BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৮ এবং ২৯ আগস্ট: সিপিএল ২০২১ (ম্যাচ ৫ এবং ৬), ইংল্যান্ড বনাম ভারত (ডব্লিউটিসি, ৩য় টেস্ট – ৪র্থ দিন)

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের মধ্যে সিপিএল ২০২১ এর ৫ম ম্যাচ, জ্যামাইকা তালাওয়াস এবং বার্বাডোস রয়্যালসের মধ্যে সিপিএল ২০২১ এর ৬ষ্ঠ ম্যাচ এবং ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার তৃতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা গতকাল এবং আজ সকালে মাঠে গড়িয়েছে। ম্যাচের উত্তেজনাপূর্ণ ঘটনা সম্পর্কে জানতে নিবন্ধনটি এক ঝলক দেখে নিই।

সিপিএল ২০২১ ম্যাচ ৫ (গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস)

সিপিএল ২০২১ এর ৫ম ম্যাচে সেন্ট কিটসে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। টসে জিতে ব্যাটিং করতে নেমে চন্দ্রপল হেমরাজ (৩৯) এবং মোহাম্মদ হাফিজের (৩৮) ইনিংসের সৌজন্যে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে পারে ওয়ারিয়র্স। তবে শেষ দিকে অধিনায়ক নিকোলাস পুরানের ১০ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস তাদের এই স্কোর সংগ্রহ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্যাট্রিয়টসের হয়ে সর্বাধিক উইকেট শিকার করে ডমিনিক ড্রেক্স (৩-২৬, ৪ ওভার)।  

১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১১৩ রান তুলে ফেলে প্যাট্রিয়টস। ওপেনার এভিন লুইস ৩৯ বলে ৬২ রান করে সাজঘরে ফিরে গেলেও আর এক ওপেনার ডেভন থমাস ৫৪ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। মাত্র ২ উইকেট হারিয়ে ইনিংসের ৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে প্যাট্রিয়টস। সেই সাথে টানা ২য় জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা।

স্কোরবোর্ড:
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স – ১৪৬/৮ (২০.০)
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস – ১৪৭/২ (১৮.৫)
ফলাফল – সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ৮ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – ডেভন থমাস


সিপিএল ২০২১ ম্যাচ ৬ (জ্যামাইকা তালাওয়াস বনাম বার্বাডোস রয়্যালস)

টানা দুই ম্যাচ হারের পর সিপিএল ২০২১ এর ৬ষ্ঠ ম্যাচে জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে ১৫ রানের জয় পেয়েছে বার্বাডোস রয়্যালস। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে রয়্যালস। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানেই থেমে যায় তালাওয়াসের ইনিংস। 

টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ ওভারে ৫১ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে রয়্যালস। এরপর আজম খান (১৩) সাজঘরে ফিরে গেলে তাদের দলীয় স্কোর দাঁড়ায় ৮২/৫। সেখান থেকে দলকে ম্যাচে ফেরান গ্লেন ফিলিপস (৫৬) ও রেমন রেইফার (৩১)। এই দুজন মিলে ৬ষ্ঠ উইকেটে ৭৯ রানের জুটি গড়ে তোলেন। যার ফলে আর কোন উইকেট না হারিয়ে ১৬১ রানের একটি চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করতে পারে রয়্যালস।

১৬২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৫.২ ওভারে ৩৩ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তালাওয়াস। পঞ্চম উইকেটে শামার্হ ব্রুকস (৪৭) এবং কার্লোস ব্র্যাথওয়েট (২৯) দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করলেও তা আর পারেনি। শেষে লক্ষ্য থেকে ১৫ রান দূরেই থেমে যায় তালাওয়াসের ইনিংস। রয়্যালসের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন রেমন রেইফার। এছাড়া মোহাম্মদ আমির ও থিসারা পেরেরা ২টি এবং জেসন হোল্ডার ১টি করে উইকেট তুলে নেন।

স্কোরবোর্ড:
বার্বাডোস রয়্যালস – ১৬১/৫ (২০.০)
জ্যামাইকা তালাওয়াস – ১৪৬/৯ (২০.০)
ফলাফল – বার্বাডোস রয়্যালস ১৫ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – রেমন রেইফার


ইংল্যান্ড বনাম ভারত (৩য় টেস্ট – ৪র্থ দিন)

ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে ভারত। সফরকারীদের ইনিংস ও ৭৬ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৭৮ রানে অল-আউট হওয়া ভারত দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২৭৮ রানে। ওলি রবিনসনের দুর্দান্ত বোলিংয়ে আজ চতুর্থ দিনের এক সেশনেই ৮ উইকেট হারায় তারা। ২৬ ওভারে ৬ মেডেনসহ ৬৫ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রবিনসন।

তৃতীয় দিন শেষে ২১৫ রানে ২ উইকেট হারানো ভারত, ক্রিজে থাকা চেতেশ্বর পুজারা (৯১) ও বিরাট কোহলিকে (৪৫) নিয়ে চতুর্থ দিন সকালে মাঠে নামে। কিন্তু ইংলিশ বোলারদের তোপে মাত্র ৬৩ রান যোগ করে শেষ ৮ উইকেট হারিয়েছে সফরকারীরা। বল হাতে ভয়ংকর হয়ে ওঠেন ওলি রবিনসন। এই মিডিয়াম পেসার তুলে নেন রোহিত শর্মা (৫৯), বিরাট কোহলি (৫৫), চেতেশ্বর পুজারা (৯১), ঋষভ পন্থ (১) আর ইশান্ত শর্মার (২) উইকেট। ক্রেইগ ওভারটন নেন ৪৭ রানে ৩ উইকেট। ১টি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন আর মঈন আলী।

স্কোরবোর্ড:
ভারত (১ম ইনিংস) – ৭৮/১০ (৪০.৪)
ইংল্যান্ড (১ম ইনিংস) – ৪৩২/১০ (১৩২.২)
ভারত (২য় ইনিংস) – ২৭৮/১০ (৯৯.৩)
ফলাফল – ইংল্যান্ড ইনিংস এবং ৭৬ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – ওলি রবিনসন

বিশ্বজুড়ে চলছে  উত্তেজনাপূর্ণ সব ক্রিকেট খেলা। ম্যাচের সকল আপডেটের জন্য  Baji –র সাথেই থাকুন! 

Exit mobile version