ঠিকভাবে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করেছি। কোন সমস্যা হয়নি। “

উল্লেখ্য, এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন সাকিব। তার দলে আছে দেশি – বিদেশি একঝাঁক তারকা ক্রিকেটার। আছেন নাজমুল আবেদিন ফাহিমের মতো মেন্টর। তাই তো বিশ্বসেরা অলরাউন্ডারের নেতৃত্বে, শিরোপা জয়ের স্বপ্ন দেখছে দক্ষিণাঞ্চলের দলটি। দলটির শক্তি এবং সামর্থ্যও আশা জাগানিয়া। এছাড়া অধিনায়ক সাকিবও আছেন, ব্যাটে – বলে সমান ছন্দে।

আরো আজকের ট্রেন্ডিং

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: র‌্যাঙ্কিং সেরা বোলিং লাইন আপ

বিগ ব্যাশ লিগ (বিবিএল) ক্রমাগতভাবে ক্রিকেটের সেরা বোলিং প্রতিভা দেখায়। বোলাররা প্রায়শই টি-টোয়েন্টি ম্যাচের ফলাফল নিয়ন্ত্রণ করে, তাদের নির্ভুলতা এবং কৌশল দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেয়। ২০২৪-২৫ মৌসুমও এর ব্যতিক্রম...

বিপিএল টিকিটের মূল্য এবং অনলাইন বুকিং প্রক্রিয়া ২০২৫: একটি সম্পূর্ণ নির্দেশিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল ২০২৫) আবারও ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করতে প্রস্তুত হয়ে উঠেছে। এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টটি বাংলাদেশে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। ম্যাচগুলো আয়োজন করা হবে...

SA20 2025 এর একটি পূর্ণাঙ্গ গাইড: আপডেটেড সিডিউল, টিম, এবং পূর্ববর্তী চ্যাম্পিয়নদের তালিকা

দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় টি২০ টুর্নামেন্ট SA20 2025 সংস্করণটি ফিরছে, যা উচ্চ-তীব্রতা সম্পন্ন ক্রিকেট, তারকা-সজ্জিত রোস্টার এবং চরম উত্তেজনার সাথে এক অনন্য অভিজ্ঞতা দেবে। ক্রিকেট ক্যালেন্ডারে এটি একটি অত্যন্ত প্রতীক্ষিত ইভেন্ট,...

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: বিবিএল বিজয়ীদের তালিকা বছরভিত্তিক ভাঙ্গন এবং আসন্ন সিজনের জন্য ড্রিম ১১ পূর্বাভাস

বিবিএল বিজয়ীদের তালিকা সম্পর্কে অবগত থাকা এবং ড্রিম ১১ পূর্বাভাস জানা আপনার কল্পনাপ্রসূত ক্রীড়া অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারে। এই নিবন্ধটি বছর অনুযায়ী BBL বিজয়ীদের তালিকা দেখে আসন্ন মরসুমের জন্য ড্রিম ১১...