সিলেট সানরাইজার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকার মধ্যে বিপিএল ২০২২ এর ৭ম ম্যাচ এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের মধ্যে বিপিএল ২০২২ এর ৮ম ম্যাচ গতকাল মাঠে গড়িয়েছে।
বিপিএল ২০২২ – ম্যাচ ০৭ (সিলেট সানরাইজার্স বনাম মিনিস্টার গ্রুপ ঢাকা)
বিপিএল ২০২২ এ মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে লো-স্কোরিং ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে সিলেট সানরাইজার্স। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে সানরাইজার্সের বোলারদের অনবদ্য বোলিংয়ে ১৮.৪ ওভারে ১০০ রান তুলতে অল-আউট হয়ে যায় মিনিস্টার গ্রুপ।
মিনিস্টার গ্রুপের হয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ ২৬ বলে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস খেলেন। এছাড়া শুভাগত হোম ২১ এবং মোহাম্মদ নাইম ১৫ রান করেন। সানরাইজার্সের হয়ে নাজমুল ইসলাম ৪ ওভারে ১৮ রান দিয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন আহমেদ ৩টি এবং সোহাগ গাজী ২টি করে উইকেট তুলে নেন।
১০১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সানরাইজার্স। দলের পক্ষে ৪৫ বলে সর্বোচ্চ ৪৫ রান করেন উইকেট রক্ষক ব্যাটার এনামুল হক। এছাড়া কলিন ইনগ্রাম (১৯ বলে ২১ রান) এবং মোহাম্মদ মিঠুন (১৫ বলে ১৭ রান) দুটি কার্যকারী ইনিংস খেলেন। মিনিস্টার গ্রুপের হয়ে মাশরাফি মুর্তজা সর্বাধিক ২টি এবং হাসান মুরাদ ১টি করে উইকেট তুলে নেন।
এই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের ৩য় স্থানে উঠে এসেছে সিলেট সানরাইজার্স। অপরদিকে পরাজিত হয়ে মিনিস্টার গ্রুপ ঢাকা পয়েন্ট টেবিলের ৫ম স্থানে অবস্থান করছে।
স্কোরবোর্ড
মিনিস্টার গ্রুপ ঢাকা – ১০০/১০ (১৮.৪)
সিলেট সানরাইজার্স – ১০১/৩ (১৭.০)
ফলাফল – সিলেট সানরাইজার্স ৭ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – নাজমুল ইসলাম
বিপিএল ২০২২ – ম্যাচ ০৮ (কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশাল)
বিপিএল ২০২২ এর ৮ম ম্যাচে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে ৬৩ রানের এক বিশাল জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে ভিক্টোরিয়ান্স।
ভিক্টোরিয়ান্সের পক্ষে মাহমুদুল হাসান জয় ৬ চার ও ১ ছক্কায়, ৩৫ বলে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন। এছাড়া করিম জানাত ১৬ বলে অপরাজিত ২৯ এবং ক্যামেরন ডেলপোর্ট ১৩ বলে ১৯ রান করেন। ফরচুনের হয়ে ডোয়াইন ব্রাভো সর্বাধিক ৩টি এবং সাকিব আল হাসান ২টি করে উইকেট তুলে নেন।
১৫৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ভিক্টোরিয়ান্সের বোলারদের বোলিং তোপে ১৭.৩ ওভারে ৯৫ রান তুলতে গুটিয়ে যায় ফরচুনরা। দলের হয়ে ৪৭ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া তৌহিদ হৃদয় ১৯ এবং নুরুল হাসান ১৭ রান করেন। ভিক্টোরিয়ান্সের পক্ষে ৪ ওভারে ৫ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন নাহিদুল ইসলাম। এছাড়া শহিদুল ইসলাম, তানভীর ইসলাম ও করিম জানাত ২টি করে উইকেট তুলে নেন।
এই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে উঠে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অপরদিকে পরাজিত হয়ে ফরচুন বরিশাল পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।
স্কোরবোর্ড
কুমিল্লা ভিক্টোরিয়ান্স – ১৫৮/৭ (২০.০)
ফরচুন বরিশাল – ৯৫/১০ (১৭.৩)
ফলাফল – কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৬৩ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – নাহিদুল ইসলাম