নেদারল্যান্ডস বনাম পাকিস্তান (ম্যাচ ২৯) – হাইলাইটস
রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৯ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস এবং পাকিস্তান। ঐ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ১০০ এর কম একটি পুঁজি দাড় করায় নেদারল্যান্ডস। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগেই অর্ধেকের বেশি উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ফলে হার নিয়ে মাঠ ছাড়েন নেদারল্যান্ডস। সেই সাথে পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করে ম্যান অফ দ্যা ম্যাচের খেতাব জিতে নেন শাদাব খান।
পার্থের অপটাস স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের সামনে ঠিকভাবে দাঁড়াতেই পারেনি নেদারল্যান্ডস ব্যাটাররা। উইকেট ধরে রাখলেও তাদের স্কোর তিন অংকের ঘরও স্পর্শ করেনি। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করেছে নেদারল্যান্ডস।
ডাচদের হয়ে একা কলিন অ্যাকারম্যানই যা একটু লড়াই করেছিলেন। সর্বোচ্চ রান এসেছে তার ব্যাট থেকে তার সঙ্গে দুই অংকের ঘর স্পর্শ করেছেন কেবল অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই মন্থর গতিতে ব্যাট করতে শুরু করে নেদারল্যান্ডস। স্টিফেন মাইবুর্গ ৬ রানে, ম্যাক্স ও’দাউদ ৮ রানে আউট হয়ে যান। বাস ডি লিডি ১৬ বলে ৬ রান করেন। ১ রান করেন টম কুপার। কলিন অ্যাকারম্যানের কারণে স্কোরবোর্ডে কিছু রান যোগ হয় বটে, কিন্তু তা যথেষ্ট ছিল না।
২৭ বল খেলে ২৭ রান করেন অ্যাকারম্যান। ২০ বল খেলে ১৫ রান করেন স্কট এডওয়ার্ডস। রোয়েলফ ভ্যান ডার মারওয়ে খেলেন ৫ রানের ইনিংস। টিম প্রিঙ্গল ৫ রানে এবং পল ভ্যান মিকারেন আউট হন ৭ রানে। ৬ রানে অপরাজিত থাকেন লোগান ভ্যান বেক। এছাড়া গোল্ডেন ডাক মারেন ফ্রেড ক্ল্যাসেন। শেষে ৫ রান এক্সট্রা সহ ৯১ রানের পুঁজি দাড় করায় তারা।
পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন শাদাব খান, ২ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম এবং ১টি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।
নেদারল্যান্ডসের করা ৯১ রান তাড়া করতে গিয়েও বেশ ভুগতে হয়েছে পাকিস্তানকে। ৪টি উইকেট হারাতে হয়েছে। খেলতে হয়েছে প্রায় ১৪ ওভার। সবচেয়ে বড় কথা, এই ম্যাচেও রান পাননি অধিনায়ক বাবর আজম। তবুও, শেষ পর্যন্ত ৩৭ বল হাতে রেখে ৬ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান।
বিশ্বকাপে তারা এসেছিল টপ ফেবারিটের তকমা নিয়ে। কিন্তু প্রথম দুই ম্যাচ হেরেই ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। বিশেষ করে জিম্বাবুয়ের কাছে হেরে। প্রথম ম্যাচে ভারতের কাছে একেবারে শেষ বলে হারতে হয়েছে। ব্যবধান ছিল ৪ উইকেটের। জিম্বাবুয়ের সঙ্গে জেতা ম্যাচ শেষ মুহূর্তে এসে একেবারে শেষ বলে হারতে হয়েছে মাত্র ১ রানের ব্যবধানে।
তবে নেদারল্যান্ডসকে পেয়ে জয়ের পাশাপাশি রানরেটটাও বেশ বাড়িয়ে নিতে সক্ষম হয়েছে বাবর আজমের দল। মাইনাস তথা ঋনাত্মক থেকে প্লাসে রান রেট নিয়ে আসতে সক্ষম হয়েছে তারা। ২ পয়েন্টের সঙ্গে রান রেট এখন তাদের ০.৭৬৫।
পরের দুই ম্যাচ জিততে পারলে সেমিতে ওঠার সম্ভাবনা টিকে থাকবে পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে ওই দুই ম্যাচ বাকি তাদের।
৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরুতেই বাবর আজমের উইকেট হারায় পাকিস্তান। ৫ বলে ৪ রান করে আউট হয়ে যান তিনি। দলীয় ১৬ রানে বাবর আউট হওয়ার পর রিজওয়ান এবং ফাখর জামান হাল ধরেন। ৩৭ রানের জুটি গড়ে বিদায় নেন ফাখর জামান। তিনি ২০ রান করে আউট হন।
শান মাসুদ ব্যাট করতে নামার পর তিনিও বেশিক্ষণ টিকতে পারলেন না। আউট হয়ে যান ১২ রানে। অবশ্য তার আগেই বিদায় নেন সর্বোচ্চ ৪৯ রান করা মোহাম্মদ রিজওয়ান। ৩৯ বলে ৪৯ রান করেন তিনি। কোনো ছক্কা ছিল না, ৫টি ছিল বাউন্ডারির মার।
৬ রানে ইফতিখার আহমেদ এবং ৪ রানে শাদাব খান অপরাজিত থেকে দলকে জয় উপহার দিয়ে মাঠ ছাড়েন। ১৩.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। নেদারল্যান্ডসের হয়ে ব্রেন্ডন গ্লোভার ২টি এবং পল ভ্যান মিকারেন ১টি উইকেট নেন।
নেদারল্যান্ডস বনাম পাকিস্তান এর স্কোরবোর্ড
নেদারল্যান্ডস – ৯১/৯ (২০.০)
পাকিস্তান – ৯৫/৪ (১৩.৫)
ফলাফল – পাকিস্তান ৬ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – শাদাব খান
নেদারল্যান্ডস বনাম পাকিস্তান ম্যাচের একাদশ
নেদারল্যান্ডস | স্কট এডওয়ার্ডস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ম্যাক্স ওডাউড, স্টেফান মাইবার্গ, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, টম কুপার, ফ্রেড ক্ল্যাসেন, টিম প্রিংগেল, পল ভ্যান মিকারেন, ব্র্যান্ডন গ্লোভার |
পাকিস্তান | বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, শান মাসুদ, শাদাব খান, ইফতিখার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ |