দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর ১৮ তম ম্যাচ এবং পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর ১৯ তম ম্যাচটি গতকাল মাঠে গড়িয়েছে। ম্যাচগুলোর আকর্ষণীয় ঘটনাগুলো সম্পর্কে জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান।
আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ – ম্যাচ ১৮ (দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ)
আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ এর ১৮তম ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবীয়দের হয়ে ৩ চার ও ৬ ছক্কায়, ৩৫ বলে সর্বোচ্চ ৫৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এভিন লুইস। এছাড়া অধিনায়ক কাইরন পোলার্ড ২০ বলে ২৬ রান করেন। প্রোটিয়াদের হয়ে ডোয়াইন প্রিটোরিয়াস সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া কেশব মহারাজ ২টি এবং আনরিখ নর্কিয়া ও কাগিসো রাবাদা ১টি করে উইকেট তুলে নেন।
১৪৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ১৮.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে ২ চার ও ৪ ছক্কায়, ২৬ বলে অপরাজিত ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন এইডেন মার্করাম। এছাড়া রেজা হেনড্রিকস ৩৯ এবং র্যাসি ভ্যান ডার ডুসেন ৪৩ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেন ১টি উইকেট তুলে নেন।
এই ম্যাচে জয়ী হয়ে সুপার টুয়েলভ এ গ্রুপ-১ এর পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। অপরদিকে, টানা ২য় পরাজয় নিয়ে ওয়েস্ট ইন্ডিজ পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।
স্কোরবোর্ড:
ওয়েস্ট ইন্ডিজ – ১৪৩/৮ (২০.০)
দক্ষিণ আফ্রিকা – ১৪৪/২ (১৮.২)
ফলাফল – দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – আনরিখ নর্কিয়া
আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ – ম্যাচ ১৯ (পাকিস্তান বনাম নিউজিল্যান্ড)
দিনের দ্বিতীয় খেলায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে লো-স্কোরিং ম্যাচে ৮ বল হাতে রেখে ৫ উইকেটের এক দুর্দান্ত জয় পেয়েছে পাকিস্তান। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তানী বোলারদের আগ্রাসী বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতে সমর্থ হয় নিউজিল্যান্ড।
কিউদের হয়ে ড্যারিল মিচেল এবং ডেভন কনওয়ে সর্বোচ্চ ২৭ রানের দুটি ইনিংস খেলেন। এছাড়া অধিনায়ক কেন উইলিয়ামসন ২৬ বলে ২৫ রান করেন। পাকিস্তানের হয়ে হারিস রউফ সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন। এছাড়া শাহিন আফ্রিদি, ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ হাফিজ ১টি করে উইকেট তুলে নেন।
১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ ওভারে মাত্র ৪৭ তুলতে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। উইকেটের এক প্রান্ত থেকে মোহাম্মদ রিজওয়ান (৩৩) চেষ্টা করে গেলেও তাঁকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারেনি। শেষে পঞ্চম উইকেটে শোয়েব মালিক ও আসিফ আলীর অপরাজিত ৪৮ রানের জুটির সৌজন্যে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
দলের পক্ষে আসিফ ১২ বলে অপরাজিত ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। অপরপ্রান্তে মালিক ২০ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। ব্ল্যাক ক্যাপসদের হয়ে ইশ সোধি সর্বাধিক ২টি উইকেট শিকার করেন। এছাড়া টিম সাউদি, মিচেল স্যান্টনার ও ট্রেন্ট বোল্ট ১টি করে উইকেট তুলে নেন।
এই ম্যাচে জয়ী হয়ে সুপার টুয়েলভ এ টানা ২য় জয় নিয়ে গ্রুপ-২ এর পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে পাকিস্তান। অপরদিকে, পরাজিত হয়ে নিউজিল্যান্ড পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে অবস্থান করছে।
স্কোরবোর্ড:
নিউজিল্যান্ড – ১৩৪/৮ (২০.০)
পাকিস্তান – ১৩৫/৫ (১৮.৪)
ফলাফল – পাকিস্তান ৫ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – হারিস রউফ
আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ এখন জমে উঠছে কারণ সুপার ১২ মাঠে গড়াচ্ছে। ম্যাচের মজার সব খবর জানতে Baji –র সাথেই থাকুন!