Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ২৪ সেপ্টেম্বর: আইপিএল ২০২১ (ম্যাচ ৩৫)

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসের মধ্যকার আইপিএল ২০২১ এর ৩৫ তম ম্যাচ গতকাল মাঠে গড়িয়েছে। ম্যাচের উত্তেজনাপূর্ণ ঘটনা সম্পর্কে জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান। 

আইপিএল ২০২১ – ম্যাচ ৩৫ (রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস)

আইপিএল ২০২১ এর ৩৫তম ম্যাচে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১১ বল হাতে রেখে ৬ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে আরসিবি।

আরসিবি’র হয়ে দেবদূত পাডিকাল ৫ চার ও ৩ ছক্কায়, ৫০ বলে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন। এছাড়া বিরাট কোহলি ৪১ বলে ৫৩ রান করেন। সিএসকে এর হয়ে ডোয়াইন ব্রাভো ৪ ওভারে ২৪ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া শার্দুল ঠাকুর ২টি এবং দীপক চাহার ১টি করে উইকেট তুলে নেন।

১৫৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৮.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিএসকে। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ বলে ৩৮ রানের ইনিংস খেলেন ঋতুরাজ গায়কোয়াড়। এছাড়া অম্বাতি রাইড়ু ৩২ এবং ফাফ ডু প্লেসি ৩১ রান করেন। আরসিবি’র হয়ে হার্শাল প্যাটেল ২টি এবং যুজবেন্দ্র চাহাল ও গ্লেন ম্যাক্সওয়েল ১টি করে উইকেট তুলে নেনে।

এই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে উঠে এসেছে সিএসকে। অপরদিকে, পরাজিত হয়ে আরসিবি এখনও পয়েন্ট টেবিলের ৩য় স্থানেই অবস্থান করছে।

স্কোরবোর্ড:
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ১৫৬/৬ (২০.০)
চেন্নাই সুপার কিংস – ১৫৭/৪ (১৮.১)
ফলাফল – রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৬ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – ডোয়াইন ব্রাভো

 দুর্দান্ত ক্রিকেট অ্যাকশন নিয়ে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক ক্রিকেট লিগ আইপিএল চলছে। আইপিএলের আপডেট পেতে, Baji –র সাথেই থাকুন!

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...