মুলতান সুলতানস এবং পেশোয়ার জালমির মধ্যে পিএসএল ৬ এর ফাইনাল এবং ইংল্যান্ড-শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি গতকাল মাঠে গড়িয়েছে। আসুন ম্যাচগুলোর আকর্ষণীয় ঘটনা সম্পর্কে জানতে নিবন্ধটি এক ঝলক দেখে নিই।
পিএসএল ২০২১ ফাইনাল (মুলতান সুলতানস বনাম পেশোয়ার জালমি)
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরের শিরোপা নিজেদের করে নিয়েছে মুলতান সুলতানস। প্রথমবার ফাইনালে ওঠেই পেশোয়ার জালমিকে ৪৭ রানে হারিয়ে শিরোপা জিতল দলটি।
বৃহস্পতিবার রাতে আবুধাবিতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান সংগ্রহ করে মুলতান সুলতানস। এতে পেশোয়ার জালমি’র লক্ষ্য দাঁড়ায় ২০৭ রান। জবাবে ৯ উইকেটে ১৫৯ রান তুলতে সক্ষম হয় পেশোয়ার। ফলে ৪৭ রানে হেরে যায় পেশোয়ার জালমি।
টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে মুলতানকে দারুণ সূচনা এনে দেন রিজওয়ান ও শান মাসুদ। ৬৮ রানের জুটির পর ২৯ বলে ৩৭ রান করে ফেরেন মাসুদ। দলীয় ৮৩ রানে ৩০ রান করে ফেরেন রিজওয়ানও। তবে ঝড় তোলেন রিলে রুশো ও শোয়েব মাকসুদ। ২১ বলে ৫০ রানের ইনিংস খেলে রুশো ফিরলেও ৩৫ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংসে দলকে বড় পুঁজি এনে দিয়ে অপরাজিত থাকেন মাকসুদ।
রান তাড়া করতে নেমে একদিকে শুরুটা দারুণ করেন কামরান আকমাল। জাজাইকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন। মাত্র ৬ রান করে ফেরেন পেশোয়ারকে ফাইনালে নিয়ে আসা যাজাই। ওয়ান ডাউনে নেমে ১৩ বলে মাত্র ৫ রান করে ফেরেন জোনাথান ওয়েলস। কিছুক্ষণ বাদে ২৮ বলে ৩৬ রান করে ফেরেন আকমলও। এরপর চেষ্টা করেন শোয়েব মালিক ও রভমেন পাওয়েল। ১৭ রানে জীবন পেয়েও খুব বেশি দূর যেতে পারেননি মালিক। ২৮ বলে ৪৮ রান করে ফিরতে হয় তাকে। তার আগেই ফেরেন পাওয়েলও।
এরপর এক ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচ পুরো নিয়ন্ত্রণে নিয়ে নেন ইমরান তাহির। শেষ পর্যন্ত ১৫৯ রানে থামে পেশোয়ারের ইনিংস। ফলে ৪৭ রানে হেরে যায় পেশোয়ার জালমি।
স্কোরবোর্ড:
মুলতান সুলতানস – ২০৬/৪ (২০.০)
পেশোয়ার জালমি – ১৫৯/৯ (২০.০)
ফলাফল – মুলতান সুলতানস ৪৭ রানে জয়ী
প্লেয়ার অফ দি ম্যাচ – শোয়েব মাকসুদ
প্লেয়ার অফ দি সিরিজ – শোয়েব মাকসুদ
ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা (২য় – টি২০)
বৃহস্পতিবার রাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৫ উইকেটে জয়ী হয়েছে ইংল্যান্ড এবং সেই সাথে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচ সিরিজের শিরোপা নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।
ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১১১ রান করতে পেরেছিল শ্রীলঙ্কা। জবাবে ইংল্যান্ডের ইনিংসের ১২ ওভারের পর নামে বৃষ্টি। তাদের সামনে নতুন লক্ষ্য দেয়া হয় ১৮ ওভারে ১০৩ রানের। যা কি না ১১ বল আগেই তাড়া করে ফেলেছে স্বাগতিকরা।
টস জিতে আগে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। সফরকারীদের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৯ রান করেছেন সহ-অধিনায়ক কুশল মেন্ডিস। অধিনায়ক কুশল পেরেরার সংগ্রহ ২১ রান। এ দুজনের তৃতীয় উইকেট জুটিতে আসে ৫০ রান। শেষ দিকে ১৪ বলে ১৯ রান করে দলকে একশ পার করান ইসুরু উদানা। স্বাগতিকদের পক্ষে আদিল রশিদ ও মার্ক উড ২টি করে এবং স্যাম কারান ও ক্রিস জর্ডান একটি করে উইকেট লাভ করেন।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩৬ রানেই ৪ উইকেট হারিয়ে প্রাথমিকভাবে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। জেসন রয় ১৭, ইয়ন মরগ্যান ১১, জনি বেয়ারস্টো ০ ও ডেভিড মালান ফেরেন ৪ রান করে। এরপর দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়ার কাজটি সারেন স্যাম বিলিংস (২৯ বলে ২৪), লিয়াম লিভিংস্টোন (২৬ বলে ২৯) ও স্যাম কারান (৮ বলে ১৬)। এ তিনজনের কল্যাণে ১৬.১ ওভারে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।
স্কোরবোর্ড:
শ্রীলঙ্কা – ১১১/৭ (২০.০)
ইংল্যান্ড – ১০৮/৫ (১৬.১) – বৃষ্টির কারণে (ডিএলএস টার্গেট – ১০৩)
ফলাফল – ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দি ম্যাচ – লিয়াম লিভিংস্টোন
মুলতান সুলতানস তাদের প্রথম পিএসএল শিরোপা জিতেছে। আরও অনেক আন্তর্জাতিক ক্রিকেট চলছে, তাদের বিজয়ীদের ভবিষ্যদ্বাণী করুন এবং Baji তে বেট ধরুন !