Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ২৬ আগস্ট: ইংল্যান্ড বনাম ভারত (ডব্লিউটিসি, ৩য় টেস্ট – ২য় দিন)

ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা গতকাল মাঠে গড়িয়েছে। এর উত্তেজনাপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে জানতে নিবন্ধনটি এক ঝলক দেখে নিন।

ইংল্যান্ড বনাম ভারত (৩য় টেস্ট – ২য় দিন)

প্রথম দিন শেষে কোন উইকেট না হারিয়ে ১২০ রান সংগ্রহকারী ইংল্যান্ড, ক্রিজে থাকা হাসিব হামিদ (৬০) ও ররি বার্নসকে (৫২) নিয়ে দ্বিতীয় দিন সকালে মাঠে নামে। কিন্তু খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরই মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ররি বার্নস (৬১)। এরপর উইকেটে আসেন ডেভিড মালান। 

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ম্যাচের প্রথম স্পিনার হিসেবে হাসিব হামিদের (৬৮) উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা। এরপর তৃতীয় উইকেটে মালানের সঙ্গে ১৩৯ রানের জুটি গড়ে তোলেন অধিনায়ক জো রুট। মালান ৭০ রান করে মোহাম্মদ সিরাজের বলে সাজঘরে ফিরে গেলেও রান মেশিন রুট ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরি তুলে নেন। এই নিয়ে এই সিরিজে তৃতীয় শতকের দেখা পেলেন ইংলিশ অধিনায়ক। 

পরে ১৪ বাউন্ডারিতে ১২১ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে জসপ্রিত বুমরাহর বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন রুট। এছাড়া জনি বেয়ারস্টো ২৯, জস বাটলার ৭, মঈন আলী ৮ এবং স্যাম কুরান ১৫ রান করে সাজঘরে ফিরেন। শেষে ক্রেগ ওভারটন (২৪*) এবং ওলি রবিনসন (০) উইকেটে অপরাজিত থেকে, ৩৪৫ রানের লিড নিয়ে স্বাগতিকরা ২য় দিনের খেলা সমাপ্ত করেছে।

স্কোরবোর্ড:
ভারত (১ম ইনিংস) – ৭৮/১০ (৪০.৪)
ইংল্যান্ড (১ম ইনিংস) – ৪২৩/৮ (১২৯.০)

সিরিজে সমতায় ফেরার লক্ষ্য নিয়ে ইংল্যান্ড ভারতের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলছে। ম্যাচের বিবরণ উপভোগ করতে, Baji –র সাথেই থাকুন! 

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...