BJ Sports – Cricket Prediction, Live Score

খরচ কমাতে ক্যারিবিয়ান সফরে নতুন পরিকল্পনা বিসিবির

Papon said of the Windies tour

Papon said of the Windies tour

আগামী জুন পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজের বিমানে চড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই লক্ষ্যে টেস্টে ১৬, ওয়ানডেতে ১৭ আর টিটোয়েন্টি ফরম্যাটের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে, এবার খরচ বাঁচাতে বাড়তি ক্রিকেটারদের ছাটাই করার পরিকল্পনা করছে বোর্ড। 

বৃহস্পতিবার বোর্ডের দ্বিতীয় আনুষ্ঠানিক সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলার প্রাক্কালে উইন্ডিজ সফরের ব্যাপারে পাপন বলেন, ‘সবশেষে একটা বড় বিষয়, আমরা দেখছি খরচ অসম্ভব হারে বেড়ে গেছে। দেশের কথা বলছি না। অনেক কিছুরই খরচ বেড়ে গেছে।আগে যে টিকিট ভাড়া ছিল লাখ, সেটি এখন হয়ে যাচ্ছে ১০১১ লাখ। হোটেল ভাড়া যেটা ছিল বড়জোর ২৫০ ডলার। সেটি এখন কমপক্ষে ৪০০৫০০ ডলার করে লাগছে। এতো বেশি করে দেওয়ার পরেও পাওয়া যাচ্ছে না। খরচ একটা বড় ইস্যু। 

সে জন্য সভায় আমরা বলেছি এই খরচ কমিয়ে আনতে হবে। এতদিন আমরা যেভাবে বিদেশ সফরে পাঠিয়েছি, বিশেষ করে কোভিড পরিস্থিতিতে সতর্কতাস্বরুপ অনেক বাড়তি খেলোয়াড়, স্টাফ পাঠিয়েছি এখন আর সেই পরিস্থিতি নেই। এছাড়া যেহেতু এখন বাইরে জিনিসপত্রের দাম সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না, সেজন্য বোর্ডকে সামগ্রিকভাবে বলা হয়েছে প্রত্যেকটা বাজেট কমিয়ে আনতে।

স্কোয়াড থেকে অতিরিক্ত খেলোয়াড় ছাটাইয়ের ব্যাপারে পাপন বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই শুরু। এখানেও যাদেরকে না পাঠালেও চলে, এরকম কিছু হয়তো বাদ যাবে। তার মানে আমাদের ঘোষিত স্কোয়াডে খেলোয়াড় সংখ্যা কমতেও পারে। তবে এটি চূড়ান্ত নয়। 

বিসিবি সভাপতি আরো বলেনআমাদের সবাই এখন যার যার নিজের ডিপার্টমেন্টের নতুন বছরের বাজেট পেশ করবে। তাদেরকে বলা হয়েছে, এবারের বাজেট যেন আগের চেয়ে না বাড়ে। আমাদের নতুন নতুন অনেক কিছু করার কথা ছিল। সেগুলো আপাতত গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া মাসের জন্য স্থগিত রাখা হচ্ছে।

Exit mobile version