নর্দার্ন সুপারচার্জার্স বনাম ম্যানচেস্টার অরিজিনালস (ম্যাচ ২১) – হাইলাইটস
গতকাল, দ্য হান্ড্রেড ২০২২ এর ২১ তম ম্যাচে নর্দার্ন সুপারচার্জার্স ও ম্যানচেস্টার অরিজিনালস মুখোমুখি হয়েছিল। যেখানে ম্যানচেস্টার অরিজিনালস প্রথমে ব্যাটিং করতে নেমে বিশাল একটি লক্ষ্য দাড় করায় নর্দার্ন সুপারচার্জার্সের জন্য। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত বল শেষ হয়ে যাওয়ায় সেই লক্ষ্য পর্যন্ত পৌছাতে পাড়ল না নর্দার্ন সুপারচার্জার্স। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। এই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ৩য় স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার অরিজিনালস এবং ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে নর্দার্ন সুপারচার্জার্স। অন্যদিকে দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ সেরার পুরষ্কার জিতে নিয়েছেন ফিলিপ সল্ট।
টসে জিতে প্রথমে বোলিং বেছে নেন নর্দার্ন সুপারচার্জার্স এবং ম্যানচেস্টার অরিজিনালসকে পাঠান ব্যাটিং করতে। প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২০৮ রানের পাহার দাড় করায় ম্যানচেস্টার অরিজিনালস। তাদের হয়ে সবথেকে বেশি রান করে ফিলিপ সল্ট। ২৫ বলে ৫৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পর তিনি মাঠ ছাড়েন। ৪৬ তম বলে ক্যাচ আউট হয়েছিলেন তিনি। তার ৫৫ রানের ইনিংসে ছিল ৩টি চার ও ৫টি ছয়।
১৯ বল খেলে ৪৫ রান করেছেন অধিনায়ক লরি ইভান্স। ক্যাচ আউট হয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। সাথে মেরেছিলেন ৬টি চার ও ২টি ছয়। লরি ইভান্সের মত একটুর জন্য ফিফটি করতে পারে নেই ট্রিস্টান স্টাবস। ১ চার ও ৫ ছয়ের সাহায্যে ২৩ বলে ৪৬ রান করেছিলেন তিনি। ১৭ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন আন্দ্রে রাসেল। ১২ বলে ২৬ রানের সুন্দর একটি ইনিংস খেলেন পল ওয়াল্টার। ২ টি চার ও ২টি ছয় ও মেরেছিলেন তিনি। অন্যদিকে কলিন অ্যাকারম্যান ৩ রানে এবং ওয়েন ম্যাডসেন ৬ রানে অপরাজিত থাকেন। শেষে ১০ রান এক্সট্রা সহ বিশাল রানের লক্ষ্য তৈরী করেন তারা।
নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে ২০ বলে ৪২ রান খরচায় ২টি উইকেট নিয়েছেন ব্রাভো। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন বেন রেইন, আদিল রশিদ, ডেভিড উইজ।
জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮৫ রানে থেমে যায় নর্দার্ন সুপারচার্জার্স। তাদের হয়ে ৪ জন খেলোয়াড় ছাড়া কেউই ভাল করতে পারে নেই। নর্দার্ন সুপারচার্জার্সের পক্ষে সর্বোচ্চ রান করেছিলেন অ্যাডাম হোস। মাত্র ২৭ বলে ৫৯ রান করেছিলেন তিনি। তার ৫৯ রানের এই ইনিংসটি সাজানো ছিল ৬ টি চার ও ৩টি ছয় দিয়ে। ক্যাচ আউট হয়ে মাঠ ছেড়েছিলেন এই খেলোয়াড়।
২৪ বলে ৪৬ রানের সুন্দর একটি ইনিংস খেলেছিলেন অ্যাডাম লিথ। তার ৪৬ রানের মধ্যে ৩২ রানই আসে বাউন্ডারি থেকে। ৫টি চার ও ২টি ছয় মেরেছিলেন তিনি। ১৩ বলে ২৫ রান করেছিলেন ডেভিড উইজ। ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন তিনি। সাথে মেরেছিলেন ১টি চার ও ২টি ছয়। ১ চার ও ১ ছয়ের সাহায্যে ১৩ বল খেলে ১৭ রান করেছিল ডেভিড উইলি।
তাদের হয়ে এছাড়া আর বিশেষ কেউ রান করতে পারে নেই। অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৬, হ্যারি ব্রুক ০, জন সিম্পসন ৪, ডোয়াইন ব্রাভো ৩ ও বেন রেইন ৭ রান করেছিলেন। শেষে ১৮ রান এক্সট্রা সহ, ২৩ রানের হার নিয়ে মাঠ ছাড়ে তারা।
ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে ২০ বলে ২৭ রান খরচায় ৩টি উইকেট নিয়েছেন ৩টি উইকেট নিয়েছেন পল ওয়াল্টার। এছাড়া ২টি উইকেট নিয়েছেন জোশুয়া লিটল এবং একটি করে উইকেট নিয়েছেন টম হার্টলি ও আন্দ্রে রাসেল।
নর্দার্ন সুপারচার্জার্স বনাম ম্যানচেস্টার অরিজিনালস এর স্কোরবোর্ড
নর্দার্ন সুপারচার্জার্স – ১৮৫/৭ (১০০)
ম্যানচেস্টার অরিজিনালস – ২০৮/৫ (১০০)
ফলাফল – ম্যানচেস্টার অরিজিনালস ২৩ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – ফিলিপ সল্ট
নর্দার্ন সুপারচার্জার্স বনাম ম্যানচেস্টার অরিজিনালস ম্যাচের একাদশ
নর্দার্ন সুপারচার্জার্স |
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জন সিম্পসন (উইকেটরক্ষক), ডেভিড উইলি, অ্যাডাম লিথ, হ্যারি ব্রুক, অ্যাডাম হোস, ডোয়াইন ব্রাভো, ডেভিড উইজ, আদিল রশিদ, ক্রেগ মাইলস, বেন রেইন |
ম্যানচেস্টার অরিজিনালস | লরি ইভান্স (অধিনায়ক), ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, ওয়েন ম্যাডসেন, পল ওয়াল্টার, ট্রিস্টান স্টাবস, টম হার্টলি, কলিন অ্যাকারম্যান, মিচেল স্ট্যানলি, ম্যাথু পারকিনসন, জোশুয়া লিটল |