BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২০শে অক্টোবর: আইসিসি মেনস টি20 বিশ্বকাপ (ম্যাচ ০৭ এবং ০৮)

নামিবিয়া এবং নেদারল্যান্ডসের মধ্যকার আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর ৭ম ম্যাচ এবং শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের মধ্যকার আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ম ম্যাচ গতকাল মাঠে গড়িয়েছে। ম্যাচের আকর্ষণীয় ঘটনাগুলো সম্পর্কে জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান।   

আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ – ম্যাচ ০৭ (নামিবিয়া বনাম নেদারল্যান্ডস)

আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ এর ৭ম ম্যাচে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ডেভিড ভিসে এর অল-রাউন্ডার নৈপুণ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটের এক দুর্দান্ত জয় পেয়েছে নামিবিয়া। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডসের হয়ে ৬ চার ও ১ ছক্কায়, ৫৬ বলে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন ওপেনার ম্যাক্স ও’ডাউড। এছাড়া কলিন অ্যাকারম্যান ৩২ বলে ৩৫ এবং স্কট এডওয়ার্ডস ১১ বলে ২১ রান করেন। নামিবিয়া এর হয়ে ইয়ান ফ্রাইলিঙ্ক সর্বাধিক ২টি এবং ডেভিড ভিসে ১টি উইকেট শিকার করেন।

১৬৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ৬ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নামিবিয়া। ৪ চার ও ৫ ছক্কায়, ৪০ বলে অপরাজিত ৬৬ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে দলের এই জয়ে মূল ভূমিকা রাখেন ডেভিড ভিসে। এছাড়া অধিনায়ক গেরহার্ড এরাসমাস ২২ বলে ৩২ রান করেন। নেদারল্যান্ডসের হয়ে ফ্রেড ক্ল্যাসেন, পিটার সিলার, অ্যাকারম্যান, টিম ভ্যান ডার গুগটেন ১টি করে উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে গ্রুপ ‘এ’ এর পয়েন্ট টেবিলের ৩য় স্থানে উঠে এসেছে নামিবিয়া। অপরদিকে, টানা ২য় পরাজয় নিয়ে নেদারল্যান্ডস এখন পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।

স্কোরবোর্ড:
নেদারল্যান্ডস – ১৬৪/৪ (২০.০)
নামিবিয়া – ১৬৬/৪ (১৯.০)
ফলাফল – নামিবিয়া ৬ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – ডেভিড ভিসে


আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ – ম্যাচ ০৮ (শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড)

আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ এর ৮ম ম্যাচে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানিদু হাসারাঙ্গার অল-রাউন্ডার নৈপুণ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭০ রানের এক বিশাল জয় পেয়েছে শ্রীলঙ্কা। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রানের বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা।

লঙ্কানদের হয়ে ১০ চার ও ১ ছক্কায়, ৪৭ বলে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন হাসারাঙ্গা। এছাড়া পাথুম নিসাঙ্কা ৪৭ বলে ৬১ এবং অধিনায়ক দাসুন শানাকা ১১ বলে ২১* রান করেন। আয়ারল্যান্ডের হয়ে জশুয়া লিটল সর্বাধিক ৪টি উইকেট শিকার করেন। এছাড়া মার্ক অ্যাডায়ার ২টি ও পল স্টার্লিং ১টি করে উইকেট তুলে নেন।

১৭২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কান বোলারদের আগ্রাসী বোলিংয়ে ১৮.৩ ওভারে ১০১ রান তুলতেই অল-আউট হয়ে যায় আয়ারল্যান্ড। আইরিশদের হয়ে অ্যান্ডি বালবর্নি ৩৯ বলে সর্বোচ্চ ৪১ এবং কার্টিস ক্যাম্ফার ২৮ বলে ২৪ রান করেন। এছাড়া আয়ারল্যান্ডের হয়ে আর কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের স্কোর স্পর্শ করতে পারেনি। শ্রীলঙ্কার হয়ে মহীশ তিকশানা সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া লাহিরু কুমারা ও চামিকা করুণারত্নে ২টি এবং ওয়ানিদু হাসারাঙ্গা ও দুষ্মন্ত চামিরা ১টি করে উইকেট তুলে নেন। 

এই ম্যাচে জয়ী হয়ে গ্রুপ ‘এ’ এর পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। অপরদিকে, পরাজিত হয়ে আয়ারল্যান্ড এখন পয়েন্ট টেবিলের ২য় স্থানে অবস্থান করছে।

স্কোরবোর্ড:
শ্রীলঙ্কা – ১৭১/৭ (২০.০)
আয়ারল্যান্ড – ১০১/১০ (১৮.৩)
ফলাফল – শ্রীলঙ্কা ৭০ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – ওয়ানিদু হাসারাঙ্গা

শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি ইভেন্ট। এর সকল আপডেটের জন্য, Baji –র সাথেই থাকুন!

Exit mobile version