BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৫ আগস্ট: ইংল্যান্ড বনাম ভারত (ডব্লিউটিসি, ৩য় টেস্ট – ১ম দিন)

ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা গতকাল মাঠে গড়িয়েছে। এর উত্তেজনাপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে জানতে নিবন্ধনটি এক ঝলক দেখে নিন।

ইংল্যান্ড বনাম ভারত (৩য় টেস্ট – ১ম দিন)

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে গুটিয়ে গেছে সফরকারী ভারত। হেডিংলিতে জেমস অ্যান্ডারসন, ক্রেগ ওভারটন, ওলি রবিনসন স্যাম কুরানের বোলিং তোপে লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ। ব্যাটিংয়ে ব্যর্থতার পর বল হাতে ৪২ ওভারেও কোনো সাফল্য পায়নি কোহলির দল।

এর আগে, টসে জিতে ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে কোহলির দল। প্রথম ওভারেই তারা কেএল রাহুলকে (০) হারায়। তিনে নামা চেতশ্বর পূজারা ফেরেন রান করেই। এরপর ভারতের অধিনায়ক বিরাট কোহলিকেও () সাজঘরে ফেরত পাঠান অ্যান্ডারসন। 

শুরুর এই বিপর্যয় আর সামলে উঠতে পারেনি টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত ৭৮ রানেই গুটিয়ে যায় দলটি। রোহিত শর্মা সর্বোচ্চ ১৯ অজিঙ্কা রাহানে ১৮ রান করেন। এই দুজন ছাড়া দুই অংকের ঘরে পৌঁছতে পারেনি আর কোনো ভারতীয় ব্যাটসম্যান। ইংল্যান্ডের অ্যান্ডারসন ক্রেইগ ওভারটন ৩টি করে উইকেট শিকার করেন। ছাড়া রবিনসন স্যাম কুরান নেন ২টি করে উইকেট।

ভারতের ৭৮ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ৪২ ওভারে ১২০ রান তোলে প্রথম দিন শেষ করেছে ইংল্যান্ড। হাসিব হামিদ ৬০ ররি বার্নস ৫২ রানে অপরাজিত আছেন। এরই মধ্যে ৪২ রানের লিড নিয়েছে স্বাগতিকরা, হাতে রয়েছে এখনো ১০ উইকেট।

উল্লেখ্য যে, দুদলের মধ্যেকার দ্বিতীয় টেস্ট ম্যাচে জয়ী হয়ে সিরিজে ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।

স্কোরবোর্ড:
ভারত (১ম ইনিংস) – ৭৮/১০ (৪০.৪)
ইংল্যান্ড (১ম ইনিংস) – ১২০/০ (৪২.০)

সিরিজে সমতায় ফেরার লক্ষ্য নিয়ে ইংল্যান্ড ভারতের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলছে। সংক্ষেপে ম্যাচের বিবরণ উপভোগ করতে, Baji –র সাথেই থাকুন! 

Exit mobile version