Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ২০ আগস্ট: ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান (ডব্লিউটিসি, ২য় টেস্ট – ১ম দিন)

ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন গতকাল মাঠে গড়িয়েছে। ম্যাচের উত্তেজনাপূর্ণ ঘটনা সম্পর্কে জানতে আসুন নিবন্ধটি এক ঝলক দেখে নিই।

ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান (২য় টেস্ট – ১ম দিন)

জ্যামাইকার সাবিনা পার্কে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান ৭৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১২ রান তুলে প্রথম দিন শেষ করেছে। ক্রিজে আছেন মোহাম্মদ রিজওয়ান (২২*) ও ফাহিম আশরাফ (২৩*)। তারা দুজন দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।

ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ২ রানের মাথায় কেমার রোচের বলে ব্ল্যাকউড হাতে ক্যাচ দিয়ে আউট হন আবিদ আলী (১)। এরপর রোচের দ্বিতীয় শিকারে পরিণত হন আজহার আলী (০)। পরের ওভারে জেইডন সিলসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন ইমরান বাট (১)। 

মাত্র ২ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তানকে সেখান থেকে টেনে তোলেন অধিনায়ক বাবর আজম ও ফাওয়াদ আলম। চতুর্থ উইকেটে তারা দুজন ১৫৮ রানের জুটি গড়েন। ১৬০ রানের মাথায় রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরে যান ফাওয়াদ (৭৬*)। 

এরপর দলীয় ১৬৮ রানের মাথায় রোচের বলে আউট হন বাবর আজম। ১৩ চারে, ১৭৪ বলে ৭৫ রান করেন তিনি। এরপর দিনের বাকি সময় রিজওয়ান ও ফাহিম মিলে শেষ করে আসেন।

স্কোরবোর্ড

পাকিস্তান (১ম ইনিংস) – ২১২/৪ (৭৪.০)

 

সিরিজের ফাইনাল ও শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের আপডেট সম্পর্কে জানতে, Baji –র সাথেই থাকুন!

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...