Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ২২ জুলাই: জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ (১ম টি20), আয়ারল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (২য় টি20)

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি এবং দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচ সিরিজের ২য় টি-টোয়েন্টি গতকাল মাঠে গড়িয়েছে। ম্যাচগুলোর আকর্ষণীয় ঘটনা সম্পর্কে জানতে নিবন্ধটি একটি ঝলক দেখি।

জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ (১ম – টি20)

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের দেওয়া ১৫৩ রানের লক্ষ্য ২ উইকেট হারিয়ে ৭ বল বাকি থাকতেই টপকে যায় সফরকারীরা। 

হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে দল ১৯ ওভারে ১৫২ রানে অল-আউট হয়ে যায়। ইনিংসের দ্বিতীয় ওভারে জিম্বাবুয়ের দলীয় ১০ রানেই প্রথম আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। ওই ওভারের দ্বিতীয় বলে ছক্কা মেরে পঞ্চম বলে ক্যাচ দেন তাদিওয়ানশে মারুমানি (৭)। আরেক ওপেনার ওয়েসলি মাধেভারে (২৩) ফেরান সাকিব।  ৫ চার ২ ছক্কায়, ২২ বলে ৪৩ রান করে রান-আউট হয়ে সাজঘরে ফিরেন বিধ্বংসী ব্যাটসম্যান রেগিস চাকাভা। ১ রানের ব্যবধানে শরীফুল ফেরান বিপজ্জনক অল-রাউন্ডার সিকান্দার রাজাকে (০)।

এরপর সৌম্য সরকারের করা চতুর্দশ ওভারের দ্বিতীয় বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পা দেন মুসাকান্দা (৬)। শেষে টাইগারদের বোলিং তান্ডবে খেলার ১ ওভার বাকি থাকতেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান (৩-৩১, ৪ ওভার)। এছাড়া সাইফউদ্দিন ও শরিফুল ২টি এবং সাকিব ও সৌম্য ১টি করে উইকেট তুলে নেন।

শততম টি-টোয়েন্টি ম্যাচে রান তাড়ায় নেমে বাংলাদেশকে ভালো সূচনা এনে দিয়েছেন মোহাম্মদ নাঈম এবং সৌম্য সরকার। ৭.১ ওভারে তাদের জুটি পঞ্চাশ ছাড়িয়ে যায়। ৪টি বাউন্ডারি এবং ২টি ছক্কায় ৪৫ বলে ক্যারিয়ারের ৪র্থ ফিফটি তুলে নেন সৌম্য সরকার। সৌম্যর বিদায়ের পর তিনে নামেন অধিনায়ক মাহমুদউল্লাহ (১৫)। তার বিদায়ের পর উইকেটে আসেন নুরুল হাসান (১৬)।  শেষে ৭ চারে, ৫১ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন নাঈম।

এই ম্যাচে জয়ী হয়ে তিন ম্যাচের টি-টোয়ন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। আজ এই দুই দল সিরিজের ২য় ম্যাচে একই ভেন্যুতে মুখোমুখি হবে।

স্কোরবোর্ড:
জিম্বাবুয়ে – ১৫২/১০ (১৯.০)
বাংলাদেশ – ১৫৩/২ (১৮.৫)
ফলাফল – বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দি ম্যাচ – সৌম্য সরকার



আয়ারল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (২য় – টি20)

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ী হয়ে ২-০’তে সিরিজ নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে ৪২ রানের বড় ব্যবধানে জিতেছে সফরকারীরা। আগে ব্যাট করে ১৫৯ রানের সংগ্রহ পায় প্রোটিয়ারা। জবাবে ১৯.৩ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় আইরিশরা। 

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারে কোনো রান করার আগেই ২ উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা, ১০ ওভারের মধ্যে মাত্র ৫৮ রানে হারায় ৫টি উইকেট। সেখান থেকে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন ডেভিড মিলার।

ছয় নম্বরে নেমে ৪ চার ও ৫ ছয়ে, মাত্র ৪৪ বলে ৭৫ রানের ইনিংস খেলেছেন কিলার মিলারখ্যাত এ মারকুটে ব্যাটসম্যান। জশ লিটলের করা ইনিংসের শেষ ওভারেই হাঁকান ৪টি ছক্কা। যার সুবাদে ১৫৯ রান সংগ্রহ করতে পারে দক্ষিণ আফ্রিকা।

এরপর বল হাতে বাকি কাজ সারেন জর্ন ফরচুইন ও তাবরিজ শামসি। এ দুজনের বোলিং তোপে পুরো ২০ ওভারও খেলতে পারেনি আয়ারল্যান্ড। ৪ ওভারে ১৬ রান খরচ করেছেন ফরচুইন, শামসির খরচা ১৪ রান। দুজনই নিয়েছেন ৩টি করে উইকেট। আয়ারল্যান্ডের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ২৪ রান করেছেন শেন গেটকেট, জর্জ ডকরেল সংগ্রহ করেন ২০ রান।

স্কোরবোর্ড:
দক্ষিণ আফ্রিকা – ১৫৯/৭ (২০.০)
আয়ারল্যান্ড – ১১৭/১০ (১৯.৩)
ফলাফল – দক্ষিণ আফ্রিকা ৪২ রানে জয়ী
প্লেয়ার অফ দি ম্যাচ – ডেভিড মিলার

ব্যাট ও বলের কিছু দুর্দান্ত লড়াই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট চলছে। ক্রিকেটের আরও সর্বশেষ আপডেটের জন্য Baji –র সাথেই থাকুন!

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...