Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ২৩ জুন: ভারত বনাম নিউজিল্যান্ড (ডব্লিউটিসি ফাইনাল – ৬ষ্ঠ দিন), ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা (১ম টি২০)

 

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ৬ষ্ঠ দিন এবং ইংল্যান্ড-শ্রীলঙ্কার মধ্যে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি গতকাল মাঠে গড়িয়েছে। ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহুর্তগুলো সম্পর্কে জানতে আসুন নিবন্ধটি এক ঝলক দেখে নিই।

ভারত বনাম নিউজিল্যান্ড (ডব্লিউটিসি ফাইনাল – ৬ষ্ঠ দিন)

প্রথমবারেরমত আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ৬ষ্ঠ দিনে গিয়ে ভারতকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো নিউজিল্যান্ড। অর্থ্যাৎ, টেস্ট ক্রিকেটে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো ব্ল্যাক ক্যাপসরা।

প্রথম ইনিংসে যাও একটু লড়াই করেছিল ভারতীয়রা, দ্বিতীয় ইনিংসে কিউই পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি বিরাট কোহলির দল। ৬ষ্ঠ দিনের শুরুতেই উইকেট বিসর্জন দিয়ে আসেন কোহলি এবং পুজারা। কোহলি করেন ১৩ রান এবং পুজারা আউট হন ১৫ রান করে। রিশাভ পান্ত কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। ৮৮ বল খেলে ৪১ রান করেন তিনি। রবিন্দ্র জাদেজা করেন ১৬ রান।

রবিচন্দ্রন অশ্বিন করেন ৭ রান এবং মোহাম্মদ শামি করেন ১৩ রান। ইশান্ত শর্মা ১ রানে অপরাজিত থাকেন। জসপ্রিত বুমরাহ কোনো রান না করে আউট হতেই ১৭০ রানে অলআউট হয়ে যায় ভারত। যার ফলে নিউজিল্যান্ডের সামনে ৫৩ ওভারে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৩৯ রানের।

বরাবরের মত নিউজিল্যান্ডের পেসাররাই আগুন ঝরিয়েছেন এজবাস্টনে। অভিজ্ঞ টিম সাউদি নিয়েছেন ৪ উইকেট। ট্রেন্ট বোল্ট নেন ৩ উইকেট। আগের ইনিংসে ৫ উইকেট নেয়া কাইল জেমিসন নিয়েছেন ২ উইকেট। বাকি উইকেটটি নিয়েছেন নেইল ওয়েগনার।

লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার টম ল্যাথাম (৯) এবং ডেভন কনওয়ে (১৯) কিছুটা রয়ে-সয়ে খেলার চেষ্টা করেন। কিন্তু অশ্বিনের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে এই দুই ব্যাটসম্যানের বিদায়টাই যেন নিউজিল্যান্ডের জন্য ভালো হয়েছে।

কেন উইলিয়ামসন এবং রস টেলর ৪৪ রানের মাথায় জুটি বাধেন। এরপর তাদের তো ভারতীয় বোলাররা বিচ্ছিন্ন করতেই পারেনি। বরং, এই দুই ব্যাটসম্যানের দৃঢ়তা এবং রানের গতি বাড়িয়ে তোলার ফলে দিনের প্রায় ৭ ওভার বাকি থাকতেই ম্যাচ নিজেরে হাতের মুঠোয় পুরে নেয় কিউইরা।

৮৯ বল খেলে ৫২ রানে অপরাজিত থাকেন কেন উইলিয়ামসন। তার সঙ্গে ১০০ বল খেলে ৪৭ রান করে অপরাজিত থাকেন রস টেলর। ভারতের হয়ে ২টি উইকেটেই নেন রবিচন্দ্রন অশ্বিন।

স্কোরবোর্ড:
ভারত (১ম ইনিংস) – ২১৭/১০ (৯২.১)
নিউজিল্যান্ড (১ম ইনিংস) – ২৪৯/১০ (৯৯.২)
ভারত (২য় ইনিংস) – ১৭০/১০ (৭৩.০)
নিউজিল্যান্ড (২য় ইনিংস) – ১৪০/২ (৪৫.৫)
প্লেয়ার অফ দি ম্যাচ – কাইল জেমিসন


ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা (১ম – টি২০)

বুধবার (২৩ জুন) রাতে কার্ডিফের সোফিয়া গার্ডেনে অনুষ্ঠিত সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জেসন রয় ও জস বাটলারের ঝড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে ইংল্যান্ড। টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে লঙ্কানরা। ৫২ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। আর দলীয় ৭৯ রানে ৩০ রান করা অধিনায়ক কুশল পেরেরা বিদায় নিলে ব্যাটিং বিপর্যয়ে পড়া লঙ্কার হাল ধরেন দাসুন শানাকা।

দুর্দান্ত ব্যাটিং করে অর্ধশতক তুলে নেন এই অলরাউন্ডার। শেষ বলে আউট হওয়ার আগে তিনটি চার ও দুটি ছক্কায় ৪৩ বলে ঠিক ৫০ রান করেন তিনি। শানাকার এই ইনিংসে ভর করেই মূলত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট লাভ করেন স্যাম কারান ও আদিল রশিদ। এছাড়া একটি করে উইকেট নেন মার্ক উড, ক্রিস জর্ডান ও লিয়াম লিভিংস্টোন।

লঙ্কানদের দেয়া ওই সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ইংলিশ ওপেনার জেসন রয় ও জস বাটলার। শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং করেন রয়। দুজনে মিলে ৬ ওভারেই তোলেন ৬১ রান। দলীয় ৮০ রানে দুশমন্থ চামিরা শিকার হয়ে ফেরার আগে ২২ বলে ৩৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রয়। এরপরই মাত্র ৭ রান করে উদানার শিকার হয়ে সাজঘরে ফেরেন ডেভিড মালান। তবে অন্যপ্রান্তে ঝোড়ো ব্যাটিং করে ঠিকই অর্ধশতক তুলে নেন বাটলার।

এই ইংলিশ উইকেটকিপারের ৫৫ বলে ৮টি চার ও একটি ছক্কায়, অপরাজিত ৬৮ রানের ইনিংসের সৌজন্যেই ১৭ বল বাকি থাকতে ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ইংল্যান্ড। তাঁর সঙ্গী বেয়ারস্টো অপরাজিত থাকেন ১২ বলে ১৩ রান করে।

স্কোরবোর্ড:
শ্রীলঙ্কা – ১২৯/৭ (২০.০)
ইংল্যান্ড – ১৩০/২ (১৭.১)
ফলাফল – ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দি ম্যাচ – জস বাটলার

 

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড, আসুন কিছুক্ষণ সময় নিই এবং তাদের পারফর্মেন্সের প্রশংসা করি। আজ পিএসএল ফাইনাল আসার সাথে সাথে এর বিজয়ীর ভবিষ্যদ্বাণী করুন এবং Baji তে বেট ধরুন !

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...