BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২২ নভেম্বর: বাংলাদেশ বনাম পাকিস্তান (৩য় টি২০), শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ (১ম টেস্ট – ২য় দিন)

পাকিস্তানের বাংলাদেশ সফরের ৩য় টি-টোয়েন্টি ম্যাচ এবং শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ১ম টেস্টের ২য় দিন গতকাল অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ বনাম পাকিস্তান (৩য় – টি২০)

সোমবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের ৩য় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে সফরকারী পাকিস্তান। সেই সাথে টি২০ সিরিজে ম্যান ইন গ্রিনদের কাছে হোয়াইট ওয়াশ হল টাইগাররা (৩-০)।

টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তানী বোলারদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে উইকেট হারিয়ে ১২৪ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। দলের হয়ে মোহাম্মদ নাইম ৫০ বলে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন। এছাড়া শামীম হোসেন ২২ রান এবং আফিফ হোসেন ২০ করেন। পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও উসমান কাদির সর্বোচ্চ ২টি করে উইকেট শিকার করেন।

১২৫ রানের সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। ৩ চার ও ২ ছক্কায়, ৩৮ বলে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন হায়দার আলী। এছাড়া মোহাম্মদ রিজওয়ান ৪০ রান করেন। টাইগার্সদের হয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ সর্বাধিক ৩টি এবং আমিনুল ইসলাম ও শহিদুল ইসলাম ১টি করে উইকেট তুলে নেন।

স্কোরবোর্ড

বাংলাদেশ – ১২৪/৭ (২০.০)

নিউজিল্যান্ড – ১২৭/৫ (২০.০)

ফলাফল – পাকিস্তান ৫ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – হায়দার আলী

প্লেয়ার অফ দ্য সিরিজ – মোহাম্মদ রিজওয়ান


শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ (প্রথম টেস্ট – ২য় দিন)

প্রথম দিন শেষে ২৬৭ রানে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা, ক্রিজে থাকা দিমুথ করুণারত্নে (১৩২) ও ধনঞ্জয়া ডি সিলভা (৫৬) নিয়ে দ্বিতীয় দিন সকালে মাঠে নামে। কিন্তু ক্যারিবীয় বোলারদের তোপে মাত্র ১১৯ রান যোগ করে শেষ ৭ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৩৮৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

খেলতে নেমে দিনের সপ্তম ওভারে শ্যানন গ্যাব্রিয়েলের শিকার হয়ে সাজঘরে ফিরেন সিলভা (৬১)। কিছুক্ষণ পর দু:সাহসিক ইনিংস খেলা করুণারত্নেকে (১৪৭) প্যাভিলিয়নে ফেরান রোস্টন চেজ। এরপর দিনেশ চান্ডিমাল (৪৫) দলের হাল ধরার চেষ্টা করলেও দলের আর কেউ তাঁকে সঙ্গ দিতে পারেনি।

ক্যারিবীয়দের হয়ে ৮৩ রানে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেছেন রোস্টন চেজ। এছাড়া জোমেল ওয়ারিকান ৩টি ও শ্যানন গ্যাব্রিয়েল ২টি করে উইকেট তুলে নিয়েছেন।

নিজেদের ১ম ইনিংসে ব্যাটিং করতে নেমে লঙ্কান বোলারদের দুর্দান্ত বোলিংয়ে দলীয় ১১৩ রানে ৬ উইকেট হারিয়ে ২য় দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট ৪১ রান করেন। এছাড়া জেরামেইন ব্ল্যাকউড ২০ এবং শাই হোপ ১০ রান করে সাজঘরে ফিরেন। ২য় দিন শেষে কাইল মায়ার্স (২২) এবং জেসন হোল্ডার (২) উইকেটে অপরাজিত রয়েছেন।

স্কোরবোর্ড

শ্রীলঙ্কা (১ম ইনিংস) – ৩৮৬/১০ (১৩৩.৫)

ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস) – ১১৩/৬ (৪২.০)

 

ক্রিকেটের দীর্ঘ সংস্করণের পাশাপাশি সংক্ষিপ্ত সংস্করণেরও কিছু দুর্দান্ত ক্রিকেট অ্যাকশন চলছে। তাদের আপডেট পেতে, Baji –র সাথেই থাকুন!

Exit mobile version