ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মধ্যে ২য় টেস্টের ২য় দিন বৃষ্টির কারণে ভেসে গেছে। এখন পর্যন্ত ম্যাচের উত্তেজনাপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে জানতে নিবন্ধনটি এক ঝলক দেখা যাক।
ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান (২য় টেস্ট – ২য় দিন)
কিংস্টনে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টটি এখন পরিণত হয়েছে চারদিনের ম্যাচে। টেস্টের দ্বিতীয় দিনের পুরোটাই বৃষ্টিতে ভেসে গেছে।
টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তান প্রথম দিনে ক্যারিবীয় বোলারদের তোপে ২ রানে ৩ উইকেট হারিযে ফেলেছিল। সেখান থেকে বাবর আজম আর ফাওয়াদ আলমের ব্যাটে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।
তৃতীয় উইকেটে ১৫৮ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৭৬ রানে পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ফাওয়াদ। এরপর বাবর ৭৫ করে সাজঘরের পথ ধরেন।
তবে দিনের বাকি সময়টায় দলকে আর কোনো বিপদে পড়তে দেননি রিজওয়ান খান ও ফাহিম আশরাফ। ৪৪ রানের জুটিতে তারা অবিচ্ছিন্ন আছেন। রিজওয়ান ২২ আর ফাহিম ২৩ রানে অপরাজিত।
স্কোরবোর্ড
পাকিস্তান (১ম ইনিংস) – ২১২/৪ (৭৪.০)
সিরিজের ফাইনাল ও শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের আপডেট সম্পর্কে জানতে, Baji –র সাথেই থাকুন!