অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কার মধ্যকার আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর ২২তম ম্যাচটি গতকাল মাঠে গড়িয়েছে। ম্যাচের আকর্ষণীয় ঘটনাগুলো সম্পর্কে জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান।
আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ – ম্যাচ ২২ (অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা)
আইসিসি মেনস টি২০ বিশ্বকাপ ২০২১ এর ২২তম ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
লঙ্কানদের হয়ে কুশল পেরেরা এবং চরিথ আসালাঙ্কা সর্বোচ্চ ৩৫ রানের দুটি ইনিংস খেলেন। এছাড়া ভানুকা রাজাপক্ষ ২৬ বলে ৩৩ রান করেন। অসিদের হয়ে অ্যাডাম জাম্পা ৪ ওভারে ১২ রান দিয়ে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন। এছাড়া মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স ২টি করে উইকেট তুলে নেন।
১৫৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করে অস্ট্রেলিয়া। পাওয়ার প্লের ৬ ওভারে কোন উইকেট না হারিয়ে ৬৩ রান তুলে নেয় তাঁরা। এরপর দলীয় ৮০ রানের মাথায় অ্যারন ফিঞ্চ (৩৭) এবং গ্লেন ম্যাক্সওয়েল (৫) সাজঘরে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে অসিরা। কিন্তু সেখান থেকে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান ওপেনার ডেভিড ওয়ার্নার। ১০ বাউন্ডারিতে ৪২ বলে ৬৫ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেন তিনি।
শেষে স্টিভেন স্মিথ (২৬ বলে ২৮*) এবং মার্কাস স্টয়নিসের (৭ বলে ১৬*) ইনিংসের সৌজন্যে ১৭ ওভার শেষেই দল জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শ্রীলঙ্কার হয়ে ওয়ানিদু হাসারাঙ্গা সর্বাধিক ২টি এবং দাসুন শানাকা ১টি করে উইকেট তুলে নেন।
এই ম্যাচে জয়ী হয়ে সুপার টুয়েলভ এ টানা ২য় জয় নিয়ে গ্রুপ-১ এর পয়েন্ট টেবিলের ২য় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। অপরদিকে, পরাজিত হয়ে শ্রীলঙ্কা পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে অবস্থান করছে।
স্কোরবোর্ড:
শ্রীলঙ্কা – ১৫৪/৬ (২০.০)
অস্ট্রেলিয়া – ১৫৫/৩ (১৭.০)
ফলাফল – অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – অ্যাডাম জাম্পা
আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ এখন জমে উঠছে কারণ সুপার ১২ মাঠে গড়াচ্ছে। ম্যাচের মজার সব খবর জানতে Baji –র সাথেই থাকুন!