Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ২৬ মার্চ: আইপিএল ২০২২ (ম্যাচ ১), ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড (৩য় টেস্ট – ৩য় দিন)

CSK vs KKR Macth 1 cricket highlights ft

CSK vs KKR Macth 1 ক্রিকেট হাইলাইটস

আইপিএল ২০২২ – ম্যাচ ১ (চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স)

শনিবার আইপিএল ২০২২ এর উদ্বোধনী ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিপক্ষে ৯ বল হাতে রেখে ৬ উইকেটের এক সহজ জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে কেকেআর এর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩১ রান তুলতে সমর্থ হয় সিএসকে।

সিএসকে এর পক্ষে এমএস ধোনি ৭ চার ও ১ ছক্কায়, ৩৮ বলে সর্বোচ্চ অপরাজিত ৫০ রান করেন। এছাড়া অধিনায়ক রবীন্দ্র জাদেজা ২৮ বলে অপরাজিত ২৬ এবং রবিন উথাপ্পা ২১ বলে ২৮ রানের দুটি ইনিংস খেলেন। কেকেআর হয়ে উমেশ যাদব ৪ ওভারে ২০ রান দিয়ে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন। এছাড়া বরুণ চক্রবর্তী ও আন্দ্রে রাসেল ১টি করে উইকেট তুলে নেন।

১৩২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় কেকেআর। দলের পক্ষে ৬ চার ও ১ ছক্কায়, ৩৪ বলে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন আজিঙ্কা রাহানে। এছাড়া স্যাম বিলিংস ২৫, নিতীশ রানা ২১ এবং অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২০ রান করে অপরাজিত থাকেন। সিএসকে এর হয়ে ডোয়াইন ব্রাভো সর্বাধিক ৩টি এবং মিচেল স্যান্টনার ১টি উইকেট তুলে নেন।

৩ উইকেট শিকার করে ডোয়াইন ব্রাভো এখন লাসিথ মালিঙ্গার সঙ্গে যুগ্মভাবে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় নাম লিখিয়েছেন। দুজনই আইপিএল ক্যারিয়ারে ১৭০টি করে উইকেট তুলে নিয়েছেন। আজ রবিবার দিনের প্রথম ম্যাচে বিকেল ৪টায় মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটাল ও মুম্বাই ইন্ডিয়ানস। দ্বিতীয় ম্যাচে রাত ৮টায় লড়বে পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

স্কোরবোর্ড

চেন্নাই সুপার কিংস – ১৩১/৫ (২০.০)

কলকাতা নাইট রাইডার্স – ১৩৩/৪ (১৮.৩)

ফলাফল – কলকাতা নাইট রাইডার্স ৬ উইকেটে জয়ী   

প্লেয়ার অফ দ্য ম্যাচ – উমেশ যাদব


WI vs ENG 3rd test ক্রিকেট হাইলাইটস
ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড (তৃতীয় টেস্ট – ৩য় দিন)

সেন্ট জর্জ টেস্টের তৃতীয় দিনের শুরুতে ২৯৭ রান করে অলআউট হয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। জশুয়া দা সিলভা ১০০ রানে অপরাজিত থাকেন। ৯৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১০১ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে ইংলিশরা। ১০৩ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে তারা। ফলে মাত্র ১০ রানের লিড নিতে পেরেছে ইংল্যান্ড।

১ম ইনিংসে ইংল্যান্ডের করা ২০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিন শেষে তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ২৩২ রান তুলেছিল। জশুয়া ৫৪ ও কেমার রোচ ২৫ রানে অপরাজিত ছিলেন। এরপর তৃতীয় দিন খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংস শেষ করে ২৯৭ রানে। ১০টি বাউন্ডারির সাহায্যে জশুয়া দুর্দান্ত শতরান করেন।

প্রথম ইনিংসেই ইংলিশদের বিপক্ষে ৯৩ রানের লিড নেয় ওয়েস্ট ইন্ডিজ। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড পড়েছে মহা বিপর্যয়ে। ভয়ানক ব্যাটিং ভরাডুবির পর তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে তুলেছে ১০৩ রান।

সুতরাং, প্রথম ইনিংসে পিছিয়ে থাকা স্কোর পার হয়ে ব্রিটিশরা এগিয়ে রয়েছে মাত্র ১০ রান। হাতে রয়েছে ২টি উইকেট। এ অবস্থায় ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য কত রানের টার্গেট দেয় ইংল্যান্ড, সেটাই হবে দেখার।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে অ্যালেক্স লিস ৩১, জ্যাক ক্রলি ৮, জো রুট ৫, ড্যান লরেন্স ০, বেন স্টোকস ৪, জনি বেয়ারস্টো ২২, বেন ফোকস ২ ও ক্রেগ ওভার্টন ১ রান করে আউট হন। ক্রিস ওকস ৯ ও জ্যাক লিচ ১ রানে অপরাজিত রয়েছেন।

ক্যারিবীয় বোলার কাইল মায়ার্স ১৩ ওভার বল করে ৭টি মেডেনসহ মাত্র ৯ রানের বিনিময়ে সর্বোচ্চ ৫টি উইকেট শিকার করেন। এছাড়া জেডন সিলস ও আলজারি জোসেফ ১টি করে উইকেট নিয়েছেন।

স্কোরবোর্ড

ইংল্যান্ড (১ম ইনিংস) – ২০৪/১০ (৮৯.৪)

ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস) – ২৯৭/১০ (১১৬.৩)

ইংল্যান্ড (২য় ইনিংস) – ১০৩/৮ (৫৩.০)

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...