BJ Sports – Cricket Prediction, Live Score

গ্যালারীতেই প্রেমিকাকে হংকং ক্রিকেটারের প্রেম নিবেদন

গ্যালারীতেই প্রেমিকাকে হংকং ক্রিকেটারের প্রেম নিবেদন

মানুষ তার ভালোবাসার প্রকাশ কত ভাবেই না করে। তবে এবারের এশিয়া কাপে দেখা গেল ভিন্ন চিত্র। মাঠের ২২ গজের পারফরম্যান্স নয়, বরং হংকং এর এক ক্রিকেটার মাঠের বাইরে ভিন্ন এক ঘটনায় সংবাদের শিরোনামে। 

এশিয়া কাপের মূলপর্বে এসেই এশিয়ার দুই জায়ান্ট ভারতপাকিস্তানের সামনে অগ্নিপরীক্ষায় হংকং। নিজেদের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ভারতের কাছে হেরে যায় দলটি।তবে হারের দুঃখ ভুলে গ্যালারীতে এক হংকং ক্রিকেটারকে দেখা গেল বিশেষ দৃশ্যে। তাতেই মাঠের বাইরের খবরে সংবাদের শিরোনামে তিনি। 

অনেকটা ফিল্মি স্টাইলে প্রেমিকাকে প্রেম নিবেদন করলেন হংকং ক্রিকেটার কিঞ্চিৎ শাহ। এমনকি গ্যালারীতেই আংটি পড়িয়ে দেন তিনি। প্রেমিকাও আর দেরি করেননি। অভিনব কায়দায় প্রেমিকের ভালোবাসা হাসিমুখে গ্রহণ করে নিলেন ওই নারী।এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হংকং ক্রিকেটার।

এর আগে ২০২১ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন প্রেমিকা (বর্তমান স্ত্রী) জয়া ভরদ্বাজকে প্রেম নিবেদন করেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার দীপক চাহার। সেটা থেকেই কিঞ্চিৎ অনুপ্রাণিত হয়েছেন কি না, তা অবশ্য জানা যায়নি।

কিঞ্চিৎ আর তার প্রেমিকার ঘটনাটি ঘটেছে বুধবার হংকংভারত ম্যাচের পর। সেই ম্যাচে আগে ব্যাট করে ভারত ১৯৩ রানের লক্ষ্য ছুড়ে দেয় হংকংকে। জবাবে ২০ ওভার শেষে উইকেট হারিয়ে ১৫২ রান করে হংকং হেরে যায় ৪০ রানে

বহুবার বিশ্বে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার কথা বলেছে আইসিসি। এশিয়া কাপে অন্যতম চমক হংকংয়ের অংশগ্রহন৷ ভারতের পর এবার নিজেদের অপর ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে হংকং। যে দল জিতবে তারাই চলে সুপার ফোরে।

Exit mobile version