অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর ১৩ তম ম্যাচ এবং ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর ১৪ তম ম্যাচ গতকাল মাঠে গড়িয়েছে। ম্যাচের আকর্ষণীয় ঘটনাগুলো সম্পর্কে জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান।
আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ – ম্যাচ ১৩ (অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা)
আইসিসি মেনস টি২০ বিশ্বকাপ ২০২১ এ সুপার টুয়েলভ এর প্রথম ম্যাচে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ বলে হাতে রেখে ৫ উইকেটে জয়ী হয়েছে অস্ট্রেলিয়া। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে অসি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৮ রান তুলতে সমর্থ হয় দক্ষিণ আফ্রিকা।
দলের পক্ষে এইডেন মার্করাম ৩৬ বলে সর্বোচ্চ ৪০ রান করেন। এছাড়া কাগিসো রাবাদা ১৯ এবং ডেভিড মিলার ১৬ রান করেন। অসিদের এর হয়ে জশ হ্যাজলউড, অ্যাডাম জাম্পা ও মিচেল স্টার্ক সর্বাধিক ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া প্যাট কামিন্স এবং গ্লেন ম্যাক্সওয়েল ১টি করে উইকেট তুলে নেন।
১১৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৩৯ রান তুলতে পারে তাঁরা। এরপর ৪র্থ উইকেটে ৪২ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফিরায় স্টিভেন স্মিথ (৩৫) এবং গ্লেন ম্যাক্সওয়েল (১৮)। তাদের বিদায়ের পর শেষে মার্কাস স্টয়নিস (১৬ বলে ২৪*) ও ম্যাথু ওয়েড (১০ বলে ১৫*) এর ইনিংস দুটি অসিদেরকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। প্রোটিয়াদের হয়ে আনরিখ নর্কিয়া সর্বাধিক ২টি উইকেট তুলে নেন।
এই ম্যাচে জয়ী হয়ে সুপার টুয়েলভ এ গ্রুপ-১ এর পয়েন্ট টেবিলের ২য় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। অপরদিকে, পরাজিত হয়ে দক্ষিণ আফ্রিকা পয়েন্ট টেবিলের ৫ম স্থানে অবস্থান করছে।
স্কোরবোর্ড:
দক্ষিণ আফ্রিকা – ১১৮/৯ (২০.০)
অস্ট্রেলিয়া – ১২১/৫ (১৯.৪)
ফলাফল – অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – জশ হ্যাজলউড
আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ – ম্যাচ ১৪ (ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ)
আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ এর ১৪তম ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লো-স্কোরিং ম্যাচে ৭০ বল হাতে রেখে ৬ উইকেটের এক বিশাল জয় পেয়েছে ইংল্যান্ড। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ইংলিশ বোলারদের আগ্রাসী বোলিংয়ে ১৪.২ ওভারে মাত্র ৫৫ রান তুলতে অল-আউট হয়ে যায় ক্যারিবীয়রা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিস গেইল ১৩ বলে সর্বোচ্চ ১৩ রান করেন। এছাড়া ক্যারিবীয়দের হয়ে আর কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের স্কোর স্পর্শ করতে পারেনি। ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন। এছাড়া মঈন আলী ও টাইমাল মিলস ২টি এবং ক্রিস জর্ডান ও ক্রিস ওকস ১টি করে উইকেট তুলে নেন।
৫৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৮.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। দলের পক্ষে ২২ বলে সর্বোচ্চ অপরাজিত ২৪ রানের ইনিংস খেলেন উইকেট রক্ষক ব্যাটসম্যান জস বাটলার। এছাড়া জেসন রয় ১০ বলে ১১ রান করেন। ক্যারিবীয়দের হয়ে আকিল হোসেন ২টি এবং রবি রামপাল ১টি করে উইকেট তুলে নেন।
এই ম্যাচে জয়ী হয়ে সুপার টুয়েলভ এ গ্রুপ-১ এর পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে রয়েছে ইংল্যান্ড। অপরদিকে, পরাজিত হয়ে ওয়েস্ট ইন্ডিজ পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।
স্কোরবোর্ড:
ওয়েস্ট ইন্ডিজ – ৫৫/১০ (১৪.২)
ইংল্যান্ড – ৫৬/৪ (৮.২)
ফলাফল – ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – মঈন আলী
আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ এখন জমে উঠছে কারণ সুপার ১২ মাঠে গড়াচ্ছে। ম্যাচের মজার সব খবর জানতে Baji –র সাথেই থাকুন!