BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১৯শে নভেম্বর: বাংলাদেশ বনাম পাকিস্তান (১ম টি20), ভারত বনাম নিউজিল্যান্ড (২য় টি20)

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যেকার ৩ ম্যাচ সিরিজের ১ম টি-টোয়েন্টি এবং ভারতের নিউজিল্যান্ড সফরের ২য় টি-টোয়েন্টি ম্যাচ গতকাল অনুষ্ঠিত হয়েছে। ম্যাচটির আকর্ষণীয় ঘটনাগুলো জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান।

বাংলাদেশ বনাম পাকিস্তান (১ম – টি20)

শুক্রবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ৪ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পেয়েছে সফরকারী পাকিস্তান। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তানী বোলারদের আগ্রাসী বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ।

স্বাগতিকদের হয়ে আফিফ হোসেন ৩৪ বলে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন। এছাড়া নুরুল হাসান ২৮ রান করেন এবং মেহেদী হাসান ৩০ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে ৪ ওভার বোলিং করে ২২ রান দিয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন পেসার হাসান আলী। এছাড়া মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ২টি উইকেট তুলে নেন।

১২৮ রানের সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে পাওয়ার প্লে এর ৬ ওভারে ২৪ রান তুলতে ৪ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে সফরকারীরা। এরপর ৫ম উইকেটে ফখর জামান ও খুশদিল শাহ এর ৫৬ রানের জুটি আবারও ম্যাচে ফিরায় পাকিস্তানকে। এই দুই ব্যাটসম্যানই ৩৪ রানের দুটি অনবদ্য ইনিংস খেলে সাজঘরে ফিরেন।

শেষে শাদাব খান (১০ বলে ২১ রান) এবং মোহাম্মদ নওয়াজের (৮ বলে ১৮ রান) ঝড়ো ইনিংসের সৌজন্যে ৬ উইকেট হারিয়ে ১৯.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। টাইগারদের পক্ষে তাসকিন আহমেদ সর্বাধিক ২টি এবং মেহেদী, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম ১টি করে উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে একই সময় একই ভেন্যুতে মুখোমুখি হবে এই দুই দল।

স্কোরবোর্ড:
বাংলাদেশ – ১২৭/৭ (২০.০)
পাকিস্তান – ১৩২/৬ (১৯.২)
ফলাফল – পাকিস্তান ৪ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – হাসান আলী


ভারত বনাম নিউজিল্যান্ড (২য় – টি20)

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার রাতে রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ১৬ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে ভারত। সেই সাথে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে সিরিজটি নিজেদের করে নিল ম্যান ইন ব্লুরা।

টসে হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দলের পক্ষে গ্লেন ফিলিপস ২১ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন। এছাড়া মার্টিন গাপটিল এবং ড্যারেল মিচেল উভয়ই ৩১ রানের দুটি ইনিংস খেলেন। ভারতের হয়ে হার্শাল প্যাটেল ৪ ওভারে ২৫ রান দিয়ে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন।

১৫৪ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করে ভারতের দুই ওপেনার কেএল রাহুল ও রোহিত শর্মা। উদ্বোধনী জুটিতেই ১১৭ রান তুলে নেয় তাঁরা। ৬ চার ও দুই ছক্কায়, ৪৯ বলে ৬৫ রান করে রাহুল। অপরদিকে রোহিত ১ চার ও ৫ ছক্কায় ৩৬ বলে ৫৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। 

শেষে ভেঙ্কটেশ আইয়ার (১২*) এবং ঋষভ পন্ত (১২*) ১৭.২ ওভারেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। কিউইদের হয়ে অধিনায়ক টিম সাউদি ৪ ওভারে ১৬ রান দিয়ে সর্বাধিক ৩টি উইকেট তুলে নেন। 

স্কোরবোর্ড:
নিউজিল্যান্ড – ১৫৩/৬ (২০.০)
ভারত – ১৫৫/৩ (১৭.২)
ফলাফল – ভারত ৭ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – হার্শাল প্যাটেল

দুর্দান্ত টি-টোয়েন্টি ক্রিকেট খেলা চলছে। এর সকল আপডেট পেতে, Baji –র সাথেই থাকুন!

Exit mobile version