BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৩ সেপ্টেম্বর: সিপিএল ২০২২ (ম্যাচ ২৭) – গায়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট লুসিয়া কিংস

Guyana Amazon Warriors vs Saint Lucia Kings

গায়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট লুসিয়া কিংস

গায়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট লুসিয়া কিংস (ম্যাচ ২৭) – হাইলাইটস

সিপিএল ২০২২ এর ২৭ তম ম্যাচে প্রোভিডেন্স স্টেডিয়াম, গায়ানাতে আজ বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হয়েছিল গায়ানা আমাজন ওয়ারিয়র্স এবং সেন্ট লুসিয়া কিংস। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে বিশাল একটি লক্ষ্য দাড় করায় সেন্ট লুসিয়া কিংস। কিন্তু সেই লক্ষ্য তারা করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষ হয়ে যাওয়ার আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় গায়ানা আমাজন ওয়ারিয়র্স। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় সেন্ট লুসিয়া কিংসকে। এই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে রয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স এবং ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের ২য় স্থানে রয়েছে সেন্ট লুসিয়া কিংস। সেই সাথে গায়ানা আমাজন ওয়ারিয়র্স এর হয়ে দুর্দান্ত ব্যাটিং করে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব জিতে নেন শাই হোপ। 

টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন সেন্ট লুসিয়া কিংস এবং গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে আমন্ত্রন জানায় বোলিং এর জন্য। নিজেদের ঘরের মাঠে টস হেরে ফিল্ডিং করতে নেমেছিল গায়ানা। অন্যদিকে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় সেন্ট লুসিয়া। তাদের হয়ে ক্যারিয়ারের চতুর্থ টি-টোয়েন্টি সেঞ্চুরিতে ৫৯ বলে ১০৩ রান করে সেন্ট লুসিয়ার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। সাথে সেন্ট লুসিয়া কিংসের হয়ে সবথেকে বেশি রান ও করেছিলেন তিনি। তার এই ১০৩ রানের ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছয়। নিরোশান ডিকওয়েলা করেন ৩২ বলে ৩৬ রান, সাথে মেরেছিলেন ৫টি চার। 

এছাড়া গোল্ডেন ডাক মারেন মার্ক ডেয়াল, ৩ বলে ১ রান করেন অ্যাডাম হোস, ২ ছয়ের সাহায্যে ৬ বলে ১২ রান করেন ডেভিড উইজ। শেষ দিকে ছোট ক্যামিওতে ২ চার ও ১ ছয়ের সাহায্যে ৭ বলে ১৭ রান করে রোস্টন চেজ এবং থাকেন অপরাজিত। তার পাশাপাশি অপরাজিত থাকেন ১২ বলে ১১ রান করা রোশন প্রাইমাস। শেষে ১৪ রান এক্সট্রা সহ এই বড় লক্ষ্য তৈরী করে তারা। 

শুক্রবার সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ৪ ওভারে ৩৩ রান দিয়ে গায়ানার পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন সাকিব। আগের ম্যাচে জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে সাকিবের শিকার ছিল একটি উইকেট। এছাড়া ১টি করে উইকেট নেন রোমারিও শেফার্ড, ইমরান তাহির, ওডেন স্মিথ।

১৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ঝড় তোলেন গুরবাজ। তাকে দারুণ সঙ্গ দেন আরেক ওপেনার চন্দরপল হেমরাজ। যার সুবাদে পাওয়ার প্লে’র ছয় ওভারে ৭১ রান তুলে নেয় গায়ানা। অষ্টম ওভারে আউট হওয়ার আগে ৫ চারের সাহায্যে ২০ বলে ২৯ রান করেন হেমরাজ। 

পরের ওভারে সাজঘরে ফেরেন গুরবাজ। তার ব্যাট থেকে আসে সাত চার ও দুই ছয়ের মারে ২৬ বলে ৫২ রানের ইনিংস। গুরবাজ ফেরার পর চার নম্বরে নামেন সাকিব। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ক্রিকেটে ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। ব্যাট হাতে পরপর দুই ম্যাচে গোল্ডেন ডাক তথা প্রথম বলেই আউট হয়ে গেলেন এ বিশ্বসেরা অলরাউন্ডার। মার্ক দেয়ালের প্রথম বলেই সরাসরি বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন তিনি। 

দুই ওভারে তিন উইকেট হারিয়ে খানিক বিপদে পড়ে যায় গায়ানা। তবে শিমরন হেটমেয়ার ও শাই হোপের জুটিতে ভালোভাবেই ঘুরে দাঁড়ায় তারা। অধিনায়ক হেটমেয়ারের ব্যাট থেকে আসে ২৮ বলে ৩৬ রান। তিনি আউট হওয়ার সময় বাকি ছিল ২৮ বলে ৪৭ রান।

যা তুলে নিতে সমস্যা হয়নি হোপের। ম্যাচসেরার পুরস্কার জেতা হোপ খেলেছেন দুই চার ও পাঁচ ছয়ের মারে ৩০ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস। এছাড়া রোমারিও শেফার্ড করেছিলেন ১০ রান। এই জয়ের সাথে আট ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পাঁচে উঠেছে গায়ানা। শেষ দুই ম্যাচ জিতলে সেরা চারে যাওয়ার সম্ভাবনা থাকবে তাদের।


গায়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট লুসিয়া কিংস এর স্কোরবোর্ড 

গায়ানা আমাজন ওয়ারিয়র্স – ১৯৫/৪ (১৯.২)

সেন্ট লুসিয়া কিংস – ১৯৪/৫ (২০.০)

ফলাফল – গায়ানা আমাজন ওয়ারিয়র্স ৬ উইকেটে জয়ী 

প্লেয়ার অফ দ্য ম্যাচ – শাই হোপ 



গায়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট লুসিয়া কিংস ম্যাচের একাদশ

গায়ানা আমাজন ওয়ারিয়র্স শিমরন হেটমায়ার (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), শাই হোপ, চন্দ্রপল হেমরাজ, রোমারিও শেফার্ড, সাকিব আল হাসান, কিমো পল, ওডেন স্মিথ, জুনিয়র সিনক্লেয়ার, গুদাকেশ মতি, ইমরান তাহির
সেন্ট লুসিয়া কিংস ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), রোস্টন চেজ, মার্ক ডেয়াল, ডেভিড উইজ, অ্যাডাম হোস, আলজারি জোসেফ, আকিম অগাস্ট, জেভার রয়্যাল, রোশন প্রাইমাস, ম্যাথিউ ফোর্ড
Exit mobile version