BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২১শে জানুয়ারি: বিপিএল ২০২২ (ম্যাচ ১ এবং ম্যাচ ২), বিবিএল ২০২১/২২ (এলিমিনেটর)

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের মধ্যকার বিপিএল ২০২২ এর ১ম ম্যাচ, খুলনা টাইগার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকার মধ্যকার বিপিএল ২০২২ এর ২য় ম্যাচ এবং অ্যাডিলেড স্ট্রাইকার্স ও হোবার্ট হারিকেনসের মধ্যকার বিবিএল ২০২১/২২ এর এলিমিনেটর ম্যাচটি গতকাল মাঠে গড়িয়েছে। ম্যাচগুলোর আকর্ষণীয় ঘটনাগুলো জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান।   

বিপিএল ২০২২ – ম্যাচ ০১ (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশাল)

বিপিএল ২০২২ এর ১ম ম্যাচে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে ফরচুন বরিশাল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ফরচুন বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান তুলতে সমর্থ হয় চ্যালেঞ্জার্স।

চ্যালেঞ্জার্সের হয়ে বেনি হাওয়েল ২০ বলে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন। এছাড়া উইল জ্যাকস ১৬ এবং নাঈম ইসলাম ১৫ রান করেন। ফরচুনের হয়ে আলজারি জোসেপ সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া নাঈম হাসান ২টি উইকেট তুলে নেন।

১২৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ফরচুন। দলের পক্ষে ১ চার ও ২ ছক্কায়, ৩৫ বলে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন সৈকত আলী। এছাড়া জিয়াউর রহমান ১২ বলে ১৯ রান করেন। চ্যালেঞ্জার্সের হয়ে মেহেদী হাসান সর্বাধিক ৪টি উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ের পর ফরচুন বরিশাল তাদের টুর্নামেন্টটি জয়ের সূচনা করে। অপরদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স প্রথম পয়েন্ট অর্জনের মিশনে আজ তাদের পরবর্তী খেলায় মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে মাঠে নামবে। 

স্কোরবোর্ড:
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স – ১২৫/৮ (২০.০)
ফরচুন বরিশাল – ১২৬/৬ (১৮.৪)
ফলাফল – ফরচুন বরিশাল ৪ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – মেহেদী হাসান মিরাজ


 বিপিএল ২০২২ – ম্যাচ ০২ (খুলনা টাইগার্স বনাম মিনিস্টার গ্রুপ ঢাকা)

বিপিএল ২০২২ এর ২য় ম্যাচে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে ৬ বল হাতে রেখে ৫ উইকেটের এক দুর্দান্ত জয় তুলে নিয়েছে খুলনা টাইগার্স। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রানের বড় স্কোর সংগ্রহ করে মিনিস্টার গ্রুপ। 

মিনিস্টার গ্রুপের পক্ষে তামিম ইকবাল ৪২ বলে সর্বোচ্চ ৫০ রান করেন। এছাড়া মোহাম্মদ শাহজাদ ৪২ এবং অধিনায়ক মাহমুদউল্লাহ ৩৯ রানের ইনিংস খেলেন। টাইগার্সের হয়ে কামরুল ইসলাম সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া থিসারা পেরেরা ১টি উইকেট তুলে নেন।

১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ১৯ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগার্স। ৭ চার ও ১ ছক্কায়, ৪২ বলে ৬১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন রনি তালুকদার। এছাড়া আন্দ্রে ফ্লেচার ২৩ বলে ৪৫ এবং থিসারা পেরেরা ১৮ বলে অপরাজিত ৩৬ রান করে মাঠ ছাড়েন। মিনিস্টার গ্রুপের হয়ে আন্দ্রে রাসেল ও এবাদত হোসেন ২টি এবং শুভাগত হোম ১টি করে উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে উঠে এসেছে খুলনা টাইগার্স। অপরদিকে পরাজিত হয়ে মিনিস্টার গ্রুপ ঢাকা পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।

স্কোরবোর্ড:
মিনিস্টার গ্রুপ ঢাকা – ১৮৩/৬ (২০.০)
খুলনা টাইগার্স – ১৮৬/৫ (১৯.০)
ফলাফল – খুলনা টাইগার্স ৫ উইকেটে জয়ী 
প্লেয়ার অফ দ্য ম্যাচ – রনি তালুকদার


বিবিএল ২০২১/২২ – এলিমিনেটর (অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম হোবার্ট হারিকেনস)

বিবিএল ২০২১/২২ এর এলিমিনেটর ম্যাচে মেলবোর্নের এমসিজিতে ম্যাথু শর্টের বিধ্বংসী ইনিংসের সৌজন্যে হোবার্ট হারিকেনসের বিপক্ষে ২২ রানের দুর্দান্ত জয় পেয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানের বড় স্কোর সংগ্রহ করে স্ট্রাইকার্স।

স্ট্রাইকার্সের হয়ে ম্যাথু শর্ট ৪ চার ও ৬ ছক্কায়, ৪৮ বলে সর্বোচ্চ ৮৯ রানের অসাধারণ ইনিংস খেলেন। এছাড়া অ্যালেক্স ক্যারি ৪৫ বলে ৬৭ রান করেন। হারিকেনসের পক্ষে থমাস রজার্স ও রাইলি মেরেডিথ ২টি করে উইকেট তুলে নেন।

১৮৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে স্ট্রাইকার্সের বোলারদের আগ্রাসী বোলিংয়ে ১৯.৪ ওভারে ১৬৬ রান তুলতে গুটিয়ে যায় হারিকেনস। দলের পক্ষ ৩৪ বলে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন ডি’আর্সি শর্ট। এছাড়া কালেব জুয়েল ৩৫ এবং টিম ডেভিড ২১ রান করেন। স্ট্রাইকার্সের হয়ে পিটার সিডল সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন। এছাড়া হ্যারি কনওয়ে ও হেনরি থর্নটন ২টি করে উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে টুর্নামেন্টের নক-আউট ম্যাচে সিডনি থান্ডারের মুখোমুখি হবে অ্যাডিলেড স্ট্রাইকার্স। অপরদিকে পরাজিত হয়ে হোবার্ট হারিকেনস পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে।

স্কোরবোর্ড:
অ্যাডিলেড স্ট্রাইকার্স – ১৮৮/৬ (২০.০)
হোবার্ট হারিকেনস – ১৬৬/১০ (১৯.৪)
ফলাফল – অ্যাডিলেড স্ট্রাইকার্স ২২ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – ম্যাথু শর্ট

Exit mobile version