BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১৬ মার্চ: পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (২য় টেস্ট – ৫ম দিন), ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড (২য় টেস্ট – ১ম দিন)

PAK vs AUS

PAK vs AUS

পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যেকার ২য় টেস্টের ৫ম দিন এবং ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার ২য় টেস্টের ১ম দিন গতকাল মাঠে গড়িয়েছে। দিনের ম্যাচগুলোর আকর্ষণীয় ঘটনাগুলো জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান।

পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (দ্বিতীয় টেস্ট – ৫ম দিন)

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়েছিল। করাচিতেও স্বাগতিক পাকিস্তান ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি ড্র হলো। তবে রাওয়ালপিন্ডির মতো নিষ্প্রাণ ছিল না করাচির টেস্টটি। চতুর্থ এবং পঞ্চম প্রায় দুইদিনে ১৭২ ওভার ব্যাট করে টেস্ট বাঁচিয়েছে পাকিস্তান।

অস্ট্রেলিয়ার দেওয়া ৫০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান করেছে ৭ উইকেটে ৪৪৩ রান। শেষ দিনের শেষ ৮ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ৩ উইকেট। উইকেটে তখন মোহাম্মদ রিজওয়ান ও নৌমান আলী। দলীয় রান যখন ৭ উইকেটে ৪২৬, তখন ৯১ রানে থাকা রিজওয়ানের ক্যাচ ফেলে দেন উসমান খাজা। ক্যাচটি তালুবন্দি করতে পারলে ম্যাচের ফল অন্যকিছুও হতে পারতো।

এই রিজওয়ান ও নৌমান আলীই দিনের বাকিটা সময় পার করে পাকিস্তানকে ড্র এনে দেন। রিজওয়ান ১৭৭ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন। নোমান আলী কোনো রান না করলেও খেলেন ১৮ বল। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৪ রানের জন্য ডাবল সেঞ্চুরি পাননি। তবে ১টি ছক্কা ও ২১টি চারের সাহায্যে ৪২৫ বলে ১৯৬ রানের দু:সাহসিক ইনিংস খেলেছেন তিনি। যার ফলস্বরূপ প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন বাবর।

অস্ট্রেলিয়ার পক্ষে নাথান লায়ন সর্বাধিক ৪টি উইকেট শিকার করেছেন। এছাড়া অধিনায়ক প্যাট কামিন্স দুটি উইকেট তুলে নিয়েছেন। সিরিজের প্রথম দুটি টেস্ট ম্যাচ ড্র হওয়ায় দুদলের মধ্যকার তৃতীয় টেস্ট ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে। ২১ মার্চ লাহোরে পাকিস্তান-অস্ট্রেলিয়ার তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।

স্কোরবোর্ড

অস্ট্রেলিয়া (১ম ইনিংস) – ৫৫৬/৯ (ডি) (১৮৯.০)

পাকিস্তান (১ম ইনিংস) – ১৪৮/১০ (৫৩.০)

অস্ট্রেলিয়া (২য় ইনিংস) – ৯৭/২ (ডি) (২২.৩)

পাকিস্তান (২য় ইনিংস) – ৪৪৩/৭ (১৭১.৪)

ফলাফল – ম্যাচ ড্র

প্লেয়ার অফ দ্য ম্যাচ – বাবর আজম


ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড (দ্বিতীয় টেস্ট – ১ম দিন)

স্বপ্নের মতো কেটেছে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুটের ২০২১ সাল। যেখানে ছয় সেঞ্চুরি চার ফিফটিতে ৬১ গড়ে করেছিলেন ১৭০৮ রান। সেই ধারাবাহিকতা ধরে রাখলেন ২০২২ সালেও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হাঁকালেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি।

অ্যান্টিগায় সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ১০৯ রানের ইনিংস। এবার বার্বাডোজ টেস্টের প্রথম ইনিংসে প্রথম দিন শেষে ১১৯ রানে অপরাজিত রয়েছেন তিনি। অধিনায়কের অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে প্রথম দিনে উইকেটে ২৪৪ রান করেছে ইংল্যান্ড।

ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিয়েছিলেন রুট। কিন্তু ইনিংসের চতুর্থ ওভারে রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন ওপেনার জ্যাক ক্রলি। পরে দ্বিতীয় উইকেটে অ্যালেক্স লিসের সঙ্গে ৪১. ওভারে ৭৬ রানের জুটি গড়েন ইংলিশ অধিনায়ক।

দৃঢ় ব্যাটিং করতে থাকা লিসকে আউট করেন বাঁহাতি স্পিনার ভেরাসামি পারমল। ভেতরে ঢোকা ডেলিভারি ব্যাক ফুটে খেলতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন ১৩৮ বলে ৩০ রান করা লিস। এরপর তৃতীয় উইকেটে ১৬৪ রানের জুটি গড়ে তোলেন রুট এবং ড্যান লরেন্স।

এক সময় উইকেটের এক প্রান্তে ১৯৯ বলে টেস্ট ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি তুলে নেন রুট। তবে দিনের শেষ ওভারের পঞ্চম বলে জেসন হোল্ডারের শিকার হয়ে ১৫০ বলে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেন লরেন্স। শেষ পর্যন্ত ২৪৬ বল খেলে ১১৯ রানে অপরাজিত রয়েছেন রুট।

স্কোরবোর্ড

ইংল্যান্ড (১ম ইনিংস) – ২৪৪/৩ (৮৯.৫)

Exit mobile version