আফগানিস্তান এবং স্কটল্যান্ডের মধ্যকার আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৭তম ম্যাচটি গতকাল মাঠে গড়িয়েছে। ম্যাচের আকর্ষণীয় ঘটনাগুলো সম্পর্কে জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান।
আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ – ম্যাচ ১৭ (আফগানিস্তান বনাম স্কটল্যান্ড)
আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ এর ১৭তম ম্যাচে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে মুজিবুর রহমানের দুর্দান্ত স্পেলের সৌজন্যে ১৩০ রানের বিশাল জয় পেয়েছে আফগানিস্তান। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯০ রানের বড় স্কোর সংগ্রহ করে আফগানিস্তান।
দলের পক্ষে ৫ চার ও ৩ ছক্কায়, ৩৪ বলে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলেন করেন নাজিবুল্লাহ জাদরান। এছাড়া রহমানউল্লাহ গুরবাজ ৩৭ বলে ৪৬ এবং হজরতউল্লাহ জাজাই ৩০ বলে ৪৪ রান করেন। স্কটিশদের এর হয়ে সাফিয়ান শরীফ সর্বাধিক ২টি উইকেট শিকার করেন। এছাড়া মার্ক ওয়াট ও জশ ডেভি ১টি করে উইকেট তুলে নেন।
১৯২ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে আফগানি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে স্কটল্যান্ডের ব্যাটিং লাইন-আপ তাসের ঘরের মত ভেঙে পড়ে। মাত্র ১০.২ ওভারে দলীয় ৬০ রানে অল-আউট হয়ে যায় তাঁরা। জর্জ মানসি দলের পক্ষে সর্বোচ্চ ১৮ বলে ২৫ রান করেন। ক্রিস গ্রিভস ১২ ও কাইল কোয়েটজার ১০ রান করেন। এছাড়া স্কটিশদের হয়ে আর কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের স্কোর স্পর্শ করতে পারেনি। আফগানদের হয়ে মুজিবুর রহমান ৪ ওভারে ২০ রান দিয়ে সর্বোচ্চ ৫টি উইকেট শিকার করেন। এছাড়া রশিদ খান ৪টি এবং নবীন-উল-হক ১টি করে উইকেট তুলে নেন।
এই ম্যাচে জয়ী হয়ে সুপার ১২ এ গ্রুপ-২ এর পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে রয়েছে আফগানিস্তান। অপরদিকে, পরাজিত হয়ে স্কটল্যান্ড পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।
স্কোরবোর্ড:
আফগানিস্তান – ১৯০/৪ (২০.০)
স্কটল্যান্ড – ৬০/১০ (১০.২)
ফলাফল – আফগানিস্তান ১৩০ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – মুজিবুর রহমান
আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ এখন জমে উঠছে কারণ সুপার ১২ মাঠে গড়াচ্ছে। ম্যাচের মজার সব খবর জানতে Baji –র সাথেই থাকুন!