শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ১ম টেস্টের ৫ম দিনের খেলা এবং ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ১ম টেস্টের ১ম দিনের খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে। ম্যাচের উত্তেজনাপূর্ণ ঘটনাগুলো জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান।
শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ (প্রথম টেস্ট – ৪র্থ দিন)
সিরিজের প্রথম টেস্ট ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮৭ রানের বিশাল জয় পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। সেই সাথে ১ম ইনিংসে ১৪৭ রান এবং ২য় ইনিংসে ৮৩ রানের ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে।
চতুর্থ দিন শেষে ৫২ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল পঞ্চম দিন ব্যাটিং করতে নেমে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে। সপ্তম উইকেটে এনক্রুমা বোনার এবং জশুয়া দা সিলভা ১০০ রানের জুটি গড়ে তোলেন। কিন্তু লঙ্কান স্পিনারদের ঘূর্ণি জাদুতে উইকেটে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি তাঁরা।
দা সিলভা ১২৯ বলে ৫৪ রান করে লাসিথ এমবুলদেনিয়া শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর বোনার লড়াই চালিয়ে গেলেও যোগ্য সঙ্গীর অভাবে শেষ পর্যন্ত দলকে আর এগিয়ে নিয়ে যেতে পারেনি। ফলে ১৬০ রানে থেমে যায় ক্যারিবীয়দের ইনিংস। ৭ বাউন্ডারিতে, ২২০ বলে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন বোনার।
লঙ্কানদের হয়ে রমেশ মেন্ডিস সর্বোচ্চ ৫টি উইকেট শিকার করেন। এছাড়া লাসিথ এমবুলদেনিয়া ৪টি এবং প্রবীণ জয়াবিক্রমা ১টি করে উইকেট তুলে নেন। আগামী ২৯ নভেম্বর সিরিজের ২য় ও শেষ টেস্ট ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।
স্কোরবোর্ড
শ্রীলঙ্কা (১ম ইনিংস) – ৩৮৬/১০ (১৩৩.৫)
ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস) – ২৩০/১০ (৮৫.৫)
শ্রীলঙ্কা (২য় ইনিংস) – ১৯১/৪ (ডি) (৪০.৫)
ওয়েস্ট ইন্ডিজ (২য় ইনিংস) – ১৬০/১০ (৭৯.০)
ফলাফল – শ্রীলঙ্কা ১৮৭ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – দিমুথ করুণারত্নে
ভারত বনাম নিউজিল্যান্ড (প্রথম টেস্ট – ১ম দিন)
গতকাল সিরিজের প্রথম টেস্ট ম্যাচে কানপুরের গ্রিন পার্কে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের টেস্ট অধিনায়ক অজিঙ্কা রাহানে। অভিষিক্ত শ্রেয়াস আইয়ার এবং অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজার ধৈর্যশীল ব্যাটিংয়ে প্রথম দিন শেষে ভালো অবস্থানে রয়েছে ম্যান ইন ব্লুরা। ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলে নিয়েছে তাঁরা।
ব্যাটিংয়ে নেমে দলীয় ২১ রানেই প্রথম উইকেট হারায় ভারত। মায়াঙ্ক আগরওয়াল মাত্র ১৩ রান করে কাইল জেমিসনের বলে উইকেটকিপার টম ব্লান্ডেলের গ্লাভসবন্দি হন। এরপর ২য় উইকেটে ৬১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন ওপেনার শুবমান গিল এবং চেতেশ্বর পূজারা। জেমিসনের দ্বিতীয় শিকার হওয়ার আগে শুবমান ৯৩ বলে ৫২ রান করেন। তবে অভিজ্ঞ চেতেশ্বর পূজারা মাত্র ২৬ রান করে টিম সাউদির শিকার হয়ে সাজঘরে ফিরেন।
বিরাট কোহলির অনুপস্থিতিতে নেতৃত্ব পাওয়া অজিঙ্কা রাহানে ৩৫ রান করে জেমিসনের বলে বোল্ড হলে ব্যাকফুটে চলে যায় ভারত। এই অবস্থায় দলের হাল ধরেন অভিষিক্ত শ্রেয়াস আর অভিজ্ঞ জাদেজা। ৯৪ বলে অভিষেক ফিফটি তুলে নেন শ্রেয়াস। দিনশেষে তিনি ১৩৬ বলে ৭ চার ২ ছক্কায় ৭৫ রানে অপরাজিত আছেন। আর জাদেজা ১০৬ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলে প্রথম দিনের খেলা শেষ করেছেন।
স্কোরবোর্ড
ভারত (১ম ইনিংস) – ২৫৮/৪ (৮৪.০)
ক্রিকেটের দীর্ঘ সংস্করণে কিছু দুর্দান্ত ক্রিকেট অ্যাকশন চলছে। তাদের আপডেট পেতে, Baji –র সাথেই থাকুন!