ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার ২য় টেস্টের ২য় দিন গতকাল মাঠে গড়িয়েছে। দিনের ম্যাচগুলোর আকর্ষণীয় ঘটনাগুলো জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান।
ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড (দ্বিতীয় টেস্ট – ২য় দিন)
বৃহস্পতিবার বার্বাডোজ টেস্টের দ্বিতীয় দিন ক্যারিবীয় বোলারদের ওপর রীতিমতো ঝড় চালিয়েছেন বেন স্টোকস। যার ফলশ্রুতি ১ম ইনিংসে ৯ উইকেটে ৫০৭ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারী ইংল্যান্ড। এরপর দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৭১ রান। ফলে প্রথম ইনিংসে এখনও ৪৩৬ রানে পিছিয়ে স্বাগতিকরা। ফলোঅন এড়াতে তাদের করতে হবে আরও ২৩৭ রান।
আগের দিন ৩ উইকেটে ২৪৪ রান তুলেছিল ইংল্যান্ড। বৃহস্পতিবার চতুর্থ উইকেটে ১২৯ রান যোগ করেন অধিনায়ক জো রুট ও স্টোকস। যেখানে রুটের অবদান মাত্র ৩৪ রান। সিংহভাগ রানই করেন স্টোকস। একের পর এক চার-ছয়ের মারে ৭৩ বলে পূরণ করেন নিজের ফিফটি। সেখান থেকে সেঞ্চুরিতে পৌঁছতে খেলেন মাত্র ৪১ বল। স্টোকসের সেঞ্চুরির আগেই অবশ্য ব্যক্তিগত ১৫৩ রানে সাজঘরে ফিরে যান রুট।
স্টোকস নিজেও সেঞ্চুরির পর বেশিক্ষণ থাকতে পারেননি। ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের বলে পরপর দুই ছক্কা হাঁকানোর পর তৃতীয় ছক্কার চেষ্টায় লং অফে ধরা পড়ে যান তিনি। আউট হওয়ার আগে ১১ চার ও ৬ ছয়ের মারে ১২০ রানের ইনিংস খেলেন স্টোকস।
এই ইনিংসের মাধ্যমে টেস্ট ক্যারিয়ারের ৫ হাজার রান পূরণ হয়েছে স্টোকসের। বিশ্বের মাত্র পঞ্চম ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ হাজার রান ও ১৫০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। পাশাপাশি ছয়টি ছক্কা হাঁকিয়ে মোট ৮৯ ছক্কা নিয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার তালিকায় ছয়ে উঠে এসেছেন স্টোকস।
শেষ দিকে বেন ফোকস ৩৩ ও ক্রিস ওকস ৪১ রানের ইনিংস খেলার পর ৫০৭ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বাঁহাতি স্পিনার ভেরাসামি পারমল সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন। এছাড়া কেমার রোচ ২ উইকেট তুলে নেন।
পরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই জন ক্যাম্পবেলের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। অভিষিক্ত ম্যাথু ফিশার নিজের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় বলেই তুলে নেন প্রথম উইকেট। এরপর আর বিপদ ঘটতে দেননি ক্রেগ ব্রাথওয়েট ও শামার ব্রুকস। ব্রাথওয়েট ৭৯ বলে ২৮ ও ব্রুকস ৮৩ বলে ৩১ রানে অপরাজিত রয়েছেন।
স্কোরবোর্ড
ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস) – ৭১/১ (২৭.০)
ইংল্যান্ড (১ম ইনিংস) – ৫০৭/৯ (ডি) (১৫০.৫)