BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৩ আগস্ট: ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান (ডব্লিউটিসি, ২য় টেস্ট – ৪র্থ দিন)

ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন গতকাল মাঠে গড়িয়েছে। খেলার উত্তেজনাপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে জানতে আসুন নিবন্ধনটি এক ঝলক দেখে নিই।

ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান (২য় টেস্ট – ৪র্থ দিন)

জ্যামাইকার সাবিনা পার্কে দ্বিতীয় টেস্টে পাক পেসার শাহীন আফ্রিদির বোলিং তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। পাকিস্তানের করা ৩০২ রানের জবাবে ক্যারিবীয়রা অলআউট হয়েছে মাত্র ১৫০ রানে। ফলে প্রথম ইনিংসে ১৫২ রানের লিড পায় সফরকারীরা। 

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন এনক্রুমা বোনার। ব্ল্যাকউডের ব্যাট থেকে এসেছে ৩৩ রান। এছাড়া জেসন হোল্ডার করেন ২৬ রান। শাহীন আফ্রিদি ৫১ রানের বিনিময়ে ৬টি উইকেট শিকার করেছেন। এছাড়া পেসার মোহাম্মদ আব্বাস ৩টি এবং ফাহিম আশরাফ ১টি উইকেট তুলে নিয়েছেন।

দ্বিতীয় ইনিংসে ওয়ানডে মেজাজে ব্যাটিং করে পাকিস্তান। ২৭.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলে ইনিংস ঘোষণা দেয় তারা। দলের পক্ষে ইমরান বাট ৪৪ বলে ৩৭ রান, বাবর আজম ৪১ বলে ৩৩ রান, আবিদ আলি ২৩ বলে ২৯ রান করেন। 

পাকিস্তান ১৭৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩২৯ রান। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১ উইকেটে ৪৯ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৪১ বলে ২৩ রান করা কাইরন পাওয়েলকে রান আউট করেছেন শাহীন আফ্রিদি। তবে ক্রেগ ব্র্যাথওয়েট (১৭) ও আলজারি জোসেফ (৮) উইকেটে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শেষ করেছেন।

শেষ দিনে জেতার জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২৮০ রান ও পাকিস্তানের ৯টি উইকেট প্রয়োজন। 

স্কোরবোর্ড:
পাকিস্তান (১ম ইনিংস) – ৩০২/৯ (ডি) (১১০.০)
ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস) – ১৫০/১০ (৫১.৩)
পাকিস্তান (১ম ইনিংস) – ১৭৬/৬ (ডি) (২৭.২)
ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস) – ৪৯/১ (১৯.০)

সিরিজের ফাইনাল ও শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের আপডেট সম্পর্কে জানতে, Baji –র সাথেই থাকুন!

Exit mobile version