Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ২০ মার্চ: দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ (২য় ওয়ানডে), ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড (২য় টেস্ট – ৫ম দিন)

SA vs BAN

SA vs BAN

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ২য় ম্যাচ এবং ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচ সিরিজের ২য় টেস্টের ৫ম দিনের খেলা গতকাল মাঠে গড়িয়েছে। দিনের ক্রিকেট যুদ্ধের আকর্ষণীয় ঘটনাগুলো জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান।

দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ (২য় ওয়ানডে)

রবিবার সিরিজের ২য় ম্যাচে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সফরকারী বাংলাদেশের বিপক্ষে ৭৬ বল হাতে রেখে ৭ উইকেটের এক বিশাল জয় পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রোটিয়া বোলাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলতে সমর্থ হয় সফরকারীরা।

টাইগারদের হয়ে তরুণ ব্যাটার আফিফ হোসেন ৯ বাউন্ডারিতে, ১০৭ বলে সর্বোচ্চ ৭২ রান করেন। এছাড়া মেহেদী হাসান (৩৮) এবং মাহমুদউল্লাহ (২৫) দুটি কার্যকারী ইনিংস খেলেন। স্বাগতিকদের হয়ে কাগিসো রাবাদা ১০ ওভারে ৩৯ রানে সর্বাধিক ৫টি উইকেট শিকার করেন। এছাড়া লুঙ্গি এনগিডি, ওয়েইন পারনেল, র‍্যাসি ফন ডার ডুসেন এবং তাবরিজ শামসি ১টি করে উইকেট তুলে নেন।

১৯৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩৭.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে ৯ চার এবং ২ ছক্কায়, ৪১ বলে সর্বোচ্চ ৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন উইকেট রক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। এছাড়া প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা ৩৭ এবং কাইল ভেরেইনা ৫৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। সফরকারীদের হয়ে আফিফ, সাকিব আল হাসান এবং মেহেদী ১টি করে উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল স্বাগতিকরা। সেই সাথে অসাধারণ বোলিং করে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। আগামী ২৩ মার্চ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে এই দুই দল সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে।

স্কোরবোর্ড

দক্ষিণ আফ্রিকা – ১৯৫/৩ (৩৭.২)

বাংলাদেশ – ১৯৪/৯ (৫০.০)

ফলাফল – দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – কাগিসো রাবাদা


WI vs ENG

ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড (দ্বিতীয় টেস্ট – ৫ম দিন)

বার্বাডোজ টেস্টটি শেষ পর্যন্ত ড্র হয়েছে। ক্রেগ ব্র্যাথওয়েট দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিয়ে ড্র নিয়েই মাঠ ছেড়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের শেষ দিন ৬৫ ওভারে ২৮২ রান করতে হতো ক্যারিবীয়দের। সেই পথে না হেঁটে ৬৫ ওভারে ৫ উইকেটে ১৩৫ রান করে ড্র’তেই সন্তুষ্ট থাকে তারা।

ম্যাচের প্রথম ইনিংসে ৪৮৯ বলে ১৬০ রানের পর দ্বিতীয় ইনিংসে প্রায় সোয়া চার ঘণ্টা ব্যাট করে ১৮৪ বলে ৫৬ রান করেছেন ব্র্যাথওয়েট। দুই ইনিংস মিলে ৬৭৩ বলের ম্যারাথন এক ম্যাচ খেলে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

এর আগে দিনের প্রথম সেশনে ২৪. ওভার ব্যাটিং করে ওভারপ্রতি প্রায় ছয় করে ১৪৫ রান যোগ করে ইংল্যান্ড। বিনা উইকেটে ৪০ রানে দিন শুরু করে উইকেটে ১৮৫ রানে ইনিংস ঘোষণা করে তারা। ফলে প্রথম ইনিংসের ৯৬ রানের লিডসহ ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮২ রান।

চ্যালেঞ্জিং এই লক্ষ্যে ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ বাঁচাতে ৬৫ ওভার খেললেই হবেএমন পরিষ্কার সমীকরণের মাঝেও ৪৫ ওভারের মধ্যে মাত্র ৯৩ রানে সাজঘরে ফিরে যান পাঁচ ব্যাটার।

পরে উইকেটরক্ষক ব্যাটার জশুয়া ডি সিলভার সঙ্গে অবিচ্ছিন্ন জুটিতে ২০. ওভারে ৪২ রান যোগ করে ম্যাচ বাঁচান ক্যারিবীয় অধিনায়ক ব্র্যাথওয়েট। জশুয়া ৬৩ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। এছাড়া জার্মেইন ব্ল্যাকউড ৮৪ বলে ২৭ জেসন হোল্ডার ২৪ বলে রানে আউট হন।

অ্যান্টিগায় সিরিজের প্রথম ম্যাচটিও ড্র হয়েছিল। ফলে গ্রেনাডার সেইন্ট জর্জ স্টেডিয়ামে শেষ ম্যাচের ওপরই নির্ভর করছে কাদের হাতে উঠবে সিরিজের শিরোপা।

স্কোরবোর্ড

ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস) – ৪১১/১০ (১৮৭.৫)

ইংল্যান্ড (১ম ইনিংস) – ৫০৭/৯ (ডি) (১৫০.৫)

ওয়েস্ট ইন্ডিজ (২য় ইনিংস) – ১৩৫/৫ (৬৫.০)

ইংল্যান্ড (২য় ইনিংস) – ১৮৫/৬ (ডি) (৩৯.৫)

ফলাফল – ম্যাচ ড্র

প্লেয়ার অফ দ্য ম্যাচ – ক্রেগ ব্র্যাথওয়েট

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...