BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১৯শে ডিসেম্বর: বিবিএল ২০২১/২২ (ম্যাচ ১৪), অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (২য় টেস্ট – ৪র্থ দিন)

হিট ও সিডনি থান্ডারের মধ্যকার ২০২১/২২ এর ১৪তম ম্যাচ ব্রিসবেন এবং অ্যাশেজ ২০২১-২২ এর ২য় টেস্টের ৪র্থ দিনের খেলা গতকাল মাঠ গড়িয়েছে। দিনের ম্যাচগুলোর উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো উপলব্ধি করতে পড়া চালিয়ে যান।

বিবিএল ২০২১/২২ – ম্যাচ ১৪ (ব্রিসবেন হিট বনাম সিডনি থান্ডার)

বিবিএল ২০২১/২২ এর ১৪তম ম্যাচে ব্রিসবেনের দ্য গ্যাবায় ব্রিসবেন হিটের বিপক্ষে ৫৩ রানের এক বিশাল জয় পেয়েছে সিডনি থান্ডার। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৬ রানের বিশাল স্কোর সংগ্রহ করে থান্ডার।  

থান্ডারের পক্ষে স্যাম বিলিংস ৫ চার ও ৫ ছক্কায়, ২৭ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন। এছাড়া জেসন সংঘ ২৮ বলে ৩৯ এবং অ্যালেক্স হেলস ২৬ বলে ৩৫ রানের দুটি দুর্দান্ত ইনিংস খেলেন। হিটের হয়ে জেভিয়ার বার্টলেট, মার্ক স্টেকেটি এবং মিচেল সুইপসন সর্বাধিক ২টি করে উইকেট তুলে নেন।

১৯৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে থান্ডারের বোলারদের অসাধারণ বোলিংয়ে ১৭.৩ ওভারেই অল-আউট হয়ে যায় হিট। জেভিয়ার বার্টলেট ২৯ বলে সর্বোচ্চ অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেন। এছাড়া মার্ক স্টেকেটি ২৪ বলে ৩৩ এবং টম কুপার ১৮ বলে ৩২ রান করেন। থান্ডারের হয়ে সাকিব মাহমুদ সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন। এছাড়া তানভীর সংঘ ৩টি উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের ৩য় স্থানে উঠে এসেছে সিডনি থান্ডার। অপরদিকে পরাজিত হয়ে ব্রিসবেন হিট পয়েন্ট টেবিলের ৭ম স্থানে অবস্থান করছে।

স্কোরবোর্ড:
সিডনি থান্ডার – ১৯৬/৭ (২০.০)
ব্রিসবেন হিট – ১৪৩/১০ (১৭.৩)
ফলাফল – সিডনি থান্ডার ৫৩ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – সাকিব মাহমুদ


অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (২য় টেস্ট – ৪র্থ দিন)

১ উইকেটে ৪৫ রান নিয়ে ৪র্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। সেখান থেকে দলীয় ৫৫ রানেই সাজঘরে ফিরে যান মাইকেল নেসার (৩), মার্কাস হ্যারিস (২৩) ও স্টিভেন স্মিথ (৬)। পঞ্চম উইকেটে ৮৯ রান যোগ করে বিপর্যয় সামাল দেন ট্রাভিস হেড ও মারনাস লাবুশেন। প্যাভিলিয়নে ফেরার আগে লাবুশেন এবং হেড উভয়ই ৫১ রানের দুটি কার্যকারী ইনিংস খেলেন।

এরপর ক্যামেরন গ্রিন ৪৩ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ৯ উইকেট হারিয়ে ২৩০ রান সংগ্রহ করে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ফলে প্রথম ইনিংসের ২৩৭ রানের লিডসহ ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৬৮ রান। ইংলিশদের পক্ষে ওলি রবিনসন, জো রুট ও ডেভিড মালান ২টি করে উইকেট শিকার করেন।

এরপর ৪৬৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরে যান ইংল্যান্ডের ডানহাতি ওপেনার হাসিব হামিদ। এরপর আশা জাগিয়েও বড় কিছু করতে ব্যর্থ হন ররি বার্নস (৩৪), ডেভিড মালান (২০) ও জো রুট (২৪)। বেন স্টোকস ৪০ বল খেলে ৩ রানে অপরাজিত রয়েছেন। শেষে চার উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করে লক্ষ্য থেকে ৩৮৬ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড।

স্কোরবোর্ড:
অস্ট্রেলিয়া (১ম ইনিংস) – ৪৭৩/৯ (ডি) (১৫০.৪)
ইংল্যান্ড (১ম ইনিংস) – ২৩৬/১০ (৮৪.১)
অস্ট্রেলিয়া (২য় ইনিংস) – ২৩০/৯ (ডি) (৬১.০)
ইংল্যান্ড (২য় ইনিংস) – ৮২/৪ (৪৩.২)

ক্রিকেট বিশ্বে লাল-বল এবং সাদা-বলের দুর্দান্ত কিছু ক্রিকেট অ্যাকশন দেখা যাচ্ছে। তাদের আপডেট পেতে, Baji –র সাথেই থাকুন!

Exit mobile version