বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১ম টেস্টের ১ম দিনের খেলা এবং ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ১ম টেস্টের ২য় দিনের খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে। ম্যাচের উত্তেজনাপূর্ণ ঘটনাগুলো জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান।
বাংলাদেশ বনাম পাকিস্তান (প্রথম টেস্ট – ১ম দিন)
গতকাল সিরিজের প্রথম টেস্ট ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। উইকেট রক্ষক ব্যাটার লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরি এবং অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ধৈর্যশীল ব্যাটিংয়ে প্রথম দিন শেষে ভালো অবস্থানে রয়েছে টাইগাররা। ৪ উইকেট হারিয়ে ২৫৩ রান তুলে নিয়েছে তাঁরা।
ব্যাটিংয়ে নেমে দলীয় ১৯ রানে শাহিন আফ্রিদির শিকার হয়ে সাজঘরে ফিরেন ওপেনার সাইফ হাসান (১৪)। আর এক ওপেনার সাদমান ইসলামও বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি। হাসান আলির দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়ে মাত্র ১৪ রান করে আউট হয়ে যান তিনি।
এরপর ক্রিজে আসেন অধিনায়ক মুমিনুল হক। কিন্তু তিনিও মাত্র ৬ রান করে স্পিনার সাজিদ খানের বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরেন। এরপর দলীয় ২ রানের ব্যবধানে ফাহিম আশরাফের শিকার হয়ে সাজঘরে ফিরেন ওয়ানডাউনে নামা নাজমুল হোসেন শান্ত (১৪)। ফলে ৪৯ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় টাইগাররা।
সেখান থেকে দলকে ম্যাচে ফিরায় মুশফিক ও লিটন। পঞ্চম উইকেটে ২০৪ রানের জুটি গড়ে তুলেন এই দুই ব্যাটসম্যান। ১০ চার ও ১ ছক্কায়, ১৯৯ বলে টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন লিটন। দিন শেষে তিনি ১১৩ রানে অপরাজিত আছেন। আর মুশফিক ১৯০ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে প্রথম দিনের খেলা শেষ করেছেন।
এই ম্যাচে সাকিব আল হাসান না থাকায় বাংলাদেশের ৯৮তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে উদীয়মান তারকা ক্রিকেটার ইয়াসির আলির। এছাড়া পাকিস্তান দলেও টেস্ট ক্যাপ পেয়েছেন আব্দুল্লাহ শফিক।
স্কোরবোর্ড
বাংলাদেশ (১ম ইনিংস) – ২৫৩/৪ (৮৫.০)
ভারত বনাম নিউজিল্যান্ড (প্রথম টেস্ট – ২য় দিন)
প্রথম দিন শেষে ২৫৮ রানে ৪ উইকেট হারানো ভারতীয় ক্রিকেট দল, ক্রিজে থাকা শ্রেয়াস আইয়ার (৭৫) ও রবীন্দ্র জাদেজাকে (৫০) নিয়ে দ্বিতীয় দিন সকালে মাঠে নামে। কিন্তু কিউই বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ২য় দিন দলীয় স্কোরে মাত্র ৮৭ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারায় ম্যান ইন ব্লুরা।
অভিষেকেই দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন শ্রেয়াস। শেষে দলীয় ৩০৫ রানে সপ্তম ব্যাটার হিসেবে ১৭১ বলে ১০৫ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেন তিনি। তার আগে সাজঘরে ফিরেন রবীন্দ্র জাদেজা (৫০) এবং ঋদ্ধিমান সাহাও (১)। এরপর রবিচন্দ্রন অশ্বিনই কেবল কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছিলেন। তিনি ৫৬ বলে ৩৮ রান করেন। ১০ রানে অপরাজিত থাকেন উমেশ যাদব।
শেষ পর্যন্ত ১১১.১ ওভারে ৩৪৫ রানে থেমে যায় ভারতীয়দের প্রথম ইনিংস। ব্ল্যাক ক্যাপসের পক্ষে টিম সাউদি ৫ উইকেট শিকার করেছেন। এছাড়া কাইল জেমিসন ৩টি এবং স্পিনার এজাজ প্যাটেল আর ২ উইকেট তুলে নেন।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করে কিউই দুই ওপেনার টম ল্যাথাম এবং উইল ইয়াং। ভারতের থেকে ২১৬ রান পিছিয়ে থেকে উদ্বোধনী জুটিতে ৫৭ ওভারে ১২৯ রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে তাঁরা। উইল ইয়াং (৭৫*) এবং টম ল্যাথাম (৫০*) তৃতীয় দিনের খেলা শুরু করবেন।
স্কোরবোর্ড
ভারত (১ম ইনিংস) – ২৫৮/৪ (৮৪.০)
ভারত (১ম ইনিংস) – ৩৪৫/১০ (১১১.১)
নিউজিল্যান্ড (১ম ইনিংস) – ১২৯/০ (৫৭.০)
ক্রিকেটের দীর্ঘ সংস্করণে কিছু দুর্দান্ত ক্রিকেট অ্যাকশন চলছে। তাদের আপডেট পেতে, Baji –র সাথেই থাকুন!