BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২২ আগস্ট: ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান (ডব্লিউটিসি, ২য় টেস্ট – ৩য় দিন)

ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন গতকাল মাঠে গড়িয়েছে। খেলার উত্তেজনাপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে জানতে আসুন নিবন্ধনটি এক ঝলক দেখা যাক।

ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান (২য় টেস্ট – ২য় দিন)

দ্বিতীয় দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে, পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে তুলেছিল ২১২ রান। এরপর তৃতীয় দিন খেলতে নেমে বাবর আজমের দল তাদের প্রথম ইনিংস ঘোষণা করে করে ৯ উইকেটে ৩০২ রান তুলে।

ফাওয়াদ আলম প্রথম দিনই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। তবে তৃতীয় দিন আবারও ব্যাট করতে নেমে ক্যারিয়ারের ৫ম শতক তুলে নেন এই ব্যাটসম্যান। মোট ১৭টি বাউন্ডারির সাহায্যে ১২৪ রান করে অপরাজিত থাকেন ফাওয়াদ। এছাড়া পাকিস্তানের হয়ে ৭৫ রানের অবদান রাখেন অধিনায়ক বাবর। মোহাম্মদ রিজওয়ান ৩১, ফাহিম আশরাফ ২৬ ও শাহিন আফ্রিদি ১৯ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ইনিংসে ৩টি করে উইকেট নেন কেমার রোচ ও জেইডন সিলস । ২টি উইকেট নিয়েছেন জেসন হোল্ডার।

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তৃতীয় দিনের শেষে তারা ৩৯ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে। দুই ওপেনার ক্রেগ ব্র্যাথওয়েট (৪) ও কাইরন পাওয়েল (৫) পেসার শাহিন আফ্রিদির শিকার হয়ে সাজঘরে ফিরেন। রোস্টন চেজ ১০ রান করে ফাহিম আশরাফের বলে আউট হয়েছেন। শেষে এনক্রুমা বোনার (১৮) ও আলজারি জোসেফ (০) উইকেটে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছেন।

স্কোরবোর্ড

পাকিস্তান (১ম ইনিংস) – ৩০২/৯ (ডি) (১১০.০)

ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস) – ৩৯/৩ (১৮.০)

 

সিরিজের ফাইনাল ও শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের আপডেট সম্পর্কে জানতে, Baji –র সাথেই থাকুন!

Exit mobile version