Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ২০ জুন: ভারত বনাম নিউজিল্যান্ড (ডব্লিউটিসি ফাইনাল – ৩য় দিন)

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তৃতীয় দিন গতকাল মাঠে গড়িয়েছে। ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহুর্তগুলো সম্পর্কে জানতে আসুন নিবন্ধটি এক ঝলক দেখে নিই।

ভারত বনাম নিউজিল্যান্ড (ডব্লিউটিসি ফাইনাল – ৩য় দিন)

তৃতীয় দিনের শুরুতে কোহলি-রাহানের ৬১ রানের চতুর্থ উইকেট জুটি ভাঙে কাইল জেমিসন। ১৩২ বলে ১ বাউন্ডারিতে ৪৪ রান করা বিরাট কোহলিকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি। এরপর উইকেটে ঋষভ পন্থ আসলে, জেমিসনের বলে ল্যাথামের তালুবন্দি হয়েমাত্র ৪ রানে সাজঘরে ফিরেন। ১৪৯ রানে পঞ্চম উইকেটের পতন হয় ভারতের। ফিফটির খুব কাছে গিয়ে ৪৯ রানে নেইল ওয়াগনারের শিকার হন আজিঙ্কা রাহানে। ভাঙে জাদেজার সঙ্গে ২৬ রানের জুটি।

এরপর উইকেটে জুটি বাঁধেন রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা। ৭ম উইকেট জুটিতে আসে ২৩ রান। এই ছোট ছোট অবদানে ভর করে ভারতের স্কোর দুইশ ছাড়িয়ে যায়। জাদেজা ৫৩ বলে ১৫ আর অশ্বিন ২৭ বলে ৩ চারে ২২ রানে আউট হন। এরপর ইশান্ত (৪), বুমরাহ (০) এবং শামি (৪) দ্রুত ফিরে গেলে ২১৭ রানে অল আউট হয় ভারত। ২২ ওভার বল করে মাত্র ৩১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন কাইল জেমিসন। নেইল ওয়াগনার এবং ট্রেন্ট বোল্ট নেন ২টি করে উইকেট। ১টি উইকেট নেন টিম সাউদি।

জবাবে দিতে নেমে দেখে-শুনে, ধীরে-সুস্থে খেলছে নিউজিল্যান্ড। দুই উইকেটে ১০১ রানে তৃতীয়দিন শেষ করেছে কিউইরা। এখনো তারা পিছিয়ে ১১৬ রানে। টম ল্যাথাম ৩০ ও ডেভন কনওয়ে ৫৪ রানে আউট হন। অধিনায়ক কেন উইলিয়ামসন ১২ রানে অপরাজিত রয়েছেন।

স্কোরবোর্ড:
ভারত (১ম ইনিংস) – ২১৭/১০ (৯২.১)
নিউজিল্যান্ড (১ম ইনিংস) – ১০১/২ (৪৯.০)

দিন যত এগিয়ে যাচ্ছে আইসিসি ডাব্লুটিসি ফাইনালটি উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। ম্যাচের বিজয়ীর ভবিষ্যদ্বাণী করুন এবং Baji তে বেট ধরুন 

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...