ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন ঋষভ পন্থ। জানা গেছে, দিল্লি থেকে নিজের উত্তরাখণ্ডের বাড়িতে ফেরার সময় তার গাড়িতে আগুন লেগে যায়। এসময় গাড়ি চালিয়েছেন ভারতীয় উইকেটরক্ষক নিজেই। ধারণা করা হচ্ছে, কুয়াশাচ্ছন্ন রাস্তায় গাড়ির গতি বেশির থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পন্থ। তবে
পন্থ নিজে পুলিশকে জানিয়েছেন, গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন তিনি, আর এতেই ঘটে এই দুর্ঘটনা। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দুর্ঘটনায় পিঠে, মাথায় এবং পায়ে আঘাত পেয়েছেন পন্থ। এমনটাই জানিয়েছে হাসপাতালের চিকিৎসকরা। যদিও তার মাথায় এবং পায়ে অস্ত্রোপচার করাতে হবে বলে জানান চিকিৎসকরা। অবশ্য দুর্ঘটনার সাথেসাথেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে স্থানীয় পুলিশ। সেখানে পৌঁছে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পন্থের অবস্থা স্থিতিশীল। হাসপাতালে চিকিৎসা নিলেই সেরে উঠতে পারবেন ভারতীয় তারকা।
পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, গাড়িতে শুধু পন্থই ছিলেন। রাস্তায় ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগিয়ে দেন তিনি। আর তাতেই গাড়িতে আগুন লেগে যায়। এসময় গাড়ি থেকে লাফ দিয়ে পন্থ বের হয়ে গেলেও একেবারে বাঁচতে পারেননি তিনি। শরীরের বেশকিছু জায়গায় আহত হয়েছেন তিনি। ভোরে এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনার পরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে বাংলাদেশ সফর শেষ করে দেশে ফিরেই বাড়ি যাওয়ার কথা ছিল তার। কিন্তু মাঝপথেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। অবশ্য এখন তার ছুটি কাটানোর কথা। কারণ, ভারতের আগামী ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা হয়নি এই উইকেটরক্ষকের। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ। সেই সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করাই ছিল তার লক্ষ্য।
তবে পন্থের সুস্থ হতে কতদিন লাগবে তা অনিশ্চিত। আপাতদৃষ্টিতে ধারণা করা হচ্ছে, বেশ লম্বা সময়ের জন্য মাঠেই বাইরে থাকতে হবে তাকে। সেক্ষেত্রে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরও মিস করতে পারেন তিনি। কারণ, চোট থেকে সুস্থ হয়ে ওঠার পর ফিটনেসের দিক থেকেও ম্যাচ খেলার মতো অবস্থায় ফিরে আসতে হবে তাকে।
এদিকে পন্থের গাড়ি দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতংক ছড়িয়ে পড়ে ক্রিকেট বিশ্বে। ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট ভক্তরা সবাই তার দ্রুত সুস্থ হওয়ার প্রত্যাশা করছেন। সবার প্রত্যাশা দ্রুত সুস্থ হয়ে আবার মাঠের ২২ গজে ফিরবেন এই বিস্ফোরক ব্যাটসম্যান।