BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৭ এবং ২৮ আগস্ট: সিপিএল ২০২১ (ম্যাচ ৩ এবং ৪), ইংল্যান্ড বনাম ভারত (ডব্লিউটিসি, ৩য় টেস্ট – ৩য় দিন)

জ্যামাইকা তালাওয়াস ও সেন্ট লুসিয়া কিংসের মধ্যে সিপিএল ২০২১ এর তৃতীয় ম্যাচ, ত্রিনবাগো নাইট রাইডার্স ও বার্বাডোস রয়্যালসের মধ্যে সিপিএল ২০২১ এর চতুর্থ ম্যাচ এবং ইংল্যান্ড ও ভারতের মধ্যকার তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা গতকাল এবং আজ সকালে মাঠে গড়িয়েছে। গেমের উত্তেজনাপূর্ণ ঘটনা সম্পর্কে জানতে নিবন্ধনটি এক ঝলক দেখে নিই। 

সিপিএল ২০২১ ম্যাচ ৩ (জ্যামাইকা তালাওয়াস বনাম সেন্ট লুসিয়া কিংস)

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২১ এর ৩য় ম্যাচে মারকাট ব্যাটিংয়ের অনন্য প্রদর্শনী দেখেছে ক্রিকেট বিশ্ব। সেন্ট কিটসে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় জ্যামাইকা তালাওয়াস। যা সিপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

তালাওয়াসের হার্ডহিটার ব্যাটসম্যান আন্দ্রে রাসেল ১৪ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনটি চারের পাশাপাশি রাসেল হাঁকিয়েছেন ৬টি বিশাল ছক্কা। এটি সিপিএল ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড।

রাসেলের আগে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন দলের অন্য ব্যাটসম্যানরাও। কেনার লুইস ২১ বলে ৪৮, চ্যাডউইক ওয়ালটন ২৯ বলে ৪৭, হায়দার আলী ৩২ বলে ৪৫ ও অধিনায়ক রোভম্যান পাওয়েল ২৬ বলে ৩৮ রান করেন। কিংসের পক্ষে ওবেদ ম্যাকয় ৩টি ও রোস্টন চেজ ২টি উইকেট লাভ করেন।

 ২৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৩ ওভারে মাত্র ১৩৫ রানে গুটিয়ে যায় কিংস। ফলে ১২০ রানের বিশাল জয় পায় তালাওয়াস। কিংসের হয়ে টিম ডেভিড ২৮ বলে সর্বোচ্চ ৫৬ রান করেন। এছাড়া ওয়াহাব রিয়াজ ২৬ রান করেন। তালাওয়াসের পক্ষে মিগেল প্রিটোরিয়াস ৪টি উইকেট শিকার করেন। এছাড়া ইমরান খান নেন ৩টি উইকেট। বিধ্বংসী ব্যাটিংয়ের পর বল হাতেও এক উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন আন্দ্রে রাসেল। 

স্কোরবোর্ড:
জ্যামাইকা তালাওয়াস – ২৫৫/৫ (২০.০)
সেন্ট লুসিয়া কিংস – ১৩৫/১০ (১৭.৩)
ফলাফল – জ্যামাইকা তালাওয়াস ১২০ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – আন্দ্রে রাসেল


সিপিএল ২০২১ ম্যাচ ৪ (ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম বার্বাডোস রয়্যালস)

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২১ এর ৪থ ম্যাচে বার্বাডোস রয়্যালসের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স ৬ উইকেটের এক দুর্দান্ত জয় লাভ করেছে। প্রথমে ব্যাটিং করে ১৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ১২২ রান করে রয়্যালস। জবাবে ১৯ বল বাকী থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় নাইট রাইডার্স।

টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ ওভারে ৪২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে রয়্যালস। এরপর ইসুরু উদানার আগ্রাসী বোলিংয়ে আর ম্যাচে ফিরতে পারেনি তারা। রয়্যালসের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন আজম খান (৩০)। এছাড়া গ্লেন ফিলিপস ২৪ এবং শাই হোপ ২০ রান করেন। নাইট রাইডার্সের হয়ে সর্বাধিক উইকেট শিকার করেন ইসুরু উদানা (৫-২১, ৪ ওভার)। এছাড়া রবি রামপাল ২টি এবং আকিল হোসেন ও সুনীল নারাইন ১টি করে উইকেট তুলে নেন।

১২৩ রানের সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মোহাম্মদ আমিরের দুর্দান্ত স্পেলে দলীয় ১৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় নাইট রাইডার্স। সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক কাইরন পোলার্ড। তিনি ৩ চার ও ৬ ছক্কায়, ৩০ বলে অপরাজিত ৫৮ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। দিনেশ রামদিন ২৯ রানে অপরাজিত থাকেন। রয়্যালসের হয়ে মোহাম্মদ আমির ৩টি এবং ওশানে থমাস ১টি উইকেট শিকার করেন।

স্কোরবোর্ড:
বার্বাডোস রয়্যালস – ১২২/১০ (১৯.২)
ত্রিনবাগো নাইট রাইডার্স – ১২৫/৪ (১৬.৫)
ফলাফল – ত্রিনবাগো নাইট রাইডার্স ৬ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – ইসুরু উদানা


ইংল্যান্ড বনাম ভারত (৩য় টেস্ট – ৩য় দিন)

হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে ৩৫৪ রানের বিশাল লিড নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। জবাবে তৃতীয় দিন শেষে ৮০ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ২১৫ রান করেছে ভারত। ইনিংস হার এড়াতে এখনও তাদের প্রয়োজন ১৩৯ রান। সেই মিশনে লড়ছেন দুই তারকা চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি।

৮ উইকেটে ৪২৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। শুক্রবার এর সঙ্গে আর মাত্র ৯ রান যোগ করতেই সাজঘরে ফিরে যান বাকি দুই ব্যাটসম্যান। ফলে ৪৩২ রানে অলআউট হয় স্বাগতিকরা। ভারত প্রথম ইনিংসে মাত্র ৭৮ রান করায় তাদের লিড দাঁড়ায় ৩৫৪ রানের।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে স্কোর বোর্ডে ৩৪ রান যোগ করে ভারত। ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন কেএল রাহুল (৮)। এরপর দ্বিতীয় উইকেটে ২৮.৪ ওভারে ৮২ রানের জুটি গড়েন রোহিত শর্মা ও পূজারা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সাবলীল ব্যাটিং করছিলেন রোহিত। কিন্তু তাকে সাজঘরে ফিরতে হয় আম্পায়ারের এক প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি ৫৯ রান করা রোহিত। 

দিনের বাকি সময়ে আর বিপদ ঘটতে দেননি পূজারা ও কোহলি। দুজন মিলে দিন শেষে অবিচ্ছিন্ন রয়েছেন ৯৯ রানের জুটি গড়ে। পুজারা অপরাজিত রয়েছেন ৯১ রানে। অধিনায়ক কোহলি চতুর্থ দিন খেলতে নামবেন নামের পাশে ৪৫ রান নিয়ে।

স্কোরবোর্ড:
ভারত (১ম ইনিংস) – ৭৮/১০ (৪০.৪)
ইংল্যান্ড (১ম ইনিংস) – ৪৩২/১০ (১৩২.২)
ভারত (২য় ইনিংস) – ২১৫/২ (৮০.০)

বিশ্বজুড়ে চলছে প্রাণবন্ত ক্রিকেট খেলা। ম্যাচের সকল আপডেটের জন্য এখন Baji –র সাথেই থাকুন!

Exit mobile version