BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১৭ অক্টোবর: আইসিসি মেনস টি২০ বিশ্বকাপ (ম্যাচ ০১ এবং ০২)

ওমান ও পাপুয়া নিউগিনির মধ্যকার আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর প্রথম ম্যাচটি এবং বাংলাদেশ ও স্কটল্যান্ডের মধ্যকার আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর ২য় ম্যাচটি গতকাল মাঠে গড়িয়েছে। ম্যাচের আকর্ষণীয় ঘটনাগুলো সম্পর্কে জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান। 

আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ – ম্যাচ ০১ (ওমান বনাম পাপুয়া নিউগিনি)

আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ এর উদ্বোধনী ম্যাচে আল আমিরাতের ওমান ক্রিকেট একাডেমির গ্রাউন্ডে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৩৮ বল হাতে রেখে ১০ উইকেটের এক বিশাল জয় পেয়েছে ওমান। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ওমানের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান তুলতে সমর্থ হয় পাপুয়া নিউগিনি।

পাপুয়া নিউগিনির হয়ে অধিনায়ক অধিনায়ক আসাদ ভালা ৪৩ বলে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন। চার্লস আমিনি ৩৭ রান এবং সেসে বাউ-ও ১৩ রান করেন। এছাড়া পাপুয়া নিউগিনির হয়ে আর কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের স্কোর স্পর্শ করতে পারেনি। ওমানের হয়ে অধিনায়ক জিশান মাকসুদ সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন। এছাড়া বিলাল খান এবং কলিমউল্লাহ ২টি করে উইকেট তুলে নেন।

১৩০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোন উইকেট না হারিয়ে ১৩.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওমান। ৭ চার ও ৪ ছক্কায়, ৪২ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলেন ওপেনার যতীন্দর সিং। এছাড়া আর এক ওপেনার আকিব ইলিয়াস ৪৩ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন।

এই ম্যাচে জয়ী হয়ে গ্রুপ ‘বি’ এর পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে রয়েছে ওমান। অপরদিকে, পরাজিত হয়ে পাপুয়া নিউগিনি এখন পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।

স্কোরবোর্ড:
পাপুয়া নিউগিনি – ১২৯/৯ (২০.০)
ওমান – ১৩১/০ (১৩.৪)
ফলাফল – ওমান ১০ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – জিশান মাকসুদ


আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ – ম্যাচ ০২ (বাংলাদেশ বনাম স্কটল্যান্ড)

আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ এর ২য় ম্যাচে আল আমিরাতের ওমান ক্রিকেট একাডেমির গ্রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে ৬ রানের এক দুর্দান্ত জয় পেয়েছে স্কটল্যান্ড। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে স্কটল্যান্ড।

স্কটল্যান্ড এর হয়ে ৪ চার ও ২ ছক্কায়, ২৮ বলে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন ক্রিস গ্রিভস। এছাড়া জর্জ মানসি ২৩ বলে ২৯ এবং মার্ক ওয়াট ১৭ বলে ২২ রান করেন। টাইগারদের হয়ে মেহেদী হাসান সর্বাধিক ৩টি উইকেট শিকার করেন। এছাড়া সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ২টি এবং তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন ১টি করে উইকেট তুলে নেন।

১৪১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৮ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে এই দুজন ৪৭ রানের জুটি গড়ে তোলেন। তবে স্কটল্যান্ডের বোলারদের দুর্দান্ত বোলিং এর সৌজন্যে রানের গতি সচল রাখতে পারেনি টাইগাররা। যার ফলে সাকিব (২০) এবং মুশফিকুর (৩৮) সাজঘরে ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।

শেষে মাহমুদউল্লাহ (২৩), আফিফ হোসেন (১৮), এবং মেহেদী (১৩) চেষ্টা করলেও নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। স্কটল্যান্ডের হয়ে ব্র্যাড হুইল সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া ক্রিস গ্রিভস ২টি এবং মার্ক ওয়াট ও জশ ডেভি ১টি করে উইকেট তুলে নেন।   

এই ম্যাচে জয়ী হয়ে গ্রুপ ‘বি’ এর পয়েন্ট টেবিলের ২য় স্থানে রয়েছে স্কটল্যান্ড। অপরদিকে, পরাজিত হয়ে বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলের ৩য় স্থানে অবস্থান করছে।

স্কোরবোর্ড:
স্কটল্যান্ড – ১৪০/৯ (২০.০)
বাংলাদেশ – ১৩৪/৭ (২০.০)
ফলাফল – স্কটল্যান্ড ৬ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – ক্রিস গ্রিভস

শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি ইভেন্ট। এর সকল আপডেটের জন্য, Baji –র সাথেই থাকুন!

Exit mobile version