অ্যাশেজ ২০২১/২২ এর দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন গতকাল মাঠে গড়িয়েছে।
অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (২য় টেস্ট – ৩য় দিন)
দ্বিতীয় দিন শেষে দুই উইকেট হারিয়ে ১৭ রান সংগ্রহ করা ইংল্যান্ড ক্রিকেট দল, ক্রিজে থাকা ডেভিড মালান (১) ও জো রুটকে (৫) নিয়ে তৃতীয় দিন সকালে মাঠে নামে। এই দুজন মিলে তৃতীয় উইকেটে ১৩৮ রানের জুটি গড়ে তোলেন। রুট ৬২ রান করে সাজঘরে ফিরে গেলে উইকেটে আসেন বেন স্টোকস।
কিছুক্ষণ পর মিচেল স্টার্কের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেন মালান (৮০)। এরপর অসি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে স্টোকস (৩৪) এবং ক্রিস ওকস (২৪) ছাড়া আর কেউ দুই অঙ্কের স্কোর স্পরশ করতে পারেনি। ফলে অস্ট্রেলিয়ার থেকে ২৩৭ রানে পিছিয়ে থেকে নিজেদের ১ম ইনিংসে ২৩৬ রানে অল-আউট হয়ে যায় ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন। এছাড়া নাথান লায়ন ৩টি, ক্যামেরন গ্রিন ২টি এবং মাইকেল নেসার ১টি করে উইকেট তুলে নেন।
নিজেদের ২য় ইনিংসে ব্যাটিং করতে নেমে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। দলীয় ৪১ রানে ফর্মে থাকা অসি ওপেনার ডেভিড ওয়ার্নার (১৩) রান আউট হয়ে সাজঘরে ফিরে যান। এরপর মার্কাস হ্যারিস (২১) এবং নেসার অপরাজিত থেকে ৩য় দিনের খেলা শেষ করেন।
স্কোরবোর্ড
অস্ট্রেলিয়া (১ম ইনিংস) – ৪৭৩/৯ (ডি) (১৫০.৪)
ইংল্যান্ড (১ম ইনিংস) – ২৩৬/১০ (৮৪.১)
অস্ট্রেলিয়া (২য় ইনিংস) – ৪৫/১ (১৭.০)