BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৫ নভেম্বর: শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ (১ম টেস্ট – ৪র্থ দিন)

শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে। গেমটির আকর্ষণীয় ঘটনাগুলি জানতে নিবন্ধটি পড়া চালিয়ে যান।

শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ (প্রথম টেস্ট – ৪র্থ দিন)

তৃতীয় দিন শেষে ২২৪ রানে ৯ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল চতুর্থ দিন ব্যাটিং করতে নেমে স্কোর বোর্ডে মাত্র ৬ রান যোগ করেই অল-আউট হয়ে পড়ে। এরপর ১৫৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ৪ উইকেট হারিয়ে ১৯১ রান করার পর ইনিংস ঘোষণা করেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে (৮৩)। অ্যাঞ্জেলো ম্যাথুস ৮৪ বলে ৬৯ রান করে অপরাজিত ছিলেন। 

১৯১ রানে ইনিংস ঘোষণার পর ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৪৮ রান। কিন্তু জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে লঙ্কান ঘূর্ণি জাদুর মুখে পড়েন সফরকারী ব্যাটাররা। ওপেনার ক্রেগ ব্র্যাথওয়েট ১৪ বল খেলে কোনো রান না করেই আউট হয়ে যান। জার্মেইন ব্ল্যাকউড খেলেন ১৮ বলে ৯ রান করেন। শাই হোপ ৩ রান করে সাজঘরে ফিরেন।

রস্টোন চেজ করেন ১ রান। কাইল মায়ার্স আউট হন ২ রান করে। জেসন হোল্ডার কোনো রান না করেই সাজঘরে ফিরে যান। যার ফলে ১৮ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ক্যারিবীয়রা।

এরপর বিপর্যয় সামলানোর দায়িত্ব নেন এনক্রুমা বোনার এবং জশুয়া দি সিলভা। তিন নম্বরে নামা বোনার ৪৭ বলে ১৮ রান করে অপরাজিত আছেন। দি সিলভা ৫২ বল খেলে ১৫* রান করেছেন। এই দু’জনের দৃঢ়তায় আজই ম্যাচটা শেষ হয়নি।

পঞ্চম দিন সকালে কতটুকু প্রতিরোধ টিকিয়ে রাখতে পারেন এই দুই ব্যাটার, সেটাই দেখার বিষয়। নাকি অলৌকিক কোনো কিছু দেখিয়ে ম্যাচটা বাঁচিয়ে দিতে পারবেন তারা!

স্কোরবোর্ড

শ্রীলঙ্কা (১ম ইনিংস) – ৩৮৬/১০ (১৩৩.৫)

ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস) – ২৩০/১০ (৮৫.৫)

শ্রীলঙ্কা (২য় ইনিংস) – ১৯১/৪ (ডি) (৪০.৫)

ওয়েস্ট ইন্ডিজ (২য় ইনিংস) – ৫২/৬ (২৫.৩)

 

শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচের ভাগ্য ঠিক হতে আরও দুই দিন বাকি। এটি সম্পর্কে আরও আপডেটের জন্য, Baji –র সাথেই থাকুন!

Exit mobile version