BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১৯ই অক্টোবর: আইসিসি মেনস টি20 বিশ্বকাপ (ম্যাচ ০৫ এবং ০৬)

স্কটল্যান্ড এবং পাপুয়া নিউগিনির মধ্যকার আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর ৫ম ম্যাচটি এবং ওমান ও বাংলাদেশের মধ্যকার আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর ৬ষ্ঠ ম্যাচটি গতকাল মাঠে গড়িয়েছে। ম্যাচের আকর্ষণীয় ঘটনাগুলো সম্পর্কে জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান। 

আইসিসি মেনস টি২০ বিশ্বকাপ ২০২১ – ম্যাচ ০৫ (স্কটল্যান্ড বনাম পাপুয়া নিউগিনি)

আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ এর ৫ম ম্যাচে আল আমিরাতের ওমান ক্রিকেট একাডেমির গ্রাউন্ডে পাপুয়া নিউগিনি’র বিপক্ষে ১৭ রানে জয়ী হয়েছে স্কটল্যান্ড। সেই সাথে গ্রুপ পর্বের ম্যাচে নিজেদের টানা ২য় জয় তুলে নিয়েছে স্কটিশরা।

টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে রিচি বেরিংটনের দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। দলের পক্ষে ৬ চার ও ৩ ছক্কায়, ৪৯ বলে ৭০ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন বেরিংটন। এছাড়া ম্যাথু ক্রস ৩৬ বলে ৪৫ রান করেন। পাপুয়া নিউগিনি’র হয়ে কাবুয়া মোরেয়া সর্বাধিক ৪টি এবং চ্যাড সোপার ৩টি উইকেট তুলে নেন। 

১৬৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লে এর ৬ ওভারে ৩৫ রান তুলতে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে পাপুয়া নিউগিনি। এরপর সেসে বাউ (২৪) এবং নরমান ভানুয়া (৪৭) দলকে ম্যাচে ফিরানোর চেষ্টা করলেও তা আর সম্ভব হয়নি। শেষে ১৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৮ রানে থেমে যায় পাপুয়া নিউগিনি’র ইনিংস। স্কটল্যান্ডের হয়ে ৩.৩ ওভার বল করে ১৮ রানে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন জশ ডেভি। 

এই ম্যাচে জয়ী হয়ে গ্রুপ ‘বি’ এর পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে রয়েছে স্কটল্যান্ড। অপরদিকে, টানা ২য় পরাজয় নিয়ে পাপুয়া নিউগিনি এখন পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।

স্কোরবোর্ড:
স্কটল্যান্ড – ১৬৫/৯ (২০.০)
পাপুয়া নিউগিনি – ১৪৮/১০ (১৯.৩)
ফলাফল – স্কটল্যান্ড ১৭ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – রিচি বেরিংটন


আইসিসি মেনস টি২০ বিশ্বকাপ ২০২১ – ম্যাচ ০৬ (ওমান বনাম বাংলাদেশ)

আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ এর ৬ষ্ঠ ম্যাচে আল আমিরাতের ওমান ক্রিকেট একাডেমির গ্রাউন্ডে সাকিব আল হাসানের অল-রাউন্ডার নৈপুণ্যে ওমানের বিপক্ষে ২৬ রানের এক দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে টাইগাররা।

বাংলাদেশের হয়ে ৩ চার ও ৪ ছক্কায়, ৫০ বলে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেন মোহাম্মদ নাঈম। এছাড়া সাকিব ২৯ বলে ৪২ এবং অধিনায়ক মাহমুদউল্লাহ ১০ বলে ১৭ রান করেন। ওমানের হয়ে বিলাল খান ও ফায়াজ বাট সর্বাধিক ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া কালেমউল্লাহ ২টি ও জিশান মাকসুদ ১টি করে উইকেট তুলে নেন।

১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৭ রানেই থেমে যায় ওমানের ইনিংস। দলের পক্ষে যতীন্দর সিং ৩৩ বলে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন। এছাড়া কাশ্যপ প্রজাপতি ২১ এবং মোহাম্মদ নাদিম ১৪ রান করেন। টাইগারদের হয়ে মোস্তাফিজুর রহমান সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন। এছাড়া সাকিব ৩টি এবং মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন ১টি করে উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে গ্রুপ ‘বি’ এর পয়েন্ট টেবিলের ৩য় স্থানে রয়েছে বাংলাদেশ। অপরদিকে, পরাজিত হয়ে ওমান এখনও পয়েন্ট টেবিলের ২য় স্থানে অবস্থান করছে। 

স্কোরবোর্ড:
বাংলাদেশ – ১৫৩/১০ (২০.০)
ওমান – ১২৭/৯ (২০.০)
ফলাফল – বাংলাদেশ ২৬ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – সাকিব আল হাসান

শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি ইভেন্ট। এর সকল আপডেটের জন্য, Baji –র সাথেই থাকুন! 

Exit mobile version