BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১৬ ডিসেম্বর: পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ (৩য় টি২০), অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (২য় টেস্ট – ১ম দিন)

পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের ৩য় টি-টোয়েন্টি, এবং অ্যাশেজ ২০২১/২২ এর ২য় টেস্টের ১ম দিন গতকাল মাঠে গড়িয়েছে। ম্যাচগুলোর আকর্ষণীয় ঘটনা জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান।

পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ (৩য় টি২০)

বৃহস্পতিবার করাচির জাতীয় স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ বল হাতে রেখে ৭ উইকেটের এক বিশাল জয় পেয়েছে স্বাগতিক পাকিস্তান। সেই সাথে ৩ ম্যাচের সিরিজে ম্যান ইন গ্রিনদের কাছে হোয়াইট ওয়াশ হল ক্যারিবীয়রা।

টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে হারিয়ে ২০৭ রানের বড় স্কোর সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীদের হয়ে ২ চার ও ৬ ছক্কায়, ৩৭ বলে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক নিকোলাস পুরান। এছাড়া শামার ব্রুকস ৪৯ এবং ব্র্যান্ডন কিং ৪৩ রান করেন। স্বাগতিকদের হয়ে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন। এছাড়া শাহনওয়াজ ধানী ১টি উইকেট তুলে নেন।

২০৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় পাকিস্তান। দলের পক্ষে ১০ চার ও ৩ ছক্কায়, ৪৫ বলে সর্বোচ্চ ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। এছাড়া অধিনায়ক বাবর আজম ৯ চার ও ২ ছক্কায়, ৫৩ বলে ৭৯ রান করেন। শেষে ৭ বলে ২১ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন আসিফ আলী। ক্যারিবীয়দের হয়ে ওডিয়ান স্মিথ, ডমিনিক ড্রেকস এবং রোমারিও শেফার্ড ১টি করে উইকেট তুলে নেন।

এই ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। এছাড়া সম্পূর্ণ সিরিজে ভালো পারফর্ম করায় তিনি প্লেয়ার অফ দ্য সিরিজও হয়েছেন।

স্কোরবোর্ড

ওয়েস্ট ইন্ডিজ – ২০৭/৩ (২০.০)

পাকিস্তান – ২০৮/৩ (১৮.৫)

ফলাফল – পাকিস্তান ৭ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – মোহাম্মদ রিজওয়ান

প্লেয়ার অফ দ্য সিরিজ – মোহাম্মদ রিজওয়ান


অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (২য় টেস্ট – ১ম দিন)

গতকাল সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে অ্যাডিলেড ওভালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত ইনিংস এবং মারনাস লাবুশেনের ধৈর্যশীল ব্যাটিংয়ে প্রথম দিন শেষে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ২ উইকেট হারিয়ে ২২১ রান তুলে নিয়েছে তাঁরা।

ব্যাট করতে নেমে শুরুতেই মার্কাস হ্যারিসের (৩) উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া। কিন্তু এরপর ২য় উইকেটে ১৭২ রানের জুটি গড়ে তোলেন ওয়ার্নার এবং লাবুশেন। ওয়ার্নার ১১ বাউন্ডারিতে, ১৬৭ বলে ৯৫ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলে উইকেটে আসেন স্টিভেন স্মিথ।

এরপর অবশ্য অস্ট্রেলিয়ার আর কোনো উইকেটের পতন ঘটাতে পারেনি ইংল্যান্ডের বোলাররা। ইংলিশ অধিনায়ক জো রুট একে একে জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস, বেন স্টোকস, ওলি রবিসনকে ব্যবহার করেও উইকেটের দেখা পাননি। শেষে নিজেও বল করেছিলেন ১১ ওভার। তাতেও কোনো সাফল্য আসেনি। 

দিন শেষে লাবুশেন ৯৫ রানে অপরাজিত আছেন। আর স্মিথ ৭১ বলে অপরাজিত ১৮ রানের ইনিংস খেলে প্রথম দিনের খেলা শেষ করেছেন।

স্কোরবোর্ড

অস্ট্রেলিয়া (১ম ইনিংস) – ২২১/২ (৮৯.০)

Exit mobile version