ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া যেন কাটছেই না। গত ১০ দিনে তিন জন ক্রিকেটারের মৃত্যু ঘটল ভারতের গুজরাটে। সম্প্রতি খেলার মাঠে খেলতে যেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ভারতীয় ক্রিকেটার বসন্ত রাঠৌর। যে ক্রিকেটই ছিল প্রাণ সেই ক্রিকেট খেলতে যেয়ে প্রাণ দিতে হলো ভারতীয় এই ক্রিকেটারের। বল করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।
গুজরাটের আহমেদাবাদের কাছে একটি ডেন্টাল কলেজের মাঠে স্থানীয় ক্রিকেট প্রতিযোগিতার একটি ম্যাচে খেলছিলেন বসন্ত। তিনি ছিলেন অলরাউন্ডার। ম্যাচের এক পর্যায়ে বল করছিলেন বসন্ত। হঠাৎ করে বুকে একটু অস্বস্তি অনুভব করেন তিনি। এরপরেই বুকে ব্যাথা শুরু হয়ে যায়। অবস্থা খারাপ দেখে তার সতীর্থ এবং সেখানকার লোকজন তাকে ডেন্টাল হাসপাতালে নিয়ে যান।
বসন্তের শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমতে থাকে। যেকারণে তাকে ডেন্টাল হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় স্থানীয় সিভিল হাসপাতালে। সেখানে তার চিকিৎসাও শুরু হয়। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি এই ক্রিকেটারকে। হাসপাতালের বিছানায় মৃত্যু হয় তার। চিকিৎসকরা জানান হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে মৃত্যু হয়েছে বসন্তের।
তবে এর আগে কোনো প্রকার অসুস্থ ছিলেন না বসন্ত। গুজরাটের পন্য পরিসেবা কর দফতরের এক কর্তা জানান, ” বসন্ত প্রথম থেকেই স্বাভাবিক ছিলেন। অসুস্থততার প্রভাব দেখা যায়নি তার ওপর। আর আমাদের দল তখন ফিল্ডিং করছিল। তখন বল করছিলেন বসন্ত। কিন্তু হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন তিনি আর তার মৃত্যু হয় । ওর সতীর্থরা যথেষ্ট চেষ্টা করেছিল, কিন্তু কাজ হয়নি। “
এদিকে এই নিয়ে ভারতের তিন জন ক্রিকেটার মারা গেলেন গত ১০ দিনে। বসন্ত ছাড়া বাকি দুই ক্রিকেটার হলেন রাজকোটের প্রশান্ত ভারোলিয়া এবং সুরাতের জিগ্নেশ চৌহান। প্রশান্তের বয়স ২৭ বছর এবং সুরাতের বয়স ৩১ বছর। আর এই তিনজন ক্রিকেটারেরই মৃত্যু হলো হৃদরোগে আক্রান্ত হয়ে। এমন মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে ভারতীয়
ক্রিকেট বোর্ড।