BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১৭ ডিসেম্বর: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (২য় টেস্ট – ২য় দিন)

অ্যাশেজ ২০২১/২২ এর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন গতকাল মাঠে গড়িয়েছে। 

অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (২য় টেস্ট – ২য় দিন)

প্রথম দিন শেষে দুই উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করা অস্ট্রেলিয়ান ক্রিকেট দল, ক্রিজে থাকা মারনাস লাবুশেন (৯৫) ও স্টিভেন স্মিথকে (১৮) নিয়ে দ্বিতীয় দিন সকালে মাঠে নামে। শুরুতেই ২৮৭ বল খেলে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন লাবুশেন। এরপর ব্যক্তিগত ১০৩ রানে অলি রবিনসনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন এ টপঅর্ডার ব্যাটার।

লাবুশেনের বিদায়ের পর হতাশ করেন ট্রাভিস হেড (১৮) ও ক্যামেরন গ্রিন (২)। ফলে দলীয় ৩০০ রানের আগেই ৫ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। ষষ্ঠ উইকেটে অ্যালেক্স ক্যারির সঙ্গে ৯১ রানের জুটি গড়েন স্মিথ। কিন্তু করতে পারেননি নিজের সেঞ্চুরি। ব্যক্তিগত ৯৫ রানে জেমস অ্যান্ডারসনের শিকার হয়ে সাজঘরে ফিরেন স্মিথ।

এরপর ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি। তবে তিনিও দলীয় ৩৯০ রানে সাজঘরে ফিরে যান। পরে অভিষিক্ত মাইকেল নেসার ২৪ বলে ৩৫ এবং মিচেল স্টার্ক ৩৯ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। শেষে ৯ উইকেট হারিয়ে ৪৭৩ রানের বড় স্কোর সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকার করেন বেন স্টোকস। এছাড়া জেমস অ্যান্ডারসন ২টি উইকেট তুলে নেন।

নিজেদের ১ম ইনিংসে ব্যাটিং করতে নেমে দলীয় ১২ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ইংল্যান্ড। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন ডেভিড মালান (১) এবং অধিনায়ক জো রুট (৫)। কিন্তু পেসার মাইকেল নেসার ইনিংসের নবম ওভারের চতুর্থ বল করার সময় স্টেডিয়ামের ঠিক পেছনেই বড়সড় এক বজ্রপাত হয়।

এরপর আর এক মুহূর্তও মাঠে থাকেননি দুই দলের খেলোয়াড়রা। সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে চলে যান তারা। পরে আর মাঠে ফেরানো হয়নি তাদের। এই বজ্রপাতের ফলে ৭ ওভার আগেই শেষ করে দেওয়া হয়েছে দ্বিতীয় দিনের খেলা। ফলে ২ উইকেটে ১৭ রান সংগ্রহ করে স্বাগতিকদের চেয়ে ৪৫৬ রানের পিছিয়ে থেকে ৩য় দিন খেলতে মাঠে নামবে সফরকারীরা।

স্কোরবোর্ড

অস্ট্রেলিয়া (১ম ইনিংস) – ৪৭৩/৯ (ডি) (১৫০.৪)

ইংল্যান্ড (১ম ইনিংস) – ১৭/২ (৮.৪)

Exit mobile version