BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১৮ জুন: পিএসএল ২০২১ (ম্যাচ ২৮) ও ভারত বনাম নিউজিল্যান্ড (ডব্লিউটিসি ফাইনাল – ১ম দিন)

মুলতান সুলতানস এবং লাহোর কালান্দার্সের মধ্যে পিএসএল ৬ এর ২৮ তম ম্যাচটি গতকাল মাঠে গড়িয়েছে, এবং ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিন বৃষ্টির কারণে ভেসে গেছে। ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহুর্তগুলো এবং আইসিসি ডব্লিউটিসি ফাইনাল সম্পর্কিত আপডেট জানতে নিবন্ধটি এক ঝলক দেখে নিই।

পিএসএল ২০২১ ম্যাচ ২৮ (মুলতান সুলতানস বনাম লাহোর কালান্দার্স)

মুলতান সুলতানস তাঁদের প্রতিপক্ষ লাহোর কালান্দার্স এর বিপক্ষে ৮০ রানের বিশাল জয় লাভ করে।

টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলে নেয় সুলতানস। যেখানে এই স্কোর তুলতে দলের পক্ষে সব থেকে বড় অবদান রাখেন সোহাইব মকসুদ। ৩ চার ও ৪ ছয়ে, ৪০ বলে ৬০ রান করেন তিনি। এছাড়া রিলে রুশো (২৯) ও সোহেল তানভীর (২৬*) রান করেন। কালান্দার্সের পক্ষে সব থেকে বেশি উইকেট শিকার করেন শাহীন আফ্রিদি (৩-২৩, ৪ ওভার)। 

১৭০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে সুলতানসের বোলারদের বোলিং তাণ্ডবে প্রথম থেকেই ধুঁকতে থাকে কালান্দার্সের ব্যাটসম্যানরা। পাওয়ার প্লের ৬ ওভারে ৩৪ রান তুলতে ৩ উইকেট হারায় কালান্দার্স। এরপর নিয়মিত উইকেট বিরতিতে রানের গতি আর তরান্বিত করতে পারেনি ব্যাটসম্যানরা। শেষে শাহনওয়াজ ধানীর দুর্দান্ত স্পেলে (৪-৫, ৩.১ ওভার) ৪.৫ ওভার বাকি থাকতে দলীয় ৮৯ রানে অল আউট হয়ে যায় কালান্দার্স। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন জেমস ফকনার।

এই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মুলতান সুলতানস এবং লাহোর কালান্দার্স পরাজিত হয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে।

স্কোরবোর্ড:
মুলতান সুলতানস – ১৬৯/৮ (২০.০)
লাহোর কালান্দার্স – ৮৯/১০ (১৫.১)
ফলাফল – মুলতান সুলতানস ৮০ রানে জয়ী
প্লেয়ার অফ দি ম্যাচ – শাহনওয়াজ ধানী


ভারত বনাম নিউজিল্যান্ড (ডব্লিউটিসি ফাইনাল – ১ম দিন)

প্রথমবারের মতো আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শিরোপা লড়াইয়ে আছে ভারত ও নিউজিল্যান্ড। তাদের এই ম্যাচটি কখন মাঠে গড়াবে, তা নিয়ে উম্মুখ হয়ে ছিলেন দর্শকরা। সেই অপেক্ষা আর কাটল না প্রথম দিনে।

সাউদাম্পটনে রোজ বোলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের প্রথম দিন পুরোটাই গেল বৃষ্টির পেটে। এক বল হওয়া তো দূরের কথা, হয়নি ম্যাচের টসও।

১৫:০০ (GMT+6) এ টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটি পিছিয়ে যায়। অপেক্ষা বাড়তে থাকে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষাতেও খেলা শুরু করার মতো অবস্থা হয়নি মাঠের। ফলে প্রথম দিনের খেলা পরিত্যক্তই ঘোষণা করেন আম্পায়াররা। 

তবে প্রথম দিনটা বাতিল হলেও দুশ্চিন্তার কিছু নেই। বৃষ্টির কথা মাথায় রেখে যে আগেই আইসিসি জানিয়ে রেখেছিল, এই টেস্টে বাড়তি একদিন রিজার্ভ ডে থাকবে। অর্থাৎ ষষ্ঠ দিন পর্যন্ত হবে ম্যাচটি। নতুন করে আর ঝামেলায় না পড়লে দুই দলই পাবে পুরো পাঁচ দিন।

বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল এবং আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলছে দুর্দান্ত কিছু অ্যাকশন নিয়ে। ম্যাচের বিজয়ীদের পূর্বাভাস দিন এবং Baji তে বেট ধরুন 

Exit mobile version