BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ৩১ জুলাই: ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান (২য় টি২০)

ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মধ্যে ৪ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি গতকাল মাঠে গড়িয়েছে। ম্যাচের আকর্ষণীয় ঘটনা সম্পর্কে জানতে নিবন্ধনটি এক ঝলক দেখে নিই।

ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান (২য় – টি২০) 

ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার চার ম্যাচের টিটোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে সফরকারী পাকিস্তান। শনিবার রাতে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে উইন্ডিজকে রানে হারিয়েছে তারা। এই জয়ের ফলে সিরিজে ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান।

টসে হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে পাকিস্তান। হাফ সেঞ্চুরির দেখা পান বাবর আজম। চার ছক্কায়, ৪০ বলে ৫১ রান করেন তিনি। ৩৬ বলে ৪৬ রান করেন মোহাম্মদ রিজওয়ান। ক্যারিবীয়দের পক্ষে জেসন হোল্ডার ওভারে ৩০ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। ২টি উইকেট শিকার করেন ডোয়াইন ব্রাভো।

১৫৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে উইকেটে ১৫০ রানের বেশি করতে পারেনি উইন্ডিজ। বৃথা যায় নিকোলাস পুরানের চেষ্টা। পুরান চার ছক্কায়, ৩৩ বলে অপরাজিত থাকেন ৬২ রানে। এছাড়া এভিন লুইস করেন ৩৩ বলে ৩৫ রান। পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ওভারে মেডেনসহ মাত্র রান দিয়ে ১টি উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন।

স্কোরবোর্ড

পাকিস্তান – ১৫৭/৮ (২০.০)

ওয়েস্ট ইন্ডিজ – ১৫০/৪ (২০.০)

ফলাফল – পাকিস্তান ৭ রানে জয়ী

প্লেয়ার অফ দি ম্যাচ – মোহাম্মদ হাফিজ

 

দ্বিতীয় ম্যাচে পাকিস্তান জয়লাভ করেছে এবং সিরিজে ১-০ তে এগিয়ে গেছে। সিরিজে আরও ২ টি ম্যাচ বাকি আছে, সর্বশেষ আপডেটের জন্য Baji –র সাথেই থাকুন!

Exit mobile version