BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১৮ মার্চ: দক্ষিণ আফ্রিকা নাম বাংলাদেশ (১ম ওয়ানডে), ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড (২য় টেস্ট – ৩য় দিন)

SA vs BAN 1st ODI

দক্ষিণ আফ্রিকা নাম বাংলাদেশ (১ম ওয়ানডে)

সিরিজের ১ম ম্যাচে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮ রানের এক ঐতিহাসিক জয় তুলে নিয়েছে সফরকারী বাংলাদেশ। কেননা দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে যে কোনো ফরম্যাটে এই প্রথম জয় পেল টাইগাররা। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১৪ রানের বড় স্কোর সংগ্রহ করে সফরকারী বাংলাদেশ।

টাইগারদের হয়ে সাকিব আল হাসান ৭ চার ও ৩ ছক্কায়, ৬৪ বলে সর্বোচ্চ ৭৭ রানের বিধংসী ইনিংস খেলেন। এছাড়া ইয়াসির আলী এবং লিটন দাস উভয়ই ৫০ রানের দুটি কার্যকারী ইনিংস খেলেন। এর আগে অধিনায়ক তামিম ইকবাল ৪১ রান করেন। প্রোটিয়াদের হয়ে কেশব মহারাজ এবং মার্কো ইয়ানসেন সর্বাধিক ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া কাগিসো রাবাদা, আন্দিলে ফিকোয়াও এবং লুঙ্গি এনগিডি ১টি করে উইকেট তুলে নেন।

৩১৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারী বোলারদের আগ্রাসী বোলিংয়ে ৪৮.৫ ওভারে ২৭৬ রান তুলতেই অল-আউট হয়ে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে রাসি ফন ডার ডুসেন ৯৮ বলে সর্বোচ্চ ৮৬ রান করেন। এছাড়া ৮ চার ও ৩ ছক্কায়, ৫৭ বলে ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলেন ডেভিড মিলার। অধিনায়ক টেম্বা বাভুমা ৫৫ বলে ৩১ রান করেন।

বাংলাদেশের হয়ে মেহেদী হাসান সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন আহমেদ ৩টি, শরিফুল ইসলাম ২টি এবং মাহমুদউল্লাহ ১টি করে উইকেট তুলে নেন। সেই সাথে এই ম্যাচে জয়ী হয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা।

দুর্দান্ত পারফর্ম করে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বিশ্ব সেরা অল-রাউন্ডার সাকিব-আল-হাসান। আগামী ২০ মার্চ জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম এই দুই দল সিরিজের ২য় ম্যাচে মুখোমুখি হবে।

স্কোরবোর্ড

বাংলাদেশ – ৩১৪/৭ (৫০.০)

আফগানিস্তান – ২৭৬/১০ (৪৮.৫)

ফলাফল – বাংলাদেশ ৩৮ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – সাকিব আল হাসান



ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড (দ্বিতীয় টেস্ট – ৩য় দিন)

ব্রিজটাউন টেস্টে ক্যারিবীয় অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট এবং মিডল অর্ডার ব্যাটসম্যান জারমেইন ব্লাকউডের জোড়া সেঞ্চুরির সৌজন্যে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ২৮৮ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে স্বাগতিক দল এখনও সফরকারীদের থেকে ২১৯ রানে পিছিয়ে রয়েছে।

১ উইকেটে ৭১ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ শামারাহ ব্রুকস (৩৯) আর এনক্রুমাহ বোনারকে (৯) হারিয়ে একটা সময় বেশ চাপে পড়ে গিয়েছিল। তখন তাদের স্কোর ৩ উইকেটে ১০১ রান ছিল। সেখান থেকে ১৮৩ রানের বড় জুটি গড়েন ব্র্যাথওয়েট এবং ব্ল্যাকউড। দিনের শেষ সময়ে ব্ল্যাকউড এলবিডব্লিউয়ের ফাঁদে না পড়লে আরও ভালো অবস্থানে থাকতে পারতো ক্যারিবীয়রা।

ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে ব্ল্যাকউড ১০২ রানে ইংলিশ বোলার লরেন্সের শিকার হন । ডানহাতি এই ব্যাটার ২১৫ বলের ইনিংসটি সাজিয়েছিলেন ১১ চারে।

তবে সঙ্গী হারালেও একটা প্রান্ত ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন ব্র্যাথওয়েট। দশম টেস্ট সেঞ্চুরি তুলে তিনি অপরাজিত আছেন ১০৯ রানে। ৩৩৭ বলের ধৈর্যশীল ইনিংসে ১২টি বাউন্ডারি হাঁকিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক। তার সঙ্গে ৪ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন ‘নাইটওয়াচম্যান’ আলজেরি জোসেফ।

স্কোরবোর্ড

ইংল্যান্ড (১ম ইনিংস) – ৫০৭/৯ (ডি) (১৫০.৫)

ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস) – ২৮৮/৪ (১১৭.০)

Exit mobile version