শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর ১৫ তম ম্যাচ এবং ভারত ও পাকিস্তানের মধ্যকার আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর ১৬ তম ম্যাচ গতকাল মাঠে গড়িয়েছে। ম্যাচগুলোর আকর্ষণীয় ঘটনাগুলো সম্পর্কে জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান।
আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ – ম্যাচ ১৫ (শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ)
আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ এর ১৫তম ম্যাচে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ৭ বলে হাতে রেখে ৫ উইকেটে জয়ী হয়েছে শ্রীলঙ্কা। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ।
দলের পক্ষে মোহাম্মদ নাইম ৫২ বলে সর্বোচ্চ ৬২ রান করেন। এছাড়া ৫ চার ও ২ ছক্কায়, ৩৭ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। লঙ্কানদের এর হয়ে লাহিরু কুমারা, চামিকা করুণারত্নে ও বিনুরা ফার্নান্দো ১টি করে উইকেট শিকার করেন।
১৭২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে শ্রীলঙ্কা। ৮ ওভার শেষে মাত্র ১ উইকেট হারিয়ে ৭১ রান তুলে নেয় তাঁরা। ৯ম ওভারে সাকিব বোলিংয়ে এসে ২ উইকেট তুলে নিলে বিপদে পড়ে যায় লঙ্কানরা। এরপর ৫ম উইকেটে ৮৬ রানের জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায় চরিথ আসালাঙ্কা এবং ভানুকা রাজাপক্ষ।
৫ চার ও ৫ ছক্কায়, ৪৯ বলে অপরাজিত ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন আসালাঙ্কা। অপরপ্রান্তে ৩ চার ও ৩ ছয়ে, ৩১ বলে ৫৩ রান করেন রাজাপক্ষ। শেষে ৫ উইকেট হারিয়ে ১৮.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। টাইগারদের হয়ে সাকিব আল হাসান ও নাসুম আহমেদ সর্বাধিক ২টি করে উইকেট তুলে নেন।
এই ম্যাচে জয়ী হয়ে সুপার টুয়েলভ এ গ্রুপ-১ এর পয়েন্ট টেবিলের ২য় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। অপরদিকে, পরাজিত হয়ে বাংলাদেশ পয়েন্ট টেবিলের ৫ম স্থানে অবস্থান করছে।
স্কোরবোর্ড:
বাংলাদেশ – ১৭১/৪ (২০.০)
শ্রীলঙ্কা – ১৭২/৫ (১৮.৫)
ফলাফল – শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – চরিথ আসালাঙ্কা
আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ – ম্যাচ ১৪ (ভারত বনাম পাকিস্তান)
দিনের দ্বিতীয় খেলায় ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ১৩ বল হাতে রেখে ১০ উইকেটের এক বিশাল জয় পেয়েছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তানী বোলারদের আগ্রাসী বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে ভারত।
ভারতের হয়ে অধিনায়ক বিরাট কোহলি ৫ চার ও ১ ছক্কায়, ৪৯ বলে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন। এছাড়া ঋষভ পন্ত ৩০ বলে ৩৯ এবং রবীন্দ্র জাদেজা ১৩ বলে ১৩ রান করেন। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া হাসান আলী ২টি এবং শাদাব খান ও হারিস রউফ ১টি করে উইকেট তুলে নেন।
১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোন উইকেট না হারিয়ে ১৭.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। দলের পক্ষে ৬ চার ও ৩ ছক্কায়, ৫৫ বলে অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। অপরপ্রান্তে অধিনায়ক বাবর আজম ৬ চার ও ২ ছয়ে, ৫২ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন।
এই ম্যাচে জয়ী হয়ে সুপার টুয়েলভ এ গ্রুপ-২ এর পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে রয়েছে পাকিস্তান। অপরদিকে, পরাজিত হয়ে ভারত পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।
স্কোরবোর্ড:
ভারত – ১৫১/৭ (২০.০)
পাকিস্তান – ১৫২/০ (১৭.৫)
ফলাফল – পাকিস্তান ১০ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – শাহিন আফ্রিদি
আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ এখন জমে উঠছে কারণ সুপার ১২ মাঠে গড়াচ্ছে। ম্যাচের মজার সব খবর জানতে Baji –র সাথেই থাকুন!