BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ৩১ আগস্ট এবং ০১ সেপ্টেম্বর: সিপিএল ২০২১ (ম্যাচ ৯ এবং ১০)

ত্রিনবাগো নাইট রাইডার্স ও সেন্ট লুসিয়া কিংসের মধ্যে সিপিএল ২০২১ এর ৯ম ম্যাচ এবং বার্বাডোস রয়্যালস ও জ্যামাইকা তালাওয়াসের মধ্যে সিপিএল ২০২১ এর ১০ম ম্যাচ গতকাল এবং আজ সকালে মাঠে গড়িয়েছে। গেমের উত্তেজনাপূর্ণ ঘটনা সম্পর্কে জানতে নিবন্ধনটি এক ঝলক দেখে নিই।

সিপিএল ২০২১ ম্যাচ ৯ (ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট লুসিয়া কিংস) 

আগের ম্যাচে ৫ রানে পরাজিত হলেও সিপিএল এর ৯ম ম্যাচে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ২৭ রানের জয় পেয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান করে নাইট রাইডার্স। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন কাইরন পোলার্ড (২৯ বলে ৪১)। এছাড়া টিম সেইফার্ট ২৫ বলে ৩৭ রানের একটি কার্যকারী ইনিংস খেলেন। কিংসের হয়ে সর্বাধিক উইকেট শিকার করেন কেসরিক উইলিয়ামস (৪-২৪, ৪ ওভার)।

১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান তুলতেই থেমে যায় কিংসের ইনিংস। শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হয়ে উঠেন কিংসের ওপেনার আন্দ্রে ফ্লেচার। উইকেটের এক প্রান্তে তিনি মারমুখি ব্যাটিং চালিয়ে গেলেও নাইট রাইডার্সের বোলিং তোপে অন্য প্রান্তে তাঁকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারেনি। যার ফলে কিংসের রানের গতি আর তরান্বিত হয়নি।

৬ চার ও ৪ ছক্কায়, ৫৫ বলে অপরাজিত ৮১ রানের ইনিংস খেলেন ফ্লেচার। তবে ফাফ ডু প্লেসিস (১৪) ও মার্ক দেয়াল (১৪) ছাড়া আর কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের স্কোর ছুঁতে পারেনি। নাইট রাইডার্সের হয়ে রবি রামপাল সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন।

স্কোরবোর্ড

ত্রিনবাগো নাইট রাইডার্স – ১৫৮/৭ (২০.০)

সেন্ট লুসিয়া কিংস – ১৩১/৭ (২০.০)

ফলাফল – ত্রিনবাগো নাইট রাইডার্স ২৭ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – কাইরন পোলার্ড



সিপিএল ২০২১ ম্যাচ ১০ (বার্বাডোস রয়্যালস বনাম জ্যামাইকা তালাওয়াস)

সিপিএল এর ১০ম ম্যাচে বার্বাডোস রয়্যালসের বিপক্ষে জ্যামাইকা তালাওয়াস ৬ উইকেটের বড় জয়লাভ করেছে। টসে জিতে ব্যাটিং করতে নেমে রয়্যালস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ বলে ৫০ রানের ইনিংস খেলেন আজম খান। এছাড়া গ্লেন ফিলিপস ২৯ বলে ৩১ রান করেন। তালাওয়াসের হয়ে মিগেল প্রিটোরিয়াস সর্বাধিক ৪টি উইকেট তুলে নেন।

১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ ওভারে ৫১ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় তালাওয়াস। সেখান থেকে দলকে ম্যাচে ফেরান ওপেনার কেনার লুইস এবং শামার্হ ব্রুকস। ৯ চার ও ৫ ছক্কায়, ৫৩ বলে ৮৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন লুইস। কিন্তু ব্রুকস চার ৪ ও ২ ছয়ে, ২৬ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলে ১৪ বল হাতে রেখে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। রয়্যালসের হয়ে জশুয়া বিশপ সর্বাধিক উইকেট শিকার করেন (৩-২০, ৪ ওভার)।

স্কোরবোর্ড

বার্বাডোস রয়্যালস – ১৫১/৮ (২০.০)

জ্যামাইকা তালাওয়াস – ১৫৫/৪ (১৭.৪)

ফলাফল – জ্যামাইকা তালাওয়াস ৬ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – কেনার লুইস

 

সিপিএল ২০২১ দিন দিন উত্তাপ ছড়াচ্ছে। এর সকল আপডেটের জন্য, Baji –র সাথেই থাকুন!

Exit mobile version