Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ১৮ জুলাই: জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ (২য় ওয়ানডে), শ্রীলঙ্কা বনাম ভারত (১ম ওয়ানডে), ইংল্যান্ড বনাম পাকিস্তান (২য় টি20)

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে, ভারত-শ্রীলঙ্কার মধ্যকার ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে এবং ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার ৩ ম্যাচ সিরিজের ২য় টি-টোয়েন্টি গতকাল মাঠে গড়িয়েছে। আসুন ম্যাচগুলোর আকর্ষণীয় ঘটনা সম্পর্কে জানতে নিবন্ধটি একটি ঝলক দেখি।

জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ (২য় – ওয়ানডে)

নিশ্চিত পরাজয়ের ম্যাচে বিশ্ব সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের দায়িত্বশীল ব্যাটিংয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল টাইগাররা। তার ১০৯ বলে অপরাজিত ৯৬ রানের ইনিংসের সৌজন্যে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ।

রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ৫চার ও ১ ছয়ে, দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ওয়েসলি মাধেভারে। এছাড়া ৪৬ রান করেন অধিনায়ক ব্রেন্ডন টেলর। ৩০ রান করেন সিকান্দার রাজা। বাংলাদেশ দলের হয়ে সর্বাধিক উইকেট শিকার করেন তরুণ পেসার শরিফুল ইসলাম (৪-৪৬, ১০ ওভার)। এছাড়া ৪২ রানে ২ উইকেট তুলে নেন সাকিব আল হাসান।

২৪১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৯.৩ ওভারে দলীয় ৩৯ রানে ওপেনার তামিম ইকবাল আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন সাকিব। তামিম আউট হওয়ার পর ১১ রানের ব্যবধানে ফেরেন লিটন ও মিঠুন। এরপর মোসাদ্দেক হোসেন চতুর্থ উইকেটে সাকিবের সঙ্গে ২৫ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন।

পঞ্চম উইকেটে সাকিবের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ (২৬)।  মাহমুদউল্লাহ আউট হওয়ার পর সাকিবকে যোগ্য সঙ্গ দিতে পারেননি মেহেদী হাসান মিরাজও। মাত্র ১৫ রানের ব্যবধানে ফেরেন তিনি। ৩৮.৩ ওভারে দলীয় ১৭৩ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন আফিফ (১৫)।

তামিম, লিটন, মিঠুন, মোসাদ্দেক, মাহমুদউল্লাহ, মিরাজ, আফিফ আউট হলে সাকিবের সঙ্গে দলের হাল ধরেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। অষ্টম উইকেটে তারা ৬৯ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

দলের জয়ে ১০৯ বলে ৮টি চারের সাহায্যে অপরাজিত ৯৬ রান করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩৪ বলে অপরাজিত ২৮ রান করেন সাইফউদ্দিন। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট তুলে নেনে লুক জঙ্গুয়ে।

স্কোরবোর্ড:
জিম্বাবুয়ে – ২৪০/৯ (৫০.০)
বাংলাদেশ – ২৪২/৭ (৪৯.১)
ফলাফল – বাংলাদেশ ৩ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দি ম্যাচ – সাকিব আল হাসান


শ্রীলঙ্কা বনাম ভারত (১ম – ওয়ানডে)

রোববার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ৮০ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। আগে ব্যাট করে ৯ উইকেটে ২৬২ রান করেছিল লঙ্কানরা। জবাবে ঝড়ো ব্যাটিং করে মাত্র ৩৬.৪ ওভারেই জয় তুলে নেয় ভারত।

টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কাকে আড়াইশ পেরুনো সংগ্রহ এনে দেয় আট নম্বরে নামা চামিকা করুণারত্নে। তার ১চার ও ২ ছক্কায়, ৩৫ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংসের উপর ভর করেই বলার মতো সংগ্রহ দাঁড় করাতে পেরেছে লঙ্কানরা। এছাড়া স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে আভিশকা ফার্নান্দো ৩৫ বলে ৩৩, মিনোদ ভানুকা ৪৪ বলে ২৭, ভানুকা রাজাপক্ষ ২২ বলে ২৪, ধনঞ্জয়া ডি সিলভা ২৭ বলে ১৪, চরিত আসালঙ্কা ৬৫ বলে ৩৮ ও অধিনায়ক দাসুন শানাকা ৫০ বলে করেন ৩৯ রান। ভারতের পক্ষে বল হাতে ২টি শিকার করেন উইকেট নেন দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল ও কুলদ্বীপ যাদব।

লঙ্কানদের করা ২৬২ রানের জবাবে খেলতে নেমে শুরুতেই স্বাগতিক বোলারদের ওপর সাইক্লোন বইয়ে দেন পৃথ্বি শ। লক্ষ্য খুব বেশি বড় না হলেও রীতিমতো টি-টোয়েন্টি মেজাজে খেলে ৯ বাউন্ডারিতে, ২৪ বলে ৪৩ রান করেন পৃথ্বি। পরে শিখর ধাওয়ান ও ঈশান কিষাণের হাফসেঞ্চুরিতে ৩৬.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ধাওয়ান ৯৫ বলে অপরাজিত ৮৬ রান করেন। ঈশান কিষাণ ৪২ বলে ৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়াও মনীশ পান্ডে ২৬ এবং সূর্যকুমার যাদব ৩১ রানে অপরাজিত থাকেন।

এই ম্যাচে জয়ী হয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত। আগামীকাল দ্বিতীয় ম্যাচে সিরিজে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামবে শ্রীলঙ্কা।

স্কোরবোর্ড:
শ্রীলঙ্কা – ২৬২/৯ (৫০.০)
অস্ট্রেলিয়া – ২৬৩/৩ (৩৬.৪)
ফলাফল – ভারত ৭ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দি ম্যাচ – পৃথ্বী শ


ইংল্যান্ড বনাম পাকিস্তান (২য় – টি20)

রোববার রাতে লিডসের হেডিংলিতে টসে হেরে ব্যাট করতে নেমে অলআউট হওয়ার আগে ২০০ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। স্বাগতিকদের ৪৫ রানের জয়ে সিরিজে ১-১ এ সমতায় ফিরেছে।

ইংল্যান্ডের বড় সংগ্রহ গড়ার পথে সর্বোচ্চ ৫৯ রান করেছেন এ ম্যাচের অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। ইনিংসের ১৪তম ওভারে আউট হওয়ার আগে ৭ চার ও ২ ছয়ে, ৩৯ বলে ৫৯ রান করেন। এছাড়া মঈন আলী খেলেছেন ১৬ বলের টর্নেডো ইনিংস। যেখানে ৬ চার ও ১ ছক্কায়, ১৬ বলে ৩৬ রান করেন। পাকিস্তানের পক্ষে ৫১ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোহাম্মদ হাসনাইন।

২০১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ১৬ বলে ২২, মোহাম্মদ রিজওয়ান ২৯ বলে ৩৭, শোয়েব মাকসুদ ১০ বলে ১৫, মোহাম্মদ হাফিজ ১২ বলে ১০ ও ইমাদ ওয়াসিম ১৩ বলে ২০ রান করেন। মাত্র ১০৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় সফরকারীরা। শেষদিকে লেগস্পিনার শাদাব খানের ২ চার ও ৩ ছয়ে, ২২ বলে ৩৬ রানের ক্যামিও ইনিংসের সুবাদে দলীয় সংগ্রহ দেড়শ পার হয়।

ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সাকিব মাহমুদ। এছাড়া ২টি করে উইকেট শিকার করেছেন আদিল রশিদ ও মঈন আলী।

স্কোরবোর্ড:
ইংল্যান্ড – ২০০/১০ (১৯.৫)
পাকিস্তান – ১৫৫/৯ (২০.০)
ফলাফল – ইংল্যান্ড ৪৫ রানে জয়ী
প্লেয়ার অফ দি ম্যাচ – মঈন আলী

ব্যাট ও বলের কিছু দুর্দান্ত লড়াই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট চলছে। ক্রিকেটের আরও সর্বশেষ আপডেটের জন্য Baji –র সাথেই থাকুন!

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...