BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৪ জুলাই: আয়ারল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (৩য় টি২০), ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া (২য় ওয়ানডে)

দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের মধ্যে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি এবং ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডে গতকাল এবং আজ যথাক্রমে মাঠে গড়িয়েছে। ম্যাচগুলোর আকর্ষণীয় ঘটনা সম্পর্কে জানতে নিবন্ধটি একটি ঝলক দেখি।

আয়ারল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (৩য় – টি২০)

শনিবার রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের ৩য় ও শেষ টি২০ ম্যাচে ৪৯ রানের বিশাল জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে সফরকারীরা দাঁড় করায় ১৮৯ রানের সংগ্রহ। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৪০ রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড। সেই সাথে সিরিজের তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ পেল স্বাগতিকরা।

টস জিতে ব্যাট করতে নামা প্রোটিয়াদের হয়ে উদ্বোধনী জুটিতে ১২৭ রান যোগ করেন দুই ওপেনার টেম্বা বাভুমা ও রেজা হেনড্রিকস। ইনিংসের ১৬তম ওভারে সাজঘরে ফেরার আগে ৭ চার ও ১ ছয়ে, ৪৮ বলে ৬৯ রান করেন রেজা। 

আগের ম্যাচে ঝড়ো ইনিংস খেলা ডেভিড মিলার আজ নামেন ওয়ান ডাউনে। তার ব্যাট থেকে এসেছে ১৭ বলে ৩৬ রানের বিধ্বংসী ইনিংস। অধিনায়ক বাভুমা করেছেন ৬ চার ও ২ ছক্কায়, ৫১ বলে ৭২ রান।

প্রোটিয়াদের করা ১৮৯ রানের জবাবে খেলতে নেমে মাত্র ৯৪ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলেছিল আয়ারল্যান্ড। অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নির ২৭ রান ছাড়া ওপরের ব্যাটসম্যানদের কেউই ২০-র ঘর পার হতে পারেননি। শেষ দিকে ব্যারি ম্যাকার্থি ১৩ ও ক্রেগ ইয়ং ২২ রান করে পরাজয়ের ব্যবধান কমান। দক্ষিণ আফ্রিকার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন লিজাড উইলিয়ামস, জর্জ লিন্ডে ও উইয়ান মাল্ডার।

স্কোরবোর্ড

দক্ষিণ আফ্রিকা – ১৮৯/২ (২০.০)

আয়ারল্যান্ড – ১৪০/৯ (২০.০)

ফলাফল – দক্ষিণ আফ্রিকা ৪৯ রানে জয়ী

প্লেয়ার অফ দি ম্যাচ – টেম্বা বাভুমা

প্লেয়ার অফ দি সিরিজ – ডেভিড মিলার


ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া (২য় – ওয়ানডে)

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরান ও জেসন হোল্ডারের অর্ধশত রানের কল্যাণে অজিদের দেওয়া ১৮৮ রানের লক্ষ্য ১২ ওভার হাতে রেখেই টপকে যায় ক্যারিবীয়রা।

বার্বাডোজে টসে জিতে প্রথম ব্যাট করতে নেমে মারাত্বক ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ৪৫ রানেই ছয় উইকেট হারায় তারা। এরপরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অজিরা। ওয়েস অ্যাগার, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পাদের ব্যাটিং নৈপুণ্যে শেষ পর্যন্ত ১৮৭ রান তুলে অস্ট্রেলিয়া। অ্যাগার ৩৬ বলে ৪১ রান করেন। এছাড়া ওয়েড ও জাম্পা দুজনই ৩৬ রান করে করেন। মিচেল স্টার্কের ব্যাট থেকে আসে ১৯ রান।

ক্যারিবীয়দের পক্ষে আকিল হোসেন ও আলজারি জোসেফ ৩টি করে উইকেট নেন। এছাড়া শেলডন কটরেল তুলে নেনে ২টি উইকেট।

১৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে উইন্ডিজও। অজি বোলিং তোপে ৭২ রানেই পাঁচ উইকেট হারায় তারা। তখন ম্যাচটি হেলে পড়েছিল অজিদের দিকে। সেখান থেকে উইন্ডিজকে টেনে তুলেন নিকোলাস পুরান ও জেসন হোল্ডার। ষষ্ঠ উইকেটে দুজনে গড়েন ৯২ রানের জুটি। হোল্ডার ৫২ রান করে সাজঘরে ফিরলেও দলকে জিতিছে মাঠ ছাড়েন পুরান। অপরাজিত ৫৯ রানের ইনিংসের জন্য পুরান ম্যাচসেরা বিবেচিত হন। এই জয়ের ফলে সিরিজে এখন ১-১ এ সমতা বিরাজ করছে।

স্কোরবোর্ড

অস্ট্রেলিয়া – ১৮৭/১০ (৪৭.১)

ওয়েস্ট ইন্ডিজ – ১৯১/৬ (৩৮.০)

ফলাফল – ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দি ম্যাচ – নিকোলাস পুরান

 

বিশ্বজুড়ে সব জমজমাট ক্রিকেট ম্যাচগুলো চলছে। তাদের সম্পর্কে আরও খবর জানতে Baji –র সাথেই থাকুন!

Exit mobile version